Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি History MCQ for WBCS in Bengali || ইতিহাসের MCQ প্রশ্নোত্তর প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে History MCQ for WBCS in Bengali || ইতিহাসের MCQ প্রশ্নোত্তর ||. নিচে History MCQ for WBCS in Bengali set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই History MCQ for WBCS in Bengali || ইতিহাসের MCQ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
History MCQ for WBCS in Bengali || ইতিহাসের MCQ প্রশ্নোত্তর
- এক বাঙ্গালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রধান ছিলেন | কে তিনি ?
( A ) শ্রীজ্ঞান অতীশ
( B ) শীলভদ্র
( C ) নাগার্জুন
( D ) শংকরাচার্য
উত্তর :- ( B ) শীলভদ্র
- প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় নীচের কোন বিষয়ের জন্য বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল ?
( A ) জৈনধর্ম
( B ) হীনযান বৌদ্ধধর্ম
( C ) মহাযান বৌদ্ধধর্ম
( D ) হিন্দুধর্ম
উত্তর :- ( C ) মহাযান বৌদ্ধধর্ম
- নীচের কোন মহিলা মােগল যুগে একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা ?
( A ) গুলবদন বেগম
( B ) নূরজাহান বেগম
( C ) জাহানারা বেগম
( D ) জেব – উন্নিসা বেগম
উত্তর :- ( A ) গুলবদন বেগম
- মারাঠি সাহিত্যের বিকাশে উল্লেখ্য অবদান কার প্রথম ?
( A ) রামদাস
( B ) যােগী মুকুন্দরাজ
( C ) ধ্যানেশ্বর
( D ) নামদেব
উত্তর :- ( D ) নামদেব
- গুপ্তযুগের কোন সাহিত্যসাধক কে “ ভারতীয় শেকসপিয়ার ” বলা হয়ে থাকে ?
( A ) কালিদাস
( B ) ভারবি
( C ) বিশাখদত্ত
( D ) হরিষেণ
উত্তর :- ( A ) কালিদাস
- সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হত ?
( A ) সংস্কৃত
( B ) পালি
( C ) কানাড়া
( D ) তামিল
উত্তর :- ( D ) তামিল
- নীচের কাকে “ আয়ুর্বেদের জনক ” বলা হয় ?
( A ) চরক
( B ) সুশ্রুত
( C ) ধন্বন্তরী
( D ) পতঞ্জলি
উত্তর :- ( A ) চরক
- বিখ্যাত ঐতিহাসিক আলবিরুণী ভারতে কবে এসেছিলেন ?
( A ) 9th শতাব্দি খ্রিস্টাব্দ
( B ) 11th শতাব্দি খ্রিস্টাব্দ
( C ) 12th শতাব্দি খ্রিস্টাব্দ
( D ) 14th শতাব্দি খ্রিস্টাব্দ
উত্তর :- ( B ) 11th শতাব্দি খ্রিস্টাব্দ
- পাটনা শহরের প্রাচীন নাম নীচের কোনটি ?
( A ) কনৌজ
( B ) পাটলিপুত্র
( C ) কপিলাবস্তু
( D ) ত্রিপিটক
উত্তর :- ( B ) পাটলিপুত্র
- কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক হলেন রুদ্রদামন ?
( A ) শক
( B ) পল্লব
( C ) কুষাণ
( D ) মৌর্য
উত্তর :- ( A ) শক
- কোন মুসলিম সম্রাট রানি পদ্মিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন ?
( A ) হুমায়ুন
( B ) আলাউদ্দিন খিলজী
( C ) আকবর
( D ) বাবর
উত্তর :- ( B ) আলাউদ্দিন খিলজী
- রাষ্ট্রের তহবিল থেকে হজ তীর্থযাত্রার ব্যবস্থা ভারতের কোন সম্রাট প্রথম করেন ?
( A ) বাবর
( B ) আকবর
( C ) ফিরােজ তুঘলক
( D ) আলাউদ্দিন খিলজী
উত্তর :- ( B ) আকবর
- “ রুপিয়া ” মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন ?
( A ) আকবর
( B ) শেরশাহ
( C ) মােহম্মদ বিন তুঘলক
( D ) জাহাঙ্গীর
উত্তর :- ( A ) আকবর
- নীচের মােগল সম্রাটদের মধ্যে কার সাম্রাজ্য সর্বাপেক্ষা বেশি ছিল ?
( A ) আকবর
( B ) হুমায়ুন
( C ) ঔরঙ্গজেব
( D ) জাহাঙ্গীর
উত্তর :- ( C ) ঔরঙ্গজেব
- প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন ?
( A ) অশােক
( B ) বিম্বিসার
( C ) প্রথম চন্দ্র গুপ্ত
( D ) অজাতশত্রু
উত্তর :- ( B ) বিম্বিসার
- কৃষিজমির গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছিল । কোন সম্রাটের সময় ভারতে এই প্রথা প্রথম চালু হয় ?
( A ) ফিরােজ তুঘলক
( B ) মােহম্মদ বিন তুঘলক
( C ) আলাউদ্দিন খিলজী
( D ) শেরশাহ
উত্তর :- ( D ) শেরশাহ
- নীচের কে “ নিগুণ ” সংস্কারক হিসাবে পরিচিত ?
( A ) তুলসীদাস
( B ) সুরদাস
( C ) শ্রীচৈতন্য
( D ) কবীর
উত্তর :- ( D ) কবীর
- নীচের কোন ইংরেজকে জাহাঙ্গীর “ খাঁ ” উপাধিতে সম্মানিত করেছিলেন ?
( A ) এডওয়ার্ড টেরি
( B ) স্যার টমাস রাে
( C ) উইলিয়াম হকিন্স
( D ) এদের কেউই নয়
উত্তর :- ( C ) উইলিয়াম হকিন্স
- আহমেদনগরের বিখ্যাত চাঁদবিবি তাঁর রাজ্য রক্ষার জন্য কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ?
( A ) মােগল
( B ) ইষ্ট ইন্ডিয়া কোম্পানি
( C ) বিজাপুরের আদিলশাহী শক্তি
( D ) হায়দরাবাদের নিজাম শক্তি
উত্তর :- ( A ) মােগল
- ভারতে প্রথম মুসলিম শাসক কে ?
( A ) মােহম্মদ গজনী
( B ) মােহম্মদ বিন তুঘলক
( C ) কুতুবউদ্দীন আইবক
( D ) মােহম্মদ ঘুরী
উত্তর :- ( C ) কুতুবউদ্দীন আইবক
- কোন রাজার সভাসদ ছিলেন ‘ অষ্টদিজ ” ?
( A ) হর্ষবর্ধন
( B ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
( C ) কৃষ্ণদেব রায়
( D ) রাজারাজা
উত্তর :- ( C ) কৃষ্ণদেব রায়
- কে ছিলেন মুসলিম শাসক যিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
( A ) বাবর
( B ) আলাউদ্দীন খিলজী
( C ) ঔরঙ্গজেব
( D ) মােহম্মদ ঘুরী
উত্তর :- ( B ) আলাউদ্দীন খিলজী
- ভারতের এক সম্রাটের পাশাপাশি তার পত্নীও রাজনৈতিক ক্ষমতার অধিকারিণী ছিলেন । কে সেই নারী ?
( A ) রাজিয়া সুলতানা
( B ) চাঁদবিবি
( C ) নুরজাহান
( D ) মমতাজ মহল
উত্তর :- ( C ) নুরজাহান
- নীচের সম্রাটের মধ্যে কে ছিলেন একজন দক্ষ প্রশাসক ?
( A ) জাহাঙ্গির
( B ) কুতুবউদ্দিন আইবক
( C ) শেরশাহ
( D ) বাবর
উত্তর :- ( C ) শেরশাহ
- প্রাচীন ভারতের ইতিহাসে “ রত্নাকর ” ভৌগােলিক দিক থেকে কোন সাগরকে বলা হত ?
( A ) আরব সাগর
( B ) বঙ্গোপসাগর
( C ) ভারতমহাসাগর
( D ) কাম্বে উপসাগর
উত্তর :- ( C ) ভারতমহাসাগর
- নীচের কোন রাজার রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল ?
( A ) বলবন
( B ) আলাউদ্দীন খিলজী
( C ) কুতুবউদ্দীন আইবক
( D ) ইলতুতমিস
উত্তর :- ( A ) বলবন
- সােলাঙ্কিরা নীচের কোন অঞ্চলের শাসক ছিলেন ?
( A ) গুজরাত
( B ) মালব্য
( C ) আজমীর
( D ) বঙ্গদেশ
উত্তর :- ( A ) গুজরাত
- দাসবংশের সুলতানদের ঠিক পরেই কারা সিংহাসনে এসেছিল ?
( A ) লোদি
( B ) খলজী
( C ) সৈয়দ
( D ) তুঘলক
উত্তর :- ( B ) খলজী
- মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়ােজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন ?
( A ) ইলতুৎমিস
( B ) আলাউদ্দিন খিলজী
( C ) বলবন
( D ) ফিরিজ শাহ তুঘলক
উত্তর :- ( A ) ইলতুৎমিস
- বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নীচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন ?
( A ) গৌতমীপুত্র সাতকণি
( B ) অজাতশত্রু
( C ) কনিষ্ক
( D ) বিক্রমাদিত্য
উত্তর :- ( A ) গৌতমীপুত্র সাতকণি
- নীচের কোন রাজবংশ 700-1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগে সমগ্র উত্তর ভারতের শাসক ছিলেন ?
( A ) রাষ্ট্রকূট
( B ) মৌর্য
( C ) রাজপুত
( D ) কোনােটাই নয়
উত্তর :- ( D ) কোনােটাই নয়
- নীচের কোন সম্রাট নিজেকে “ দ্বিতীয় আলেকজান্ডার ” বলে অভিহিত করতেন ?
( A ) কনিষ্ক
( B ) সমুদ্রগুপ্ত
( C ) আলাউদ্দীন খিলজী
( D ) বাবর
উত্তর :- ( C ) আলাউদ্দীন খিলজী
- ব্রিটিশরা ভারতের কোন আফগান শাসকের শাসন ব্যবস্থার অনুসরণে সমকক্ষ শাসনব্যবস্থা গড়েছিলেন ?
( A ) আহম্মদ শাহ
( B ) বৈরাম খাঁ
( C ) শেরশাহ
( D ) মােহম্মদ শাহ
উত্তর :- ( C ) শেরশাহ
- কার সম্বন্ধে এইরকম বলা হয়েছিল – “ তিনি একজন ভাগ্যশালী সৈনিক ছিলেন , কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না।
( A ) হুমায়ুন
( B ) বাবর
( C ) আকবর
( D ) জাহাঙ্গীর
উত্তর :- ( B ) বাবর
- নীচের কোনটির সাথে কুতুবশাহী শাসনের সম্পর্ক আছে ?
( A ) জয়পুর
( B ) গােলকুন্ডা
( C ) আহম্মদনগর
( D ) বিজাপুর
উত্তর :- ( B ) গােলকুন্ডা
1) ইকতা প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তর: ইলতুৎমিস
2) বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?
উত্তর: সিকান্দার শাহ
3) বাংলা ভাষায় প্রথম সংবাদ পত্রের দাম কি ?
উত্তর: সমাচার দর্পণ
4) স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর: 1923 সালে
5) কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1906 সালে
6) হুমায়ূন নামা কার রচনা ?
উত্তর: গুলবদন বেগম
7) তিতুমীর কে ছিলেন?
উত্তর: ওয়াহাবী আন্দোলনের নেতা
8) কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন ?
উত্তর: শেরশাহ
9) স্বরাজ দলের একজন নেতার নাম বলো ?
উত্তর: চিত্তরঞ্জন দাশ
10) স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম কি ?
উত্তর: বর্তমান ভারত
11) মুঘল ভারতে কে জিন্দাপীর নামে পরিচিত ছিলেন ?
উত্তর: ঔরঙ্গজেব
12) ডান্ডি অভিযান কবে হয় ?
উত্তর: 1930 সালে 12ই মার্চ
13) কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন ?
উত্তর: আলাউদ্দিন খলজি
14) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: খান আব্দুল গফফর খান
15) হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: নবগোপাল মিত্র
16) সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে ?
উত্তর: রাখাল দাস বন্দোপাধ্যায়
17) ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জি
18) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড
19) সিন্ধুসভ্যতা বাসীদের কোন ধাতুর ব্যবহার অজানা ছিল
উত্তর: লোহার
20) কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1876 খ্রিস্টাব্দে
21) বৈদিক সাহিত্যে কোন সময় রচিত হয় ?
উত্তর: 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বের মধ্যে
22) ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল ?
উত্তর: 8 আগস্ট 1942 সালে
23) আর্য শব্দের অর্থ কী?
উত্তর: চাষ করা
24) ত্রিপিটক কোন ভাষায় লিখিত হয় ?
উত্তর: পালি ভাষায়
25) কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?
উত্তর: 1 লা সেপ্টেম্বর 1942 সালে
26) প্রাচীন ভারতে কত জন তীর্থঙ্কর ছিলেন ?
উত্তর: 24 জন
27) হোমরুল আন্দোলনের একজন নেতার নাম বলো ?
উত্তর: অ্যানি বেসান্ত
28) সর্বশেষ তীর্থঙ্করের নাম কী ?
উত্তর: মহাবীর
29) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল ?
উত্তর: 13 ই এপ্রিল 1919 সালে
30) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: মহাপদ্মানন্দ
31) কেশরী পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: বাল গঙ্গাধর তিলক
32) প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন
উত্তর: বিন্দুসার
33) গদর পার্টি কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1913 সালে আমেরিকায়
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।