150+ ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্নোত্তর | History First Chapter Question Answer

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি History First Chapter Question Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্নোত্তর | History First Chapter Question Answer ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্নোত্তর | History First Chapter Question Answer || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্নোত্তর | History First Chapter Question Answer

১. প্রশ্নঃ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসছিলো ?
উত্তরঃ পর্তুগীজরা।

২. প্রশ্নঃ পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন কত সালে ?
উত্তরঃ ১৪৯৮ সালে।

৩. প্রশ্নঃ ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে ?
উত্তরঃ ১৪৮৭ সালে।

৪. প্রশ্নঃ পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে ?
উত্তরঃ ১৫৮০ সালে।

৫. প্রশ্নঃ পর্তুগ্রীজদের পর কারা বানিজ্যের জন্য বাংলায় আসে?
উত্তরঃ ওলন্দাজরা।

৬. প্রশ্নঃ ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী’ কারা, কবে গঠন করেন?
উত্তরঃ ওলন্দাজগণ, ১৬০২ সালে।



৭. প্রশ্নঃ বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তৃগ্রীজ নাবিক?
উত্তরঃ পেড্রো আলভারেজ কাব্রাল।

৮. প্রশ্নঃ ফরাসিরা কখন বাংলায় বানিজ্য করতে আগমন করে?
উত্তরঃ ১৬৬৮ সালে।

৯. প্রশ্নঃ কোন সালে ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়?
উত্তরঃ ১৬৬৪ সালে।

১০. প্রশ্নঃ কোন সালে ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়?
উত্তরঃ ১৬০০ সালে।

১১. প্রশ্নঃ কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায়?
উত্তরঃ ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।

১২. প্রশ্নঃ বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজয় স্বীকার করে?
উত্তরঃ ইংরেজ সেনাপতি আয়ারকুটের নিকট ফরাসি গর্ভনর কাউন্ট লালী পরাজিত হন।

১৩. প্রশ্নঃ উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বানিজ্য স্থাপন করে?
উত্তরঃ ইন্দোনেশিয়ায়।

১৪. প্রশ্নঃ প্রথম কর্ণাট যুদ্ধ কবে, কার মধ্যে সংঘটিত হয়?
উত্তরঃ ফরসিদের সাথে ইংরেজদের মধ্যে ১৭৪৬ সালে।

১৫. প্রশ্নঃ ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?
উত্তরঃ সুরাটে।

১৬. প্রশ্নঃ কে শান্তিপূর্ন বানিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর আক্রমন করে?
উত্তরঃ ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।

১৭. প্রশ্নঃ বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল?
উত্তরঃ ফোর্ট উইলিয়াম।

১৮. প্রশ্নঃ মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে?
উত্তরঃ ১৬৬০ সালে।

১৯. প্রশ্নঃ কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ইংরেজ কর্মচারী জন চার্নক।

২০. প্রশ্নঃ ইংরেজরা কোন সালে বাংলা আক্রমন করে?
উত্তরঃ ১৬৮৬ সালে।

২১. প্রশ্নঃ কত খ্রিষ্টাব্দে নবাব সিরাজু্‌দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন?
উত্তরঃ ২০ জুন ১৭৫৬।

২২. প্রশ্নঃ কোন সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়?
উত্তরঃ ১৭৫৬ সালে।

২৩. প্রশ্নঃ ইংরেজরা কবে কলকাতা অধিকার করে?
উত্তরঃ ০২ জানুয়ারী ১৭৫৭।

২৪. প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তরঃ ২৩ শে জুন, ১৭৫৭ সালে।

২৫. প্রশ্নঃ নবাব সিরাজুদ্দৌলা কোন খ্রিষ্টাব্দে জন্মগ্রহন করেন?
উত্তরঃ ১৭৩৩ খ্রিষ্টাব্দে।

২৬. প্রশ্নঃ নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে?
উত্তরঃ ১৭৬৪ সালে।

২৭. প্রশ্নঃ উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর কে ছিল?
উত্তরঃ লর্ড ক্লাইভ।

২৮. প্রশ্নঃ দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন কে করেন?
উত্তরঃ লর্ড ক্লাইভ।

২৯. প্রশ্নঃ দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালূ হয়?
উত্তরঃ ১৭৬৭ সালে।

৩০. প্রশ্নঃ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ন্যাস্ত হয়?
উত্তরঃ নবাবের।

৩১. প্রশ্নঃ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়?
উত্তরঃ লর্ড ক্লাইভ।

৩২. প্রশ্নঃ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?
উত্তরঃ ওয়ারেন হেষ্টিংস।

৩৩. প্রশ্নঃ নিলাম সুত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন?
উত্তরঃ ওয়ারেন হেষ্টিংস।

৩৪. প্রশ্নঃ ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?
উত্তরঃ ১৭৭২ সালে।

৩৫. প্রশ্নঃ চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)।

৩৬. প্রশ্নঃ ছিয়াত্তরের মম্বন্তর কখন হয়েছিল?
উত্তরঃ ১১৭৬ বাং এবং ১৭৭০ ইং সালে।

৩৭. প্রশ্নঃ পঞ্চাশের মম্বন্তর কখন হয়েছিল?
উত্তরঃ ১৩৫০ বাং এবং ১৯৪৩ ইং সালে।

৩৮. প্রশ্নঃ ‘অন্ধ কূপ হত্যাকান্ড’ কখন সংগঠিত হয়েছিল?
উত্তরঃ ১৭৫৬ সালে।

৩৯. প্রশ্নঃ কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।

৪০. প্রশ্নঃ কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তরঃ ১৬৯০ সালে।

৪১. প্রশ্নঃ বর্গী নামে কারা পরিচিতি ছিল?
উত্তরঃ মারাঠারা।

৪২. প্রশ্নঃ কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন?
উত্তরঃ মীর কাসিম।

৪৩. প্রশ্নঃ ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়?
উত্তরঃ বক্সারে।

৪৪. প্রশ্নঃ বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে?
উত্তরঃ ১৭৬৪ সালে।

৪৫. প্রশ্নঃ ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ বা ‘রেগুলেটিং এ্যাক্ট’ পাশ হয় কখন?
উত্তরঃ ১৭৭৩ সালে।

৪৬. প্রশ্নঃ উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক?
উত্তরঃ ওয়ারেন হেষ্টিংস।

৪৭. প্রশ্নঃ পাঁচশালা বন্দোবস্তের কে প্রর্বতক করেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।

৪৮. প্রশ্নঃ আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক?
উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক।

৪৯. প্রশ্নঃ সতীদাহ প্রথার বিলোপ সাধন কে কখন করেন?
উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।

৫০. প্রশ্নঃ উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন কে করেন?
উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক।

৫১. প্রশ্নঃ বিধবা বিবাহ আইন প্রচলন কে, কখন করেন?
উত্তরঃ লর্ড ক্যানিং (১৮৫৬ সালে)।

৫২. প্রশ্নঃ উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ কে, কোন সালে চালু করেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে।

৫৩. প্রশ্নঃ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার কে প্রচলন করেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।

৫৪. প্রশ্নঃ উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোন সালে ও কোথায় সংঘটিত হয়?
উত্তরঃ ১৮৫৭ সালে ৯ মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে।

৫৫. প্রশ্নঃ সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট ২য় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন?
উত্তরঃ মায়ানমারে।

৫৬. প্রশ্নঃ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় অবস্থিত?
উত্তরঃ মায়ানমারে।

৫৭. প্রশ্নঃ আহসান মঞ্জিল কে কত সালে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ নবাব আবদুল গনি, ১৯৭২ সালে।

৫৮. প্রশ্নঃ কবে কে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন?
উত্তরঃ ১৯০৪ সালের ১৪ ফেব্রম্নয়ারী, লর্ড কার্জন।

৫৯. প্রশ্নঃ কবে ঢাকা পৌরসভা স্থাপিত হয়?
উত্তরঃ ১৮৬৪ সালে।

৬০. প্রশ্নঃ পুরানো ঢাকার বাহাদুরশাহ পার্কের পূর্বনাম কি ছিল?
উত্তরঃ ভিক্টোরিয়া পার্ক।

৬১. প্রশ্নঃ কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয়?
উত্তরঃ হল্যান্ড।

৬২. প্রশ্নঃ উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিল?
উত্তরঃ লর্ড মাউন্ট ব্যাটন।

৬৩. প্রশ্নঃ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসছিলো ?
উত্তরঃ পর্তুগীজরা।

৬৪. প্রশ্নঃ পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন কত সালে ?
উত্তরঃ ১৪৯৮ সালে।

৬৫. প্রশ্নঃ ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে ?
উত্তরঃ ১৪৮৭ সালে।

৬৬. প্রশ্নঃ পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে ?
উত্তরঃ ১৫৮০ সালে।

৬৭. প্রশ্নঃ পর্তুগ্রীজদের পর কারা বানিজ্যের জন্য বাংলায় আসে?
উত্তরঃ ওলন্দাজরা।

৬৮. প্রশ্নঃ ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী’ কারা, কবে গঠন করেন?
উত্তরঃ ওলন্দাজগণ, ১৬০২ সালে।

৬৯. প্রশ্নঃ বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তৃগ্রীজ নাবিক?
উত্তরঃ পেড্রো আলভারেজ কাব্রাল।

৭০. প্রশ্নঃ ফরাসিরা কখন বাংলায় বানিজ্য করতে আগমন করে?
উত্তরঃ ১৬৬৮ সালে।

৭১. প্রশ্নঃ কোন সালে ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়?
উত্তরঃ ১৬৬৪ সালে।

৭২. প্রশ্নঃ কোন সালে ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়?
উত্তরঃ ১৬০০ সালে।

৭৩. প্রশ্নঃ কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায়?
উত্তরঃ ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।

৭৪. প্রশ্নঃ বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজয় স্বীকার করে?
উত্তরঃ ইংরেজ সেনাপতি আয়ারকুটের নিকট ফরাসি গর্ভনর কাউন্ট লালী পরাজিত হন।

৭৫. প্রশ্নঃ উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বানিজ্য স্থাপন করে?
উত্তরঃ ইন্দোনেশিয়ায়।

৭৬. প্রশ্নঃ প্রথম কর্ণাট যুদ্ধ কবে, কার মধ্যে সংঘটিত হয়?
উত্তরঃ ফরসিদের সাথে ইংরেজদের মধ্যে ১৭৪৬ সালে।

৭৭. প্রশ্নঃ ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?
উত্তরঃ সুরাটে।

৭৮. প্রশ্নঃ কে শান্তিপূর্ন বানিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর আক্রমন করে?
উত্তরঃ ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।

৭৯. প্রশ্নঃ বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল?
উত্তরঃ ফোর্ট উইলিয়াম।

৮০. প্রশ্নঃ মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে?
উত্তরঃ ১৬৬০ সালে।

৮১. প্রশ্নঃ কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ইংরেজ কর্মচারী জন চার্নক।

৮২. প্রশ্নঃ ইংরেজরা কোন সালে বাংলা আক্রমন করে?
উত্তরঃ ১৬৮৬ সালে।

৮৩. প্রশ্নঃ কত খ্রিষ্টাব্দে নবাব সিরাজু্‌দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন?
উত্তরঃ ২০ জুন ১৭৫৬।

৮৪. প্রশ্নঃ কোন সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়?
উত্তরঃ ১৭৫৬ সালে।

৮৫. প্রশ্নঃ ইংরেজরা কবে কলকাতা অধিকার করে?
উত্তরঃ ০২ জানুয়ারী ১৭৫৭।

৮৬. প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তরঃ ২৩ শে জুন, ১৭৫৭ সালে।

৮৭. প্রশ্নঃ নবাব সিরাজুদ্দৌলা কোন খ্রিষ্টাব্দে জন্মগ্রহন করেন?
উত্তরঃ ১৭৩৩ খ্রিষ্টাব্দে।

৮৮. প্রশ্নঃ নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে?
উত্তরঃ ১৭৬৪ সালে।

৮৯. প্রশ্নঃ উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর কে ছিল?
উত্তরঃ লর্ড ক্লাইভ।

৯০. প্রশ্নঃ দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন কে করেন?
উত্তরঃ লর্ড ক্লাইভ।

৯১. প্রশ্নঃ দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালূ হয়?
উত্তরঃ ১৭৬৭ সালে।

৯২. প্রশ্নঃ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ন্যাস্ত হয়?
উত্তরঃ নবাবের।

৯৩. প্রশ্নঃ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়?
উত্তরঃ লর্ড ক্লাইভ।

৯৪. প্রশ্নঃ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?
উত্তরঃ ওয়ারেন হেষ্টিংস।

৯৫. প্রশ্নঃ নিলাম সুত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন?
উত্তরঃওয়ারেন হেষ্টিংস।

৯৬. প্রশ্নঃ ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?
উত্তরঃ ১৭৭২ সালে।

৯৭. প্রশ্নঃ চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)।

৯৮. প্রশ্নঃ ছিয়াত্তরের মম্বন্তর কখন হয়েছিল?
উত্তরঃ ১১৭৬ বাং এবং ১৭৭০ ইং সালে।

৯৯. প্রশ্নঃ পঞ্চাশের মম্বন্তর কখন হয়েছিল?
উত্তরঃ ১৩৫০ বাং এবং ১৯৪৩ ইং সালে।

১০০. প্রশ্নঃ ‘অন্ধ কূপ হত্যাকান্ড’ কখন সংগঠিত হয়েছিল?
উত্তরঃ ১৭৫৬ সালে।

১০১. প্রশ্নঃ কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।

১০২. প্রশ্নঃ কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তরঃ ১৬৯০ সালে।

১০৩. প্রশ্নঃ বর্গী নামে কারা পরিচিতি ছিল?
উত্তরঃ মারাঠারা।

১০৪. প্রশ্নঃ কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন?
উত্তরঃ মীর কাসিম।

১০৫. প্রশ্নঃ ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়?
উত্তরঃ বক্সারে।

১০৬. প্রশ্নঃ বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে?
উত্তরঃ ১৭৬৪ সালে।

১০৭. প্রশ্নঃ ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ বা ‘রেগুলেটিং এ্যাক্ট’ পাশ হয় কখন?
উত্তরঃ ১৭৭৩ সালে।

১০৮. প্রশ্নঃ উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক?
উত্তরঃ ওয়ারেন হেষ্টিংস।

১০৯. প্রশ্নঃ পাঁচশালা বন্দোবস্তের কে প্রর্বতক করেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।

১১০. প্রশ্নঃ আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক?
উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক।

১১১. প্রশ্নঃ সতীদাহ প্রথার বিলোপ সাধন কে কখন করেন?
উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।

১১২. প্রশ্নঃ উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন কে করেন?
উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক।

১১৩. প্রশ্নঃ বিধবা বিবাহ আইন প্রচলন কে, কখন করেন?
উত্তরঃ লর্ড ক্যানিং (১৮৫৬ সালে)।

১১৪. প্রশ্নঃ উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ কে, কোন সালে চালু করেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে।

১১৫. প্রশ্নঃ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার কে প্রচলন করেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।

১১৬. প্রশ্নঃ উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোন সালে ও কোথায় সংঘটিত হয়?
উত্তরঃ ১৮৫৭ সালে ৯ মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে।

১১৭. প্রশ্নঃ সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট ২য় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন?
উত্তরঃ মায়ানমারে।

১১৮. প্রশ্নঃ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় অবস্থিত?
উত্তরঃ মায়ানমারে।

১১৯. প্রশ্নঃ আহসান মঞ্জিল কে কত সালে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ নবাব আবদুল গনি, ১৯৭২ সালে।

১২০. প্রশ্নঃ কবে কে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন?
উত্তরঃ ১৯০৪ সালের ১৪ ফেব্রম্নয়ারী, লর্ড কার্জন।

১২১. প্রশ্নঃ কবে ঢাকা পৌরসভা স্থাপিত হয়?
উত্তরঃ ১৮৬৪ সালে।

১২২. প্রশ্নঃ পুরানো ঢাকার বাহাদুরশাহ পার্কের পূর্বনাম কি ছিল?
উত্তরঃ ভিক্টোরিয়া পার্ক।

১২৩. প্রশ্নঃ কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয়?
উত্তরঃ হল্যান্ড।

১২৪. প্রশ্নঃ উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিল?
উত্তরঃ লর্ড মাউন্ট ব্যাটন।
 

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।