History of Independent India Questions Answers in Bengali || স্বাধীন ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি History of Independent India Questions Answers in Bengali || স্বাধীন ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে History of Independent India Questions Answers in Bengali || স্বাধীন ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই History of Independent India Questions Answers in Bengali || স্বাধীন ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

History of Independent India Questions Answers in Bengali || স্বাধীন ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ- ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ড. রাজেন্দ্রপ্রসাদ।

  1. কার নেতৃত্বে সংবিধান খসড়া প্রস্তুত কমিটি গঠন করা হয় ?

উত্তরঃ- বি. আর. আম্বেদকারের নেতৃত্বে সংবিধান খসড়া প্রস্তুত কমিটি গঠন করা হয়।

  1. কোন্ আইনের বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?

উত্তরঃ- ১৯৪৭ খ্রিস্টাব্দের ভারতীয় স্বাধীনতা আইন -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।

  1. কোন্ বছর থেকে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছে ?

উত্তরঃ- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছে।

  1. কবে খসড়া সংবিধানটি গণপরিষদে গৃহীত হয় ?

উত্তরঃ- ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ শে নভেম্বর সংবিধানটি গণপরিষদে গৃহীত হয়।

  1. ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হয় ?

উত্তরঃ- ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে ২৬ শে জানুয়ারি দিনটিকে পালন করা হয়।

  1. বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি ধারা আছে ?

উত্তরঃ- বর্তমানে ভারতীয় সংবিধানে ৪০৫ টি ধারা আছে।

  1. ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে ?

উত্তরঃ- ভারতের সংবিধানে ৬ টি মৌলিক অধিকার আছে।

  1. ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?

উত্তরঃ- ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন।

  1. ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী ?

উত্তরঃ- ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা।

  1. ভারতীয় পার্লামেন্টের লোকসভায় কে সভাপতিত্ব করেন ?

উত্তরঃ- ভারতীয় পার্লামেন্টের লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার বা অধ্যক্ষ।

  1. ভারতীয় পার্লামেন্টের রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
    অথবা, ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ?

উত্তরঃ- ভারতীয় সংসদের উচ্চকক্ষে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি।

  1. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?

উত্তরঃ- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি।

  1. রাজ্যের মতো কেন্দ্রেও কী রাষ্ট্রপতির শাসন জারি করা যায় ?

উত্তরঃ- রাজ্যের মতো কেন্দ্রেও রাষ্ট্রপতির শাসন জারি করা যায়।

  1. ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?

উত্তরঃ- ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম সুপ্রিম কোর্ট।

  1. ১৮ বছরের ভোটাধিকার কবে থেকে প্রচলিত হয়েছে ?

উত্তরঃ- ১৮ বছরের ভোটাধিকার ১৯৮৮ খ্রিস্টাব্দ থেকে প্রচলিত হয়েছে।

  1. লোকসভার সর্বাধিক সদস্যসংখ্যা কত হতে পারে ?

উত্তরঃ- লোকসভার সর্বাধিক সদস্যসংখ্যা ৫৫২ হতে পারে।

  1. স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয় ?

উত্তরঃ- স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় ১৯৫১ খ্রিস্টাব্দের ২৫ শে অক্টোবর থেকে ১৯৫২ খ্রিস্টাব্দের ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত।

  1. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ?

উত্তরঃ- ভারতের প্রথম নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন।

  1. কবে ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয় ?

উত্তরঃ- ১৯৮৫ খ্রিস্টাব্দে ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয়।

  1. ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন ?

উত্তরঃ- ভারতের রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হন।

  1. ভারতের সাংবিধানিক রাষ্ট্রপ্রধান কে ?

উত্তরঃ- ভারতের সাংবিধানিক রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি।

  1. ভারতের শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতার অধিকারী কে ?

উত্তরঃ- ভারতের শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতার অধিকারী কেন্দ্রীয় মন্ত্রীসভা।

  1. কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রধান কে ?

উত্তরঃ- কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রধান হলেন প্রধানমন্ত্রী।

  1. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বর্তমানে কয়টি আছে ?

উত্তরঃ- রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বর্তমানে আঠারোটি আছে।

  1. ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য কতগুলি মৌলিক কর্তব্য আছে ?

উত্তরঃ- ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য দশটি মৌলিক কর্তব্য আছে।

  1. মৌলিক কর্তব্যগুলি সংবিধানে কবে সংযোজিত হয়েছে ?

উত্তরঃ- মৌলিক কর্তব্যগুলি সংবিধানে ১৯৭৬ খ্রিস্টাব্দে সংযোজিত হয়েছে।

  1. রাজ্যের শাসনবিভাগের প্রধান কে ?

উত্তরঃ- রাজ্যের শাসনবিভাগের প্রধান হলেন রাজ্যপাল।

  1. রাজ্যসভার মোট সদস্যসংখ্যা সর্বাধিক কত হতে পারে ?

উত্তরঃ- রাজ্যসভার মোট সদস্য সংখ্যা সর্বাধিক ২৫০ জন হতে পারে।

  1. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?

উত্তরঃ- রাজ্যসভার সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন।

  1. লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?

উত্তরঃ- লোকসভার সদস্যরা ৫ বছরের জন্য নির্বাচিত হন।

  1. দুই কক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাজ্যের নাম লেখো।

উত্তরঃ- দুই কক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাজ্য হল উত্তরপ্রদেশ।

  1. রাজ্যের বিধানসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?

উত্তরঃ- রাজ্যের বিধানসভার সদস্যরা ৫ বছরের জন্য নির্বাচিত হন।

  1. বর্তমানে সুপ্রিম কোর্টের সর্বমোট বিচারপতির সংখ্যা কত ?

উত্তরঃ- বর্তমানে সুপ্রিম কোর্টের সর্বমোট বিচারপতির সংখ্যা ২৬ জন।

  1. সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি নিয়োগ করা যায় কী ?

উত্তরঃ- সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি নিয়োগ করা যায়।

  1. ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কোন্ দল সবথেকে ভালো ফল করে ?

উত্তরঃ- ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কংগ্রেস সবথেকে ভালো ফল করে।

  1. ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী ?

উত্তরঃ- ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম শ্রীমতী প্রতিভা দেবী সিং পাটিল।

  1. ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী ?

উত্তরঃ- ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি।

  1. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তরঃ- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড . রাজেন্দ্রপ্রসাদ।

  1. ভারতের জাতীয় প্রতীক কী ?

উত্তরঃ- ভারতের জাতীয় প্রতীক হল অশোক স্তম্ভ।

  1. ভারতের গণপরিষদ কবে গঠিত হয়েছিল ?

উত্তরঃ- ভারতের গণপরিষদ ১৯৪৬ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল।

  1. পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় কতজন সাংসদ নির্বাচিত হন ?

উত্তরঃ- পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় ৪২ জন সাংসদ নির্বাচিত হন।

  1. ভারতে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?

উত্তরঃ- ভারতে বর্তমানে ২৮ টি অঙ্গরাজ্য আছে।

  1. ন্যূনতম কত বছর বয়সে লোকসভার সদস্য হওয়া যায় ?

উত্তরঃ- ন্যূনতম ২৫ বছর বয়সে লোকসভার সদস্য হওয়া যায়।

  1. ন্যূনতম কত বছর বয়সে রাজ্যসভার সদস্য হওয়া যায় ?

উত্তরঃ- ন্যূনতম ৩০ বছর বয়সে রাজ্যসভার সদস্য হওয়া যায়।

  1. রাজ্যের বিধান পরিষদের সদস্য সংখ্যা কত হবে ?

উত্তরঃ- রাজ্যের বিধান-পরিষদের সদস্য সংখ্যা চল্লিশের কম বা ওই রাজ্যের বিধানসভার মোট সদস্যের এক-তৃতীয়াংশের বেশি হবে না।

  1. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন ?

উত্তরঃ- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন।

  1. ভারতের প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রীর নাম কী ?

উত্তরঃ- ভারতের প্রথম অ-কংগ্রেসী প্রধানমন্ত্রীর নাম মোরারজি দেশাই।

  1. কবে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল ?

উত্তরঃ- ১৯৭৫ খ্রিস্টাব্দের ২৫ শে জুন ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল।

  1. শাসনব্যবস্থার কেন্দ্রীয় ও রাজ্য তালিকায় কয়টি করে বিষয় আছে ?

উত্তরঃ- শাসনব্যবস্থার কেন্দ্রীয় ও রাজ্য তালিকায় যথাক্রমে ৯৭ টি ও ৬৬ টি বিষয় আছে।

  1. ভারতের সংসদের উচ্চকক্ষের নাম কী ?

উত্তরঃ- ভারতের সংসদের উচ্চকক্ষের নাম রাজ্যসভা।

  1. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার রূপকার কে ছিলেন ?

উত্তরঃ- ভারতীয় সংবিধানের প্রস্তাবনার রূপকার ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু।

  1. ভারতে নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করেন ?

উত্তরঃ- ভারতে নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন রাষ্ট্রপতি।

  1. ভারতের বর্তমান জাতীয় পতাকা কবে গৃহীত হয় ?

উত্তরঃ- ভারতের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের ২২ শে জুলাই।

  1. রাজ্যের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?

উত্তরঃ- রাজ্যের সর্বোচ্চ বিচারালয়ের নাম হাইকোর্ট।

  1. রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম কী ?

উত্তরঃ- রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম বিধানসভা।

  1. রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কী ?

উত্তরঃ- রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ।

  1. ভারতীয় রাজ্যগুলির প্রকৃত শাসক কে ?

উত্তরঃ- ভারতীয় রাজ্যগুলির প্রকৃত শাসক হলেন মুখ্যমন্ত্রী।

  1. বর্তমান ভারতের রাজধানী কোথায় ?

উত্তরঃ- বর্তমান ভারতের রাজধানী হল নয়াদিল্লিতে।

  1. INDA সরকারের প্রধান কে ছিলেন ?

উত্তরঃ- NDA সরকারের প্রধান ছিলেন অটলবিহারী বাজপেয়ী।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।