ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর (History best questions and answers) Part-5

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি History best questions and answers set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার History best questions and answers set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে  History best questions and answers set. নিচে questions and answers set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই  History best questions and answers set  টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘

ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর (History best questions and answers):

  1. প্রাচীন ভারতের কোন যুগের সমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল ?

উওরঃ- প্রাচীন ভারতের গুপ্তযুগের সমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল।

  1. মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহন করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায় কি বলা হয়েছে ?

উওরঃ- মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহন করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায় ব্রাত্য ক্ষত্রিয় বলা হয়েছে।

  1. প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শক, হুনকুষাণ, প্রভৃতি জাতি কোন শ্রেণির মানুষ ছিল ?

উওরঃ- প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শকহুন, কুষাণ, প্রভৃতি জাতি ইউ-চি নামে যাযাবর শ্রেণির মানুষ ছিল।

  1. পরবর্তী বৈদিকযুগের পরে ভারতীয় সমাজে নারীর মর্যাদা কেমন ছিল ?

উওরঃ- পরবর্তী বৈদিকযুগের পর থেকে ভারতীয় সমাজে নারীর মর্যাদা ক্রমশ কমতে থাকে।

  1. হিন্দু সমাজে বিধবা-বিবাহ, সতীদাহ প্রভৃতি কু-প্রথা কোন সময় থেকে চালু হয় ?

উওরঃ- হিন্দু সমাজে বিধবা-বিবাহ, সতীদাহ প্রভৃতি কু-প্রথা পরবর্তী বৈদিকযুগের পর থেকে চালু হয়।

  1. মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলি কী কী ছিল ?

উওরঃ- মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলির নাম ছিল বঙ্গ, কাশী, কঙ্কোন, ও মহীশূর।

  1. গুপ্তযুগে ভারতবর্ষের বিভিন্ন শিল্পের মধ্যে কোন শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ?

উওরঃ- গুপ্তযুগে ভারতবর্ষের বস্ত্রশিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।

  1. অশ্বঘােষ কে ছিলেন ?

উওরঃ- অশ্বঘােষ ছিলেন কুষাণযুগের প্রখ্যাত নাট্যকার।

  1. কোন রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল ?

উওরঃ- কুষাণ রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল।

  1. কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল ?

উওরঃ- গুপ্তযুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল।

  1. বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন।

উওরঃ- ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন।

  1. হরিচরিত কাব্য কে রচনা করেন ?

উওরঃ- চতুর্ভুজ হরিচরিত কাব্য রচনা করেন

  1. অতীশ দীপঙ্কর কে ছিলেন ?

উওরঃ- অতীশ দীপঙ্কর ছিলেন একজন জগৎবিখ্যাত পন্ডিত, বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ এবং বজ্রযান সাধন গ্রন্থের রচয়িতা।

  1. গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম কী ?

উওরঃ- গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম হল আর্যভট্ট।

  1. দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ?

উওরঃ- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা হল সেন রাজা বল্লালসেন।

🔵🔴 ইতিহাস প্রশ্ন ও উওর Part-4 – Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here