History MCQ questions answers book || প্রাচীন ভারতের ইতিহাস MCQ প্রশ্নোওর বই

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি History MCQ questions answers book. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে History MCQ questions answers book || প্রাচীন ভারতের ইতিহাস MCQ প্রশ্নোওর বই ||. নিচে  History MCQ questions answers book set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই History MCQ questions answers book || প্রাচীন ভারতের ইতিহাস MCQ প্রশ্নোওর বই || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

History MCQ questions answers book || প্রাচীন ভারতের ইতিহাস MCQ প্রশ্নোওর বই

১. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ? 

(A) গ্রামণী 

(B) গ্রামমুখ 

(C) পাঞ্চাল 

(D) বালি 

উত্তর: (A) গ্রামণী  

২. “ বুদ্ধচরিতের ” রচয়িতা কে ? 

(A) বুদ্ধঘােষ 

(B) অশ্বঘােষ 

(C) বসুমিত্র 

(D) লােপামুদ্রা 

উত্তর: (B) অশ্বঘােষ

 ৩. উপনিষদের মূল বিষয়বস্তু কী ? 

(A) দর্শন 

(B) যােগ 

(C) আইন নীতি 

(D) ধর্ম 

উত্তর: (A) দর্শন 

৪. কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে ?

(A) বুদ্ধদেব

(B) মহাবীর 

(C) শংকরাচার্য 

(D) চৈতন্য 

উত্তর: (A) বুদ্ধদেব 

৫. ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধধর্ম বিস্তিত হয়েছিল ? 

(A) কম্বােডিয়া 

(B) থাইল্যান্ড 

(C) শ্রীলঙ্কা 

(D) চিন

উত্তর: (C) শ্রীলঙ্কা 

৬. শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত ? 

(A) বৌদ্ধধর্ম 

(B) জৈনধর্ম 

(C) শৈবধর্ম 

(D) বৈয়বধর্ম 

উত্তর: (B) জৈনধর্ম 

 ৭. উঃ পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তত ছিল ?

(A) শতদ্রু নদী 

(B) পাঞ্জাব 

(C) বিতস্তা 

(D) হিন্দুকুশ 

উত্তর: (D) হিন্দুকুশ 

৮. নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ? 

(A) তক্ষশীলা 

(B) কনৌজ 

(C) মগধ 

(D) উজ্জয়িনী 

উত্তর: (C) মগধ  

৯. হর্ষবর্ধনের জীবনী “ হর্ষচরিত ” কার লেখা ? 

(A) ফা – হিয়েন 

(B) হিউয়েন সাঙ 

(C) বানভট্ট 

(D) অশ্বঘােষ 

উত্তর: (C) বানভট্ট 

১০. সম্রাট অশােকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে ? 

(A) চক্রবর্তী 

(B) ধর্মকীর্তি

(C) শৌর্যাদিত্য 

(D) প্রিয়দর্শী 

উত্তর: (D) প্রিয়দর্শী

১১. বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন ? 

(A) ধর্মপাল 

(B) বিজয় সেন 

(C) বল্লাল সেন 

(D) শশাঙ্ক

উত্তর: (C) বল্লাল সেন

১২. কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল ? 

(A) হর্ষবর্ধন 

(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(C) অশােক 

(D) সমুদ্রগুপ্ত 

উত্তর: (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১৩. ___ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামীর মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্য বিস্তত করেছিলেন ? 

(A) সমুদ্রগুপ্ত 

(B) কনিষ্ক

(C) অশােক 

(D) হর্ষবর্ধন 

উত্তর: (B) কনিষ্ক

১৪. কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই – এর নাম কী ? 

(A) কাশ্মীর সমগ্র 

(B) রাজতরঙ্গিনী 

(C) রাজচক্রবর্তী 

(D) হিমাদ্রিপঞ্জী

উত্তর: (B) রাজতরঙ্গিনী  

১৫. অশােকের রাজত্বকাল কোন শতাব্দীতে ? 

(A) খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী 

(B) খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী 

(C) দ্বিতীয় শতাব্দী খ্রিস্টাব্দ 

(D) তৃতীয় শতাব্দী খ্রিস্টাব্দ

উত্তর: (B) খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী 

১৬. নীচের কোনটি কনিষ্কের রাজধানী ? 

(A) কনৌজ 

(B) উজ্জয়িনী 

(C) পাটলিপুত্র 

(D) পেশােয়ার 

উত্তর: (D) পেশােয়ার 

১৭. নীচের কোন শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন ? 

(A) কনিষ্ক

(B) চন্দ্রগুপ্ত মৌর্য 

(C) অশােক 

(D) সমুদ্রগুপ্ত

উত্তর: (D) সমুদ্রগুপ্ত

১৮. কাকে “ ভারতের নেপােলিয়ান ” আখ্যা দেওয়া হয়েছে ? 

(A) সমুদ্রগুপ্ত 

(B) শােক 

(C) চন্দ্রগুপ্ত 

(D) হর্ষবর্ধন 

উত্তর: (A) সমুদ্রগুপ্ত 

১৯. সমুদ্রগুপ্তের কীর্তি নীচের কোনটিতে বর্ণিত রয়েছে ? 

(A) গিরনার শিলালিপি 

(B) হাতিগুম্ফা শিলালিপি  

(C) এলাহাবাদ স্তম্ভ শিলালিপি 

(D) সারনাথ শিলালিপি 

উত্তর: (C) এলাহাবাদ স্তম্ভ শিলালিপি 

২০. ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ? 

(A) গুপ্তযুগ 

(B) মৌর্যযুগ 

(C) মােগল যুগ 

(D) কুষাণ যুগ 

উত্তর: (A) গুপ্তযুগ 

২১. গুপ্তযুগে কে “ উত্তর রামচরিত ” নাটক রচনা করেছিলেন ?

(A) কালিদাস 

(B) বিশাখদত্ত 

(C) ভারবি 

(D) ভবভূতি 

উত্তর: (D) ভবভূতি 

২২. সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ ‘ এলাহাবাদ প্রশস্তি ’ কে রচনা করেছিলেন ? 

(A) শুদ্রক 

(B) হরিষেণ 

(C) ভবভূতি 

(D) ইসুবন্ধু 

উত্তর: (B) হরিষেণ 

২৩. ‘ শকাব্দের ‘ প্রবর্তক কে ?

(A) অশােক 

(B) রুদ্রমন 

(C) কনিষ্ক

(D) বিক্রমাদিত্য 

উত্তর: (C) কনিষ্ক

২৪. হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন ?

(A) লক্ষ্মণ সেন 

(B) ধর্মপাল 

(C) ভাস্কর বর্মণ

(D) শশাঙ্ক

উত্তর: (D) শশাঙ্ক

২৫. ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন ? 

(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(B) অশােক 

(C) বিম্বিসার 

(D) সমুদ্রগুপ্ত 

উত্তর: (A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

২৬. কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?

(A) চন্দ্রগুপ্ত মৌর্য 

(B) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য

(C) হর্ষবর্ধন

(D) অশােক 

উত্তর: (A) চন্দ্রগুপ্ত মৌর্য

২৭. কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যােগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন ?

(A) সেলুকাস 

(B) ফা – হিয়েন 

(C) মিনান্দার 

(D) মেগাস্থিনিস

উত্তর: (D) মেগাস্থিনিস

২৮. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন ?

(A) 1001 খ্রিস্টাব্দে 

(B) 1018 খ্রিস্টাব্দে 

(C) 712 খ্রিস্টাব্দে 

(D) 760 খ্রিস্টাব্দে 

উত্তর: (C) 712 খ্রিস্টাব্দে

২৯. সম্রাট অশােকের সাম্রাজ্যে নীচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না ?

(A) মাদ্রাজ 

(B) তক্ষশীলা 

(C) কাশ্মীর 

(D) কনৌজ

উত্তর: (A) মাদ্রাজ 

৩০. সংস্কৃত নাটক “ রত্নাবলী ” কে লিখেছিলেন ?

(A) বানভট্ট 

(B) হর্ষবর্ধন 

(C) শ্রীহর্ষ

(D) কালিদাস

উত্তর: (B) হর্ষবর্ধন 

৩১. চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাঙ কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?

(A) চন্দ্রগুপ্ত মৌর্য

(B) চন্দ্র গুপ্ত বিক্রমাদিত্য

(C) অশােক

(D) হর্ষবর্ধন

উত্তর: (B) হর্ষবর্ধন 

৩২. “ কাদম্বরী ” কাব্যের রচয়িতা কে ?

(A) কালিদাস

(B) বানভট্ট

(C) বিশাখদত্ত

(D) হরিষেণ 

উত্তর: (B) বানভট্ট

৩৩. ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানি এলিজাবেথের যুগ ও গ্রীসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন ?

(A) গুপ্ত যুগ

(B) সুলতান যুগ

(C) মৌর্য যুগ

(D) মােগল যুগ

উত্তর: (A) গুপ্ত যুগ

৩৪. কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল ? 

(A) গুপ্ত 

(B) মােগল

(C) মৌর্য 

(D) কুষাণ 

উত্তর: (D) কুষাণ 

৩৫. আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন ? 

(A) সক্রেটিস 

(B) হােমার 

(C) এ্যারিস্টোটল

(D) প্লেটো

উত্তর: (C) এ্যারিস্টোটল 

৩৫. মহাবীর ছিলেন— 

(A) প্রথম তীর্থঙ্কর 

(B) বিংশতিতম তীর্থঙ্কর 

(C) তেইশতম তীর্থঙ্কর 

(D) চব্বিশতম তীর্থঙ্কর 

উত্তর: (C) তেইশতম তীর্থঙ্কর 

৩৬. ‘ দি ইন্ডিকা ’ কে লিখেছিলেন ? 

(A) আলেকজান্ডার 

(B) পতঞ্জলি 

(C) হিউয়েন সাঙ 

(D) মেগাস্থিনিস

উত্তর: (D) মেগাস্থিনিস

৩৭. ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয় ? 

(A) বৈদিক যুগে

(B) মৌর্য যুগে

(C) গুপ্ত যুগে 

(D) মােগল যুগে

উত্তর: (B) মৌর্য যুগে

৩৮. ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয় ?

(A) অশােক 

(B) কনিষ্ক

(C) পুষ্যমিত্র সুঙ্গ 

(D) চন্দ্রগুপ্ত মৌর্য 

উত্তর: (D) চন্দ্রগুপ্ত মৌর্য

৩৯. মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন ?

(A) দারিয়ুস

(B) আলেকজান্ডার

(C) মহম্মদ বিন কাসিম 

(D) সেলুকস নিকেটর

উত্তর: (D) সেলুকস নিকেটর

৪০. কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

(A) পাটলিপুত্র 

(B) কনৌজ 

(C) তক্ষশীলা 

(D) পেশােয়ার 

উত্তর: (D) পেশােয়ার 

৪১. সম্রাট অশােকের অনুশাসন কোন লিপিতে খােদিত করা হয়েছিল ?

(A) পালি 

(B) সংস্কৃত 

(C) প্রকৃত

(D) ব্রাহ্মী

উত্তর: (D) ব্রাহ্মী

৪২. যে হুণেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল ? 

(A) মধ্য এশিয়া

(B) পশ্চিম এশিয়া

(C) মঙ্গোলিয়া

(D) দক্ষিণ পূঃ এশিয়া

উত্তর: (B) পশ্চিম এশিয়া 

৪২. চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশি নীচের কোন শাসককে  পরাজিত করেছিলেন ?

(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(B) ধর্মপাল 

(C) হর্ষবর্ধন 

(D) সমুদ্রগুপ্ত

উত্তর: (C) হর্ষবর্ধন 

৪৩ “ পঞ্চতন্ত্র ” কে রচনা করেছিলেন ?

(A) পাণিনি

(B) ভারবী

(C) বানভট্ট 

(D) বিষ্ণুশর্মা

উত্তর: (D) বিষ্ণুশর্মা

৪৪. বিশ্বের একশাে সর্বোত্তম বই এর মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত । কোন রচনাটি ?

(A) কুমারসম্ভব 

(B) শকুন্তলা 

(C) মেঘদূত

(D) রঘুবংশ

উত্তর: (B) শকুন্তলা

৪৫. “ বৃহৎ সংহিতা ” কার রচনা ?

(A)  বরাহমিহির 

(B) শুদ্রক

(C) বানভট্ট

(D) হরিষেণ

উত্তর: (A)  বরাহমিহির

৪৬. বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন ?

(A) চিকিৎসাশাস্ত্র

(B) শারীরবিদ্যা

(C) জ্যোতির্বিদ্যা 

(D) সাহিত্য 

উত্তর: (C) জ্যোতির্বিদ্যা 

৪৭. “ গীত গােবিন্দ ” কে রচনা করেছিলেন ?

(A) সুরদাস 

(B) জয়দেব 

(C) বিদ্যাপতি

(D) শ্রীচৈতন্য

উত্তর: (B) জয়দেব 

৪৮. নাগার্জুন কে ছিলেন ?

(A) দাক্ষিণাত্যের এক হিন্দু রাজা 

(B) একজন বৌদ্ধ দার্শনিক 

(C) বৈদিক যুগের একজন ঋষি 

(D) জৈনধর্মের এক তীর্থঙ্কর

উত্তর: (C) বৈদিক যুগের একজন ঋষি

৪৯. নীচের কোন রাজবংশ মহাবলিপুরম প্রতিষ্ঠা করেন ?

(A) চোল

(B) চালুক্য

(C) পল্লব

(D) পান্ড্য

উত্তর: (C) পল্লব

৫০. ” শকাব্দ ” কবে থেকে শুরু হয়েছিল ?

(A) 78 খ্রিস্টাব্দে

(B) 4 খ্রিস্টপূর্ব

(C) 76 খ্রিস্টাব্দ

(D) 76 খ্রিষ্টপূর্ব

উত্তর: (A) 78 খ্রিস্টাব্দে 

৫১. বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নীচের কোনটির গল্প কাহিনির পরিচয় পাওয়া যায় ?

(A) পঞ্চতন্ত্র

(B) রামায়ণ

(C) মহাভারত 

(D) জাতক

উত্তর: (D) জাতক

৫২. মৌর্য পরবর্তী যুগে মধ্যভারত ও দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযােগ্য ?

(A) চোল

(B) চালুক্য 

(C) সাতবাহন 

(D) পল্লব

উত্তর: (C) সাতবাহন

৫৩. চৈনিক পরিব্রাজক ফা – হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?

(A) চন্দ্রগুপ্ত মৌর্য

(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(C) হর্ষবর্ধন

(D) অশােক 

উত্তর: (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।