500+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | History Important Questions Answers PDF in Bengali

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি History Important Questions Answers PDF in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | History Important Questions Answers PDF in Bengali

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | History Important Questions Answers PDF in Bengali

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

  1. ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়ে থাকে?

উত্তরঃ- ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে।

  1. ‘ব্রক্ষ্মানন্দ’ উপাধি কার ছিল?

উত্তরঃ- ‘ব্রক্ষ্মানন্দ ’ ছিল কেশবচন্দ্র সেনের উপাধি।

  1. বিধবাবিবাহ আইন কত খ্রীস্টাব্দে পাশ হয়?

উত্তরঃ- বিধবাবিবাহ আইন ১৮৫৬ খ্রিস্টাব্দে পাশ হয়।

  1. সাধারণ ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ- সাধারণ ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ছিল শিবনাথ শাস্ত্রী।

  1. শ্রীরামকৃষ্ণের বিখ্যাত বাণীটি লেখো?

উত্তরঃ- শ্রীরামকৃষ্ণের বিখ্যাত বাণীটি ছিল ‘যত মত তত পথ’।

  1. শিকাগো ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা হিসেবে কে ছিলেন?

উত্তরঃ- শিকাগো ধর্মসভায় শ্রেষ্ঠ বক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ।

  1. আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তরঃ- আত্মীয়সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন।

  1. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ- রামকৃয় মিশন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন।

  1. স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম উল্লেখ করো।

উত্তরঃ- স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম ‘বর্তমান ভারত’ ও ‘প্রাচ্য ও পাশ্চাত্য’।

  1. ‘লোকহিতবাদী’ নামে কে পরিচিত?

উত্তরঃ- ‘লোকহিতবাদী’ নামে পরিচিত ছিলেন গোপালহরি দেশমুখ।

  1. প্রার্থনাসমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ- প্রার্থনাসমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পান্ডুরঙ্গ।

12. ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ- ভারতের জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।

  1. ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ- ভারতের জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।

  1. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়৷

  1. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কংগ্রেস কীভাবে শক্তিশালী হয়ে উঠেছিল?

উত্তরঃ- কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ভারতসভা কংগ্রেসের সঙ্গে মিলিত হওয়ায় কংগ্রেস শক্তিশালী হয়।

  1. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় বড়োলাট কে ছিল?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় বড়োলাট ছিল লর্ড ডাফরিন।

  1. রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলতে কী বোঝা যায়?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের প্রথম যুগের আবেদন-নিবেদন নীতিই পরিচিত ছিল রাজনৈতিক ভিক্ষাবৃত্তি নামে।

  1. ভারতীয় কাউন্সিল আইন কত খ্রীস্টাব্দে পাশ হয়?

উত্তরঃ- ভারতীয় কাউন্সিল আইন ১৮৯২ খ্রিস্টাব্দে পাশ হয়।

  1. কত খ্রীস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

উত্তরঃ- ১৯১১ খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।

  1. জাতীয় কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম উল্লেখ করো।

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম হল দাদাভাই নৌরজি এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়৷

  1. জাতীয় কংগ্রেসের তিনজন চরমপন্থী নেতার নাম উল্লেখ করো।

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের তিনজন চরমপন্থী নেতার নাম হল বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং বিপিনচন্দ্র পাল।

  1. কোন্ অধিবেশনে জাতীয় কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল?

উত্তরঃ- কংগ্রেসের সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল।

  1. ‘শের-ই-পাঞ্জাব’ বা ‘পাঞ্জাব কেশরী’ নামে কে পরিচিত ছিলেন?

উত্তরঃ- ‘শের-ই-পাঞ্জাব’ বা ‘পাঞ্জাব কেশরী’ নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়।

  1. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই’ — এই কার উক্তিটি কার?

উত্তরঃ- ‘স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই’ — এই উক্তিটি বালগঙ্গাধর তিলকের।

  1. ‘বন্দেমাতরম্’ পত্রিকার প্রকাশক কে ছিলেন?

উত্তরঃ- ‘বন্দেমাতরম্’ পত্রিকার প্রকাশক ছিলেন অরবিন্দ ঘোষ।

  1. ‘ইয়ং ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উত্তরঃ- ‘ইয়ং ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা ছিলেন লালা লাজপত রায়।

  1. বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকরী হয়েছিল?

উত্তরঃ- বঙ্গভঙ্গ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ ই অক্টোবর থেকে কার্যকরী হয়েছিল।

  1. কোন্ গভর্নর জেনারেল বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন?

উত্তরঃ- গভর্নর জেনারেল লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন।

  1. অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেছিলেন?

উত্তরঃ- অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেছিলেন শচীন্দ্রপ্রসাদ বসু।

  1. ‘রাষ্ট্রগুরু’ আখ্যা কাকে দেওয়া হয়েছে?

উত্তরঃ- ‘রাষ্ট্রগুরু’ আখ্যা দেওয়া হয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  History Important Questions Answers PDF in Bengali  [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।