Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি History Important SAQ Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 200+ ইতিহাস গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নোত্তর PDF | History Important SAQ Questions Answers PDF।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
200+ ইতিহাস গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নোত্তর PDF | History Important SAQ Questions Answers PDF
PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-
- কোন্ যুদ্ধ চলাকালীন হায়দার আলির মৃত্যু হয়?
উত্তরঃ- দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ চলাকালীন হায়দার আলির মৃত্যু হয়।
- কোন্ সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয়?
উত্তরঃ- ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয়।
- ম্যাঙ্গালোরের সন্ধি কবে, কাদের মধ্যে হয়েছিলে?
উত্তরঃ- ম্যাঙ্গালোরের সন্ধি ১৭৮৪ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড ওয়ারেন হেস্টিংসের মধ্যে হয়েছিল।
- টিপু সুলতান কে ছিলেন?
উত্তরঃ- টিপু সুলতান ছিলেন হায়দার আলির পুত্র ও মহীশূরের অধিপতি।
- তৃতীয় ইঙ্গ-মহীশূরের যুদ্ধ কবে শুরু হয়?
উত্তরঃ- তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৯০ খ্রিস্টাব্দে শুরু হয়।
- শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে , কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ- শ্রীরঙ্গপত্তমের সন্ধি ১৭৯২ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড কর্ণওয়ালিসের মধ্যে হয়েছিল।
- কোন্ যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়?
উত্তরঃ- ১৭৯৯ খ্রিস্টাব্দের চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়।
- পানিপথের তৃতীয় যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ- পানিপথের তৃতীয় যুদ্ধ ১৭৬১ খ্রিস্টাব্দে আহম্মদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের হয়েছিল।
- পানিপথের তৃতীয় যুদ্ধে কারা পরাজিত হয়েছিল?
উত্তরঃ- পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা পরাজিত হয়েছিল।
- পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজয়ের পরে কার নেতৃত্বে মারাঠা জাতির পুনরুজ্জীবন হয় ?
উত্তরঃ- পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজয়ের পর পেশোয়া মাধব রাও -এর নেতৃত্বে মারাঠা জাতির পুনরুজ্জীবন হয়।
- সুরাটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ- সুরাটের সন্ধি রাজ্যচ্যুত নারায়ণ রাও ও ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়।
- নানা ফড়নবিশ কে ছিলেন?
উত্তরঃ- নানা ফড়নবিশ ছিলেন একজন বিচক্ষণ মারাঠা নেতা।
- কবে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ শুরু হয়?
উত্তরঃ- ১৭৭৫ খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ শুরু হয়।
- পুরন্দরের সন্ধি (১৭৭৬ খ্রি) কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ- পুরন্দরের সন্ধি (১৭৭৬ খ্রি.) পেশোয়া দ্বিতীয় মাধব রাও -এর সঙ্গে ওয়ারেন হেস্টিংসের হয়েছিল।
- কোন্ সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়?
উত্তরঃ- সলবাই -এর সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়।
- সলবাই -এর সন্ধি কত খিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ- ১৭৮২ খ্রিস্টাব্দে সলবাই -এর সন্ধি ইংরেজ মারাঠাদের মধ্যে হয়েছিল।
- বেসিনের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ- বেসিনের সন্ধি ১৮০২ খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে পেশোয়া দ্বিতীয় বাজিরাও -এর স্বাক্ষরিত হয়েছিল।
- দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে শুরু হয়?
উত্তরঃ- দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ ১৮০৩ খ্রিস্টাব্দে শুরু হয়।
- কোন্ পেশোয়া অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন?
উত্তরঃ- পেশোয়া দ্বিতীয় বাজীরাও অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন।
- পুনার সন্ধি কবে, কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ- পুনার সন্ধি ১৮১৭ খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও -এর সঙ্গে ইংরেজদের হয়েছিল।
- তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে হয়েছিল?
উত্তরঃ- তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ ১৮১৭ খ্রিস্টাব্দে হয়েছিল।
- শেষতম পেশোয়া কে ছিলেন?
উত্তরঃ- শেষতম পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও, মতান্তরে নানাসাহেব।
- অধীনতামূলক মিত্রতা কে প্রবর্তন করেন?
উত্তরঃ- অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি।
- কোন্ সম্রাট সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?
উত্তরঃ- হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন।
- ‘খালসা’ বাহিনী কে গঠন করেন?
উত্তরঃ- ‘খালসা’ বাহিনী গুরু গোবিন্দ সিংহ গঠন করেন।
- বান্দা বৈরাগী কে ছিলেন?
উত্তরঃ- বান্দা বৈরাগী ছিলেন গুরু গোবিন্দ সিংহের প্রিয় শিষ্য।
- শিখরা কয়টি মিস্লে বিভক্ত ছিল?
উত্তরঃ- শিখরা বারোটি মিলে বিভক্ত ছিল।
- রণজিৎ সিংহ কে ছিলেন?
উত্তরঃ- রণজিৎ সিংহ সুকারচুকিয়া মিস্লের অধিপতি ছিলেন।
- অমৃতসরে সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ- অমৃতসরের সন্ধি ১৮০৯ খ্রিস্টাব্দে রণজিৎ সিংহের সঙ্গে লর্ড মিন্টোর হয়েছিল।
- ‘নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ’ কাকে বলা হয়?
উত্তরঃ- রণজিৎ সিংহকে ‘নেপেলিয়নের ক্ষুদ্র সংস্করণ’ বলা হয়।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Name:- History Important SAQ Questions Answers PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
আরও পড়ুনঃ-
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।