200+ ইতিহাস গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নোত্তর PDF | History Important SAQ Questions Answers PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি History Important SAQ Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 200+ ইতিহাস গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নোত্তর PDF | History Important SAQ Questions Answers PDF

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

200+ ইতিহাস গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নোত্তর PDF | History Important SAQ Questions Answers PDF

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

  1. কোন্ যুদ্ধ চলাকালীন হায়দার আলির মৃত্যু হয়?

উত্তরঃ- দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ চলাকালীন হায়দার আলির মৃত্যু হয়।

  1. কোন্ সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয়?

উত্তরঃ- ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয়।

  1. ম্যাঙ্গালোরের সন্ধি কবে, কাদের মধ্যে হয়েছিলে?

উত্তরঃ- ম্যাঙ্গালোরের সন্ধি ১৭৮৪ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড ওয়ারেন হেস্টিংসের মধ্যে হয়েছিল।

  1. টিপু সুলতান কে ছিলেন?

উত্তরঃ- টিপু সুলতান ছিলেন হায়দার আলির পুত্র ও মহীশূরের অধিপতি।

  1. তৃতীয় ইঙ্গ-মহীশূরের যুদ্ধ কবে শুরু হয়?

উত্তরঃ- তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৯০ খ্রিস্টাব্দে শুরু হয়।

  1. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে , কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ- শ্রীরঙ্গপত্তমের সন্ধি ১৭৯২ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড কর্ণওয়ালিসের মধ্যে হয়েছিল।

  1. কোন্ যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়?

উত্তরঃ- ১৭৯৯ খ্রিস্টাব্দের চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়।

  1. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ- পানিপথের তৃতীয় যুদ্ধ ১৭৬১ খ্রিস্টাব্দে আহম্মদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের হয়েছিল।

  1. পানিপথের তৃতীয় যুদ্ধে কারা পরাজিত হয়েছিল?

উত্তরঃ- পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা পরাজিত হয়েছিল।

  1. পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজয়ের পরে কার নেতৃত্বে মারাঠা জাতির পুনরুজ্জীবন হয় ?

উত্তরঃ- পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজয়ের পর পেশোয়া মাধব রাও -এর নেতৃত্বে মারাঠা জাতির পুনরুজ্জীবন হয়।

  1. সুরাটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ- সুরাটের সন্ধি রাজ্যচ্যুত নারায়ণ রাও ও ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়।

  1. নানা ফড়নবিশ কে ছিলেন?

উত্তরঃ- নানা ফড়নবিশ ছিলেন একজন বিচক্ষণ মারাঠা নেতা।

  1. কবে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ শুরু হয়?

উত্তরঃ- ১৭৭৫ খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ শুরু হয়।

  1. পুরন্দরের সন্ধি (১৭৭৬ খ্রি) কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ- পুরন্দরের সন্ধি (১৭৭৬ খ্রি.) পেশোয়া দ্বিতীয় মাধব রাও -এর সঙ্গে ওয়ারেন হেস্টিংসের হয়েছিল।

  1. কোন্ সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়?

উত্তরঃ- সলবাই -এর সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়।

  1. সলবাই -এর সন্ধি কত খিস্টাব্দে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ- ১৭৮২ খ্রিস্টাব্দে সলবাই -এর সন্ধি ইংরেজ মারাঠাদের মধ্যে হয়েছিল।

  1. বেসিনের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তরঃ- বেসিনের সন্ধি ১৮০২ খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে পেশোয়া দ্বিতীয় বাজিরাও -এর স্বাক্ষরিত হয়েছিল।

  1. দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে শুরু হয়?

উত্তরঃ- দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ ১৮০৩ খ্রিস্টাব্দে শুরু হয়।

  1. কোন্ পেশোয়া অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন?

উত্তরঃ- পেশোয়া দ্বিতীয় বাজীরাও অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন।

  1. পুনার সন্ধি কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ- পুনার সন্ধি ১৮১৭ খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও -এর সঙ্গে ইংরেজদের হয়েছিল।

  1. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে হয়েছিল?

উত্তরঃ- তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ ১৮১৭ খ্রিস্টাব্দে হয়েছিল।

  1. শেষতম পেশোয়া কে ছিলেন?

উত্তরঃ- শেষতম পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও, মতান্তরে নানাসাহেব।

  1. অধীনতামূলক মিত্রতা কে প্রবর্তন করেন?

উত্তরঃ- অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি।

  1. কোন্ সম্রাট সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?

উত্তরঃ- হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন।

  1. ‘খালসা’ বাহিনী কে গঠন করেন?

উত্তরঃ- ‘খালসা’ বাহিনী গুরু গোবিন্দ সিংহ গঠন করেন।

  1. বান্দা বৈরাগী কে ছিলেন?

উত্তরঃ- বান্দা বৈরাগী ছিলেন গুরু গোবিন্দ সিংহের প্রিয় শিষ্য।

  1. শিখরা কয়টি মিস্‌লে বিভক্ত ছিল?

উত্তরঃ- শিখরা বারোটি মিলে বিভক্ত ছিল।

  1. রণজিৎ সিংহ কে ছিলেন?

উত্তরঃ- রণজিৎ সিংহ সুকারচুকিয়া মিস্‌লের অধিপতি ছিলেন।

  1. অমৃতসরে সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তরঃ- অমৃতসরের সন্ধি ১৮০৯ খ্রিস্টাব্দে রণজিৎ সিংহের সঙ্গে লর্ড মিন্টোর হয়েছিল।

  1. ‘নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ’ কাকে বলা হয়?

উত্তরঃ- রণজিৎ সিংহকে ‘নেপেলিয়নের ক্ষুদ্র সংস্করণ’ বলা হয়।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  History Important SAQ Questions Answers PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।