হিন্দুস্তান কপার লিমিটেড শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Hindustan Copper Ltd Recruitment 2022

AJJKAL.COM:

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। Hindustan Copper Limited (HCL) আপনার জন্য নিয়ে এসেছে Trade Apprentice পদ এর চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে Hindustan Copper Limited (HCL) তে নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন।

বিজ্ঞপ্তি নম্বর:- HCL/KCC/HR/Trade Appt/2022

অফিসিয়াল ওয়েবসাইট:- www.hindustancopper.com

আবেদন শুরুর তারিখ:- 22 November 2022

আবেদন শেষের তারিখ:- 12 December 2022

নিয়োগকারী সংস্থার চাকরির বিবরণ:-

আবেদনের পদ্ধতি:- Online

নিয়োগকারী সংস্থা:-
Hindustan Copper Limited (HCL)

পদের নাম:- Trade Apprentice পদ

মোট শূন্যপদ:- 290 টি

কর্মস্থল:- সমগ্র ভারত জুড়ে

শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাশ। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

আরও চাকরির খবর পড়ুন:-

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ভারতীয় সেনাবাহিনীতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বয়সসীমা:- প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় সরকারী নিয়মানুসারে।

আবেদন মূল্য:-

কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-

আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-

◾ মাধ্যমিকের নম্বর ও মেধার ভিত্তিতে।

আবেদন পদ্ধতি:-

আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com এর মাধ্যমে আবেদন করতে পারেন।


বিশেষ বিজ্ঞপ্তি :: Ajjkal.com কোনোভাবে কোনোপ্রকার Employment Agency-র সাথে যুক্ত নয়। উক্ত পোস্টের মধ্যে নথিগুলি বিভিন্ন নিউজ পেপার ও ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। পোস্টের বিষয়বস্তু বিশদ জানার জন্য আপনারা পোস্টের মধ্যে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।