ইতিহাস জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History GK Solves Questions Answer PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি History GK Solves Questions Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাস জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History GK Solves Questions Answer

ইতিহাস জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History GK Solves Questions Answer

1. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুর।

2. “স্বরাজ আমার জন্মগত অধিকার” – এই বিখ্যাত উক্তিটি কার?

উত্তর:- বালগঙ্গাধর তিলকের।

3. সত্যশোধক সমাজ কে স্থাপন করেছিলেন?

উত্তর:- জ্যোতিবা ফুলে।

4. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কার দ্বারা গঠন হয়েছিল?

উত্তর:- রাসবিহারী বসু।

5. ভারতের রক্ষাকর্তা কোন শাসককে বলা হয়ে থাকে?

উত্তর:- স্কন্দগুপ্ত কে।

6. গদর শব্দের অর্থ উল্লেখ করো?

উত্তর:- বিপ্লব।

7. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন?

উত্তর:- বল্লাল সেন।

8. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম উল্লেখ করো?

উত্তর:- বেঙ্গল গেজেট।

9. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুটির ব্যবহার জানতো না?

উত্তর:- লোহার ব্যবহার জানত না।

10. হুমায়ুননামা কে রচনা করেছিলেন?

উত্তর:- গুলবদন বেগম।

11. আর্য সমাজ কে প্রতিষ্ঠাতা করেছিল?

উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী।

12. চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর:- 1539 খ্রিস্টাব্দে।

13. মনসবদারি প্রথা কোন মোগল সম্রাট প্রবর্তিত করেন?

উত্তর:- আকবর।

14. Indian Republican Army (ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি) – কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- সূর্যসেন।

15. বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর কত সালে সংগঠিত হয়েছিল?

উত্তর:- ১১৭৬ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজির ১৭৭০ খ্রিস্টাব্দে।

16. কোন বিখ্যাত মোগল সম্রাট ‘ফতেপুর সিক্রি’ প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- আকবর।

17. বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়ে থাকে?

উত্তর:- রাজা রামমোহন রায় কে।

আরও পড়ুন:-

একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here

একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here

একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here

1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here

বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here

ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here

ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here

ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here

2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here

400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here

250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।