পাহাড় এবং পর্বতের সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Hills and Mountains Definition Characteristics

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Hills and Mountains Definition Characteristics . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পাহাড় এবং পর্বতের সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Hills and Mountains Definition Characteristics

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal

পাহাড় এবং পর্বতের সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Hills and Mountains Definition Characteristics

■ পর্বত — বহুদূর পর্যন্ত বিস্তৃত অতি উচ্চ ভূভাগকে পর্বত বলে। সাধারণভাবে কোনো ভূমিরূপের উচ্চতা ‘সংলগ্ন অঞ্চল’ থেকে মোটামুটি 600 মিটারের বেশি হলে, তাকে পর্বত বলে গণ্য করা হয়। যেমন — হিমালয় পর্বত।

■ পর্বতের বৈশিষ্ট্য :

● পর্বত নিকটবর্তী অঞ্চল অপেক্ষা খুব উঁচু হয়।

● পার্বত্য অঞ্চলে উঁচু উঁচু পর্বত শৃঙ্গ দেখা যায়।

● গভীর উপত্যকাও দেখা যায়।

● এর পার্শ্বদেশ খুব খাড়াই হয়।

■ পাহাড় — পর্বত অপেক্ষা কম উচ্চ ও কম বিস্তৃত ভূভাগকে পাহাড় বলে। যেমন — রাজমহল, শুশুনিয়া, আরাবল্লি ও সাতপুরা পাহাড়।

■ পাহাড়ের বৈশিষ্ট্য :

● পাহাড়ের শৃঙ্গগুলি পর্বতশৃঙ্গের মতো ছুঁচালো না হয়ে অনেকটা চ্যাপটা হয়।

● পার্শ্বদেশও খুব খাড়াই হয় না।

● পাহাড়গুলি উঁচু-নিচু হলেও পর্বতের মতো অত উঁচু-নিচু হয় না। অবশ্য আমরা বাংলায় পাহাড় ও পর্বত শব্দ দুটির ব্যবহারে সব সময় পার্থক্য ধরি না। তাই বিন্ধ্য পাহাড়কে বলি বিন্ধ্য পর্বত, আরাবল্লি পাহাড়কে বলি আরাবল্লি পর্বত।

● সাধারণভাবে কোনো ভূমিরূপের উচ্চতা সংলগ্ন অঞ্চল থেকে মোটামুটি 300 মিটার থেকে 600 মিটারের মধ্যে হলেই তাকে পাহাড় বলে গণ্য করা হয়ে থাকে।

■ পাহাড়-পর্বতের সৃষ্টি নানাভাবে হয়ে থাকে —

[ক] যেসব পর্বতের সৃষ্টি পার্শ্বচাপের ফলে ভাঁজে ভাঁজে হয়ে থাকে, তাদের ভঙ্গিল পর্বত বলে। ‘ভঙ্গিল’ শব্দের অর্থ ‘ভাঁজ’। যেমন— আমাদের হিমালয় পর্বত।

[খ] যেসব পর্বতের সৃষ্টি আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা সঞ্চিত হয়ে হয়, তাদের সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত বলে । যেমন— ভারতের অন্তর্গত আন্দামান দ্বীপপুঞ্জের নিকট ব্যারেন দ্বীপের পাহাড়।

[গ] পাহাড়-পর্বত গুলি নদী, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে আকারে ছোটো, উচ্চতায় কম এবং শিখরদেশগুলি মসৃণ হয়ে যায়। এরূপ পর্বতকে অবশিষ্ট পর্বত বলে। আরাবল্লি পাহাড় এখন অবশিষ্ট পর্বতে পরিণত হয়েছে।

[ঘ] এগুলি ছাড়া আর -এক রকম পাহাড় / পর্বত আছে, স্তূপ পর্বত। ভারতে সাতপুরা পাহাড় স্তূপ পর্বতের উদাহরণ। এগুলি চ্যুতির ফলে সৃষ্ট হয়। পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলায় পর্বত এবং বাঁকুড়া জেলায় পাহাড় দেখা যায়।

■ মানবজীবনের ওপর পাহাড়-পর্বতের প্রভাব :

● পর্বত দেশের সীমা রচনা করতে পারে। যেমন — হিমালয় পর্বত ভারতের সীমা।

● জলবায়ু নিয়ন্ত্রণ করে মানবজীবনকে পরোক্ষভাবে প্রভাবিত করে।

● পর্বত থেকে নদী নির্গত হলে পলি পড়ে চাষবাস ইত্যাদির সুবিধা হয়।

● পাহাড়পর্বতে উৎপন্ন স্বাভাবিক উদ্ভিদ দেশের অরণ্যসম্পদ বৃদ্ধি করে।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।