Dear Students,
ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর : সমস্ত পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস প্রশ্ন ও উত্তর pdf. প্রতিবছর Ajjkal.com বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি History General knowledge pdf. নিচে ইতিহাস প্রশ্ন ও উত্তর pdf টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই History General knowledge Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং Download লিংকে Click করে Download করুন।
ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর pdf টি যত্ন সহকারে পড়ুন 👇
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন ]
1. আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার কোথায় হয়েছিল?
উত্তর: কালকেয়া।
- আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৪১ খ্রিঃ।
- আত্মসমর্পণের দলিল কবে জার্মানি স্বাক্ষর করে?
উত্তর: ১৯১৮ খ্রিঃ, ১১ নভেম্বর
- আত্মীয় সভা কখন প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮১৫ খ্রিঃ
- আত্মীয় সভা কে গঠন করেন?
উত্তর: রাজা রামমােহন রায়
- আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত?
উত্তর: ১৫ জন
- আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
উত্তর: নেদারল্যান্ড এর দ্যা হেগ- এ
8. আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
9. আনজ নীতি কী?
উত্তর: অস্ট্রিয়া দখলের জন্য হিটলার কর্তৃক গৃহীত
10. আনজ নীতি কে প্রচার করেন?
উত্তর: হিটলার
11. আনফ্লস নীতির দ্বারা হিটলার কোন্ দেশ দখল করতে চেয়েছিলেন?
উত্তর: অস্ট্রিয়া
12. আৰান্তি পত্রিকার সম্পাদক কে?
উত্তর: মুসােলিনি
13. আবিসিনিয়া কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: আফ্রিকা মহাদেশে
14. আবিসিনিয়ার রাজধানীর নাম কী?
উত্তর: আদ্দিস আবাবা
15. আমার সংগ্রাম গ্রন্থটি কার লেখা?
উত্তর: হিটলার
16. আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে?
উত্তর: ৭১২ সালে
17. ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা?
উত্তর: তুর্কি
18. তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে?
উত্তর: ১১৯১ সালে
19. মিতাক্ষরা আইন কে রচনা করেন?
উত্তর: বিজ্ঞানেশ্বর
20. অন্তত সাগর কে রচনা করেন?
উত্তর: বল্লাল সেন
21. ধীমান কে?
উত্তর: পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী
WWW.edu.bengaliportal.com provide
22. গঙ্গোইকোন্ড উপাধি কে গ্রহণ করেন?
উত্তর: প্রথম রাজেন্দ্র চাল।
23. তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে?
উত্তর: ১১৯২ সালে
24. মলেমিন্টো সংস্কার হয় কত সালে?
উত্তর: ১৯০৯ সালে
25. নাগানন্দ কে রচনা করেন?
উত্তর: হর্ষবর্ধন
26. মালবিকাগ্নিমিত্রম কে লেখেন?
উত্তর: কালিদাস
27. মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে
28. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর: তৃতীয় গােবিন্দ
29. ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন?
উত্তর: জাহাঙ্গীর
30. মিলিন্দপহ কে লেখেন?
উত্তর: নাগসেন
31. ভারতে প্রথম স্বর্ণ মুদা কারা চালু করে?
উত্তর: কুষাণরা
32. বজ্ৰসূচী কে রচনা করেন?
উত্তর: অশ্বমােয়
33. মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উত্তর: প্রথম কুমার গুপ্ত
34. ফা হিয়েন কত বছর ভারতে ছিলেন?
উত্তর: ১৫ জন
35. কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: দ্বিতীয তৈলপ
36. নিস্ক ও মনা কোন যুগের মুদ্রা?
উত্তর: বৈদিক
37. অকালি আন্দোলন কোথায় হয়েছিল?
উত্তর: লাহর
38. তাহকিব-আল-মুলক কে রচনা করেন?
উত্তর: সৈয়দ আহমেদ
39. ‘বেঙ্গল হরকরা’ প্রকাশিত হয় কবে?
উত্তর: ১৭৯৮ সালে
40.সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: বিজয সেন
41. বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর: বল্লাল সেন
42. গীতগােবিন্দ কাব্যের রচয়িতা কে?
উত্তর: জয়দেব
43. ‘পবন দূত’ এর রচয়িতা কে?
উত্তর: বােযী
44. চালু বংশের শ্রেষ্ঠ নৱপতি কে ছিলেন ?
উত্তর: দ্বিতীয় পুলকেশী
45. বাতাপির চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় কার্তিমন
46. রাষ্ট্রট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: দন্তসুর্গ
47. ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?
উত্তর: ১৯৫০ সালের ২৬ শে নভেম্বর
48. ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৪১ সালের ২৬ নহে
49. ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়?
উত্তর: ১৯৪৭ খ্রি ১৮ জুলাই
50. ভারতের সর্বোচ্চ আদালত কোনটি?
উত্তর: সুপ্রিম কোর্ট
WWW. ajjka. com provide
51. ভারতের সস্বাধীনতা আইন কবে পাশ হয়?
উত্তর: ১৯৪৭ খ্রিঃ
52. ভার্সাই সন্ধি করে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯১৯ খ্রিঃ
53. ভিয়েতনামের জনক কাকে বলা হয়?
উত্তর: হাে চি মিন
54. মন্টেগু চেমস্ ফোর্জ সংস্কার আইন কত খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়?
উত্তর: ১৯১৯ খ্রিঃ
55. মনিপুর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়?
উত্তর ১৯৭২ খ্রিঃ
56. মনিপুৱ কৰে ভাৱত ইউনিয়নে যােগ দেয়?
উত্তর: ১৯৪৯ খ্রিঃ ২১ সেপ্টেম্বর
57. মনিপুরের কোন্ রাজা ভারত ইউনিয়নের সঙ্গে মনিপুরের অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেন?
উত্তর: বােধচন্দ্র সিংহ
58. মনিরাম দেওয়ানকে কত খ্রিঃ ফাঁসি দেওয়া হয়?
উত্তর: ১৮৫৮ খ্রিঃ ২৬ শে জানুয়ারি
59. মরুভূমির শৃগাল নামে কাকে অভিহিত করা
উত্তর: হিটলাৱেৱ চোপতি রােমেল।
60. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে?
উত্তর: ‘উপেন্দ্রনাথ ব্রহ্মচারী’
61. স্বদেশী ভাঙার কে গঠন করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
62. স্বরাজ আমার জন্মগত অধিকার- কথাটির অর্থ কি?
উত্তর: বাল গঙ্গাধর তিলক
63. স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২৩ খ্রিঃ
64. স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: চিরঞ্জন দাশ
65. স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
66. স্বস্তিকা- কোন দলের প্রতীক চিহ্ন ছিল ?
উত্তর: নাসিলের।
67. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: সুকর্ণ
68. স্বাধীন ত্রিপুরা রাজ্য কবে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত?
উত্তর: ১৯৪৯ খ্রিঃ ১৫ অক্টোবর।
69. স্বাধীন ভারতে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তর: ড.সর্বপল্লি রাধাকুন্নান
70. স্বাধীন ভারতে প্রথম কথন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫১-৫২ খ্রিঃ
71. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? উত্তর: জহরলাল নেহেরু
72. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: চক্রবর্তী রাজা গােপালাচারি
73. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ড.রাজেন্দ্ৰপ্ৰসাদ
74. সাইমন কমিশন কবে ভারতে আসে?
উত্তর: ১৯২৭ খ্রিঃ
75. সাম্প্রদায়িক বাটোয়ারী নীতি কে কবে ঘােষণা করেন?
উত্তর: ম্যাকডনান্ড, ১৯৩২ খ্রিঃ
76. সাম্প্রদায়িক ভাটোয়ার নীতি কে প্রবর্তন করেন?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডােনাল্ড
77. সাম্রাজ্যবাদের যুগ কোন্ সময়কালকে বলা হয়?
উত্তর: ১৮৭০-১৯১ খ্রিঃ
78. সায়েন্টিফিক সােসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সার সৈয়ল আহমদ খান
79. সাৱা ভাৱত কিষান সভা কবে গঠিত হয়?
উত্তর: ১৯৩৬ খ্রিঃ
80. সারা ভারত কিষান সভার প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী
81. সি.আর.মার্টিন কার ছদানাম?
উত্তর: মানবেনাথ রায়
82. সিংহল (বর্তমান শ্রীলঙ্কা) এর প্রথম রাষ্ট্রনায়কের নাম কী ছিল?
উত্তর: ডি.এস.সেনাপতি
83. সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা কে?
উত্তর: রাসবিহারী বসু
84. সীমান্ত গান্ধি কাকে বলা হয়?
উত্তর: খান আব্দুল গফুর খান
85. সীমান্তগান্ধীর অনুগামীদের কী বলা হয়?
উত্তর: খুদা-ই -খিমার
86. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন?
উত্তর: গ্রীক বিজ্ঞানীরা
87. রােমের প্রধান দেবতার নাম কি?
উত্তর: জুপিটাস
88. শশাঙ্কের রাজধানী ছিল?
উত্তর: কর্ণসুবর্ণ
89. কোন মুঘল সাম্রাটের নামে মুদ্রা চালু ছিল?
উত্তর: নূরজাহান
90. ইসলামের সর্বপ্রথম ঘর?
উত্তর: কাবা
94. কোথায় শাং রাজারা সভ্যতা গড়ে তােলে?
উত্তর: হােয়াংহাে নদীর তীরে
95. হিউয়েনসাঙ বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অবিহিত করেন কাকে?
উত্তর: শশাঙ্ককে
96. শশাঙ্কের পৱ গৌড় রাজ্য দখল করেন কে?
উত্তর: হর্ষবর্ধন
97. আরবরা সিন্ধু আক্রমন করে কত খ্রিষ্টাব্দে?
উত্তর: ৭১২ খ্রিষ্টাব্দে
98. ইসলামের কবে আবির্ভাব ঘটেছিল?
উত্তর: সপ্তম শতাব্দিতে
99. সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি?
উত্তর: বর্ণমালার উদ্ভাবন
100. কাকে ভারতের লৌহ মানব বলা হয়?
উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল।
“ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
File Details:-
File Name:- History General knowledge Questions And Answers In Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Download:- Click Here to Download