History of Ancient India Questions Answers in Bengali || প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি History of Ancient India Questions Answers in Bengali || প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে History of Ancient India Questions Answers in Bengali || প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই History of Ancient India Questions Answers in Bengali || প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

History of Ancient India Questions Answers in Bengali || প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১)কবে এবং কার নেতৃত্বে ভারতের সর্বপ্রথম পর্তুগিজ বাণিজ্যকুঠি নির্মিত হয়?

উত্তর: 1500 খ্রিস্টাব্দে, ক্যাব্রালের নেতৃত্বে, কালিকটে।

২)প্রাচ্যদেশে পর্তুগিজ আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

উত্তর: আলবুকার্ক।

৩)আলবুকার্ক কবে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেছিলেন?

উত্তর: 1510 খ্রিস্টাব্দে।

৪)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1600 খ্রিস্টাব্দের 31 শে ডিসেম্বর।

৫)ইংরেজরা ভারতের কোথায় এবং কবে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেছিলেন?

উত্তর: সুরাট,1613 খ্রিস্টাব্দে।

৬)স্যার টমাস রো কার দূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন?

উত্তর: ইংল্যান্ডের রাজা প্রথম জেমস,1615 খ্রিষ্টাব্দে।

৭)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1664 খ্রিস্টাব্দে।

৮)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেছিল?

উত্তর: সুরাট,1668 খ্রিস্টাব্দে।

৯)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় তাদের  দ্বিতীয় বাণিজ্যকুঠি নির্মাণ করেছিল?

উত্তর: মুসলিপত্তনম,1669 খ্রিস্টাব্দে।

১০)মুর্শিদকুলি খাঁর প্রকৃত নাম কি ছিল?

উত্তর: মহম্মদ হাদি

১১)মহম্মদ হাদিকে কে মুর্শিদকুলি খাঁ উপাধি দিয়েছিলেন?

উত্তর: মোগল সম্রাট ঔরঙ্গজেব।

১২)কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে (মকসুদাবাদ)  স্থানান্তর করেছিলেন?

উত্তর: মুর্শিদকুলি খাঁ।

১৩)মারাঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হয়?

উত্তর: প্রথম বাজিরাও (গ্রান্ট ডাফ অভিহিত করেছেন)

১৪)”হিন্দু-পাদ-পাদশাহী আদর্শ কে প্রচার করেছিলেন?

উত্তর: প্রথম বাজিরাও

১৫)বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?

উত্তর: আয়ার কূট।

১৬)জব চার্নক কবে সুতানুটি গ্রামে বাণিজ্য কুঠি স্থাপন করেন?

উত্তর: 1690 খ্রীঃ।

১৭)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কার কাছ থেকে প্রথম বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেন?

উত্তর: 1691 খ্রীঃ মোগল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে বাংলার শাসনকর্তা ইব্রাহিম খানের কাছ থেকে।

১৮)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে 1691 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাংলাদেশ বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করেন?

উত্তর: 3000 টাকা।

১৯)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলাদেশে দুর্গ নির্মাণ করার অধিকার লাভ করে?

উত্তর: 1696 খ্রিস্টাব্দে।

২০)কলকাতায় ফোর্ট উইলিয়াম কবে এবং কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1700 খ্রিস্টাব্দে, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে।

২১)ফারুকশিয়ারের ফরমান কবে জারি হয়?

উত্তর: 1717 খ্রিস্টাব্দে।

২২)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে মুর্শিদাবাদের টাঁকশাল ব্যবহারের অনুমতি পায়?

উত্তর: 1717 খ্রিস্টাব্দে (ফারুকশিয়ারের ফরমান অনুসারে)।

২৩)ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনাকার্টা বা মহাসনদ কাকে বলা হয়?

উত্তর: 1717 খ্রিস্টাব্দের ফারুকশিয়ারের ফরমানকে।

২৪)অন্ধকূপ হত্যা (Black Hole Tragedy) কাহিনী কে প্রচার করেন?

উত্তর: হলওয়েল।

২৫)সিরাজউদ্দৌলা কবে ইংরেজদের কাশিমবাজার কুটি আক্রমণ করেছিল?

উত্তর: 1756 খ্রিস্টাব্দের 4ঠা জুন।

২৬) কলকাতার নাম কে আলিনগর রেখেছিলেন?

উত্তর: সিরাজদৌলা (আলীবর্দী খাঁর নাম অনুসারে)।

২৭)সিরাজদৌলা কাকে আলিনগরের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন?

উত্তর: মানিকচাঁদকে।

২৮)পলাশীর যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উত্তর: 1757 খ্রিস্টাব্দের 23শে জুন; ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজদৌলার মধ্যে।

২৯)পলাশীর যুদ্ধে সিরাজদৌলার কোন কোন সেনাপতি নিহত হয়েছিলেন?

উত্তর: মোহনলাল এবং মীর মদন।

৩০)মীরজাফরের মৃত্যুর পর কে বাংলার মসনদে বসেছিলেন?

উত্তর: নজমউদ্দৌলা।

৩১)ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?

উত্তর: নানা ফড়নবিশ।

৩২)রাজঘাটের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর: 1806 খ্রিস্টাব্দে, হোলকার ও জর্জ বার্লো।

৩৩)কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটেছিল?

উত্তর: লর্ড হেস্টিংস বা লর্ড ময়রা।

৩৪)স্বাধীন মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: হায়দার আলী।

৩৫)1784 ম্যাঙ্গালোরের সন্ধিকে কে “অপমানজনক শান্তি” বলে অভিহিত করেছেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

  1. চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন কুষাণ রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল?

উওরঃ- কণিষ্ক।

  1. কুষাণ সম্রাট কনিষ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?

উওরঃ- বৌদ্ধ।

  1. সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল?

উওরঃ- প্রতিষ্ঠান।

  1. সাতবাহন রাজাদের প্রধান বন্দর কি?

 ছিল?

উওরঃ- সোপারা।

  1. কোন বংশের রাজাদের পুরাণে “অন্ধ্যভৃত্য” বলে বর্ণনা করা?

উওরঃ- সাতবাহন রাজাদের।

  1. “গাঁথা সপ্তসতী” গ্রন্থটি কার লেখা?

উওরঃ- হলা।

  1. “বৃহৎকথা”গ্রন্থটি কার লেখা?

উওরঃ- গুণাঢ্য।

  1. “ভারতের রক্ষাকর্তা” কাকে বলা হয়?

উওরঃ- স্কন্ধগুপ্ত।

  1. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

উওরঃ- প্রথম কুমার গুপ্ত।

  1. কোন গুপ্ত সম্রাট “কবিরাজ” উপাধি গ্রহণ করেছিলেন?

উওরঃ- সমুদ্র গুপ্ত।

  1. “ভারতের নেপোলিয়ন” কাকে বলা হয়?

উওরঃ- সমুদ্র গুপ্ত কে।

  1. কোন গুপ্ত সম্রাটকে “শত যুদ্ধের নায়ক”  বলা হয়?

উওরঃ- সমুদ্রগুপ্ত।

  1. গুপ্ত বংশের রাজকীয় প্রতীক চিহ্ন কি ছিল?

উওরঃ- গরুড়।

  1. গুপ্ত যুগের রাজ ভাষা কি ছিল?

উওরঃ- সংস্কৃত।

  1. ভারতের কোথায় প্রাগৈতিহাসিক যুগের হাতকুঠার আবিষ্কৃত হয়েছে?

উওরঃ- তামিলনাড়ুর পাল্লাভারাম।

  1. তামিলনাড়ুর পাল্লাভারাম থেকে কে এবং কবে প্রাগৈতিহাসিক যুগের একটি হাতকুঠার আবিষ্কার করেছিলেন?

উওরঃ- রবার্ট ব্রুস ফুটি, 1863 খ্রিস্টাব্দে।

  1. কোন যুগের মানুষ  আগুন  আবিষ্কার করেছিল?

উওরঃ- প্রাচীন প্রস্তর যুগের মানুষ।

  1. নব্য প্রস্তর যুগের সংস্কৃতিকে কে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি বলে অভিহিত করেছেন?

উওরঃ- ভি.গর্ডন‌ চাইল্ড।

  1. হরপ্পা সভ্যতার কোথায় অগ্নি বেদী (Fire Altars) আবিষ্কৃত হয়েছে?

উওরঃ- কালিবঙ্গান ও লোথাল।

  1. কালিবঙ্গানে কয়টি অগ্নিবেদী আবিষ্কৃত হয়েছে?

উওরঃ- 7টি।

  1. হরপ্পা সভ্যতার কোথায় জল সংরক্ষণের জন্য নির্মিত বৃহৎ জলাধারের সন্ধান পাওয়া গেছে?

উওরঃ- ধোলাভিরা।

  1. ধোলাভিরা কোথায় অবস্থিত?

উওরঃ- ধোলাভিরা বর্তমান গুজরাটের কচ্ছ জেলায় লুনি নদীর তীরে অবস্থিত।

  1. হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়?

উওরঃ- লোথাল (কার্পাস উৎপাদনে প্রধান কেন্দ্র হওয়ার কারণে)।

  1. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?

উওরঃ- মধ্য এশিয়ার ইউরাল পর্বতের দক্ষিনে কিরঘিজ তৃণভূমি অঞ্চল।

  1. আর্যদের আদি বাসস্থান মধ্যএশিয়া বলে কোন ঐতিহাসিক অভিমত প্রকাশ করেছেন?

উওরঃ- ঐতিহাসিক ম্যাক্সমুলার।

  1. সামবেদের উপবেদের  নাম কি?

উওরঃ- গান্ধর্ব বেদ।

  1. গান্ধর্ব বেদের বিষয়বস্তু কি?

উওরঃ- সঙ্গীত কলা।

  1. “আর্য” শব্দটির আক্ষরিক অর্থ কি?

উওরঃ- সদ্বংশজাত।

  1. মহাবীর জৈন কোথায় কৈবল্য লাভ করেছিলেন?

উওরঃ- জাম্বিকগ্রামে।

  1. মহাবীর জৈন কোন নদীর তীরে কৈবল্য লাভ করেছিলেন?

উওরঃ- ঋজুপালিকা নদী।

  1. মহাবীর জৈন কোন গাছের নিচে কৈবল্য লাভ করেছিলেন?

উওরঃ- শাল গাছের নিচে।

  1. মহাবীর জৈন কত বছর বয়সে কৈবল্য লাভ করেছিলেন?

উওরঃ- 42 বছর বয়সে।

  1. কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়েছিল?

উওরঃ- মহাকাশ্যপ।

  1. চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উওরঃ- কাশ্মীরের কুন্দলবন, 72 খ্রিষ্টাব্দে।

  1. কোন সম্রাটের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?

উওরঃ- কুষাণ সম্রাট কনিষ্ক।

  1. চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?

উওরঃ- বসুমিত্র।

  1. চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সহ সভাপতি কে ছিলেন?

উওরঃ- অশ্বঘোষ।

  1. কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা মহাযান ও হীনযান সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েছিল?

উওরঃ- চতুর্থ বৌদ্ধ সম্মেলনে।

  1. কোন সম্রাটের রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর জৈন উভয়েই নিজ নিজ ধর্মমত প্রচার করেছিলেন?

উওরঃ- হর্ষঙ্ক বংশের সম্রাট বিম্বিসার।

  1. ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ সূতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল?

উওরঃ- কাশী মহাজনপদ।

  1. কাশী মহাজনদের রাজধানী কোথায় ছিল?

উওরঃ- বারাণসী।

  1. ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ ঘোড়া কেনাবেচার কেন্র হিসাবে বিখ্যাত ছিল?

উওরঃ- কাশী মহাজনপদ।

  1. বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন?

উওরঃ- শশাঙ্ক।

  1. প্রথম জীবনের শশাঙ্ক কোন রাজার সামন্ত ছিলেন?

উওরঃ- মহাসেন গুপ্ত।

  1. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

উওরঃ- কর্ণসুবর্ণ।

  1. বাংলার কোন নরপতি “নরেন্দ্রাদিত্য” উপাধি গ্রহণ করেছিলেন?

উওরঃ- শশাঙ্ক।

  1. কোন গ্রন্থে শশাঙ্ককে “গোড়াধম” ও ” গৌড়ভুজঙ্গ” নামে ভূষিত করা হয়েছে?

উওরঃ- হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের “হর্ষচরিত” গ্রন্থে।

  1. হর্ষাব্দ বা হর্ষ সম্বৎ কে কবে প্রচলন করেছিলেন?

উওরঃ- হর্ষবর্ধন, 606 খ্রীষ্টাব্দ।

  1. হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেছিলেন?

উওরঃ- 606 খ্রীষ্টাব্দ।

  1. “নাগানন্দ”,”রত্নাবলী” ও “প্রিয়দর্শিকা” নাটক তিনটি কার লেখা?

উওরঃ- হর্ষবর্ধন।

  1. “নাগানন্দ”,”রত্নাবলী” ও “প্রিয়দর্শিকা” নাটক তিনটি কোন ভাষায় লেখা?

উওরঃ- সংস্কৃত ভাষায়।

  1. ওদন্তপুরী মহাবিহার বা উদ্যানপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন

উওরঃ- গোপাল।

  1. ওদন্তপুরী মহাবিহার কোথায় গড়ে উঠেছিল?

উওরঃ- বর্তমান বিহারের নালন্দা জেলার বিহার শরিফ।

  1. ওদন্তপুরী মহাবিহার কে ধ্বংস করেছিলেন?

উওরঃ- ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী।

  1. “বিক্রমাংকদেবচরিত গ্রন্থটি কে রচনা করেন?

উওরঃ- বিল্হন।

  1. বিল্হন কোন রাজার সভাকবি ছিলেন?

উওরঃ- কল্যাণে চালুক্য বংশের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য।

  1. পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

উওরঃ- প্রথম মহিপাল।

  1. কোন পাল রাজার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উওরঃ- দ্বিতীয় মহিপাল।

  1. কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন?

উওরঃ- রামপাল।

  1. কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উওরঃ- দিব্য/দিব্বোক।

  1. “দানসাগর” ও “অদ্ভুতসাগর” গ্রন্থ দুটি রচনা করেছিলেন?

উওরঃ- বল্লাল সেন।

  1. বাংলার কোন রাজা “অরিরাজ-মর্দন-শংকর” উপাধি গ্রহণ করেছিলেন?

উওরঃ- লক্ষণ সেন।

  1. কোন পল্লব রাজা “বাতাপিকোন্ডা” উপাধি গ্রহণ করেছিলেন?

উওরঃ- প্রথম নরসিংহ বর্মন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।