History GK Top Question Answer in Bengali | Part-41

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি History GK Top Question Answer in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে History GK Top Question Answer in Bengali ||. এই History GK Top Question Answer in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

History GK Top Question Answer in Bengali

  1. ‘রসগোল্লা বাংলার জগৎমাতানো আবিষ্কার’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ হরিপদ ভৌমিক।

  1. মহাভারত কে রচনা করেন?

উঃ ব্যাসদেব।

  1. পাণিনির রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম লেখ।

উঃ অষ্টাধ্যায়ী।



  1. ‘অষ্ট্যাধ্যায়ী’ গ্রন্থে উল্লিখিত দুজন নাটাচার্যের নাম লেখ।

উঃ শিলালিন ও কৃশাশ্ব।

  1. ‘নাট্যশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ ভরত।

  1. ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

  1. ‘বাংলা নাটকের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ আশুতোষ ভট্টাচার্য।

  1. ‘দৃশ্যকাব্য’ পরিচয়’ গ্রন্থটি কার লেখা।

উঃ সত্যজীবন মুখোপাধ্যায়।

  1. বাংলার কয়েকজন চলচিত্রকারের নাম লেখ।

উঃ ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়, ফারহানা মিলি।

  1. পাথরকুচি ও পিচ দিয়ে মজবুত রাস্তা তৈরির কৌশল কে কত সালে আবিষ্কার করেন?

উঃ ১৮১১ খ্রীষ্টাব্দে টেলফোর্ড ও ম্যাকডম।

  1. কে কত সালে বাষ্পচালিত রেল-ইঞ্জিন আবিষ্কার করেন?

উঃ ১৮১৪ সালে জর্জ স্টিভেনসন।

  1. বাষ্পীয় পোত বা স্টীমার কে আবিষ্কার করেন?

উঃ ১৮১৫ তে ফুলটন।

  1. ‘বৌদ্ধধর্মের ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে?

উঃ লামা তারানাথ।

  1. ফটোগ্রাফির সূচনা প্রথম কবে কোথায় হয়?

উঃ ১৮৩৯ সাল নাগাদ ইউরোপে।

  1. ক্যালোটাইপ সোসাইটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৪৭ সালে লণ্ডনে।

  1. কবে কোথায় রয়েল ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৫৩ তে লণ্ডনে।

  1. জিগুরাত কী?

উঃ প্রাচীন মিশরে নগর দেবতার উদ্দেশ্যে তৈরি মন্দিরকে জিগুরাত বলে।

  1. ‘যশোর-খুলনার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ সতীশচন্দ্র মিত্র।

  1. ‘হুগলী জেলার ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে?

উঃ সুধীরকুমার মিত্র।

  1. ‘পাবনা জেলার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ রাধারমন সাহ।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।