জলদূষণের ক্ষতিকারক প্রভাব ও নিয়ন্ত্রণ || Harmful effects and control of water pollution ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Harmful effects and control of water pollution. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Harmful effects and control of water pollution. নিচে  Harmful effects and control of water pollution এটি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Harmful effects and control of water pollution এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

জলদূষণের ক্ষতিকারক প্রভাব ও নিয়ন্ত্রণ || Harmful effects and control of water pollution ||

(১) মানুষের স্বাথ্যের ওপর প্রভাব:-

(i) জলবাহিত রোগের সংক্রমণ:- জল দূষিত হলে আমাশয়, জনডিস, কলেরা, আন্ত্রিক, ডায়ারিয়া, চর্মরোগ, আর্সেনিক দূষণ প্রভৃতি রোগ মানবসমাজের মধ্যে মহামারির আকারে ছড়িয়ে পড়ে।

(ii) শারীরিক সামর্থ্য হ্রাস:- দূষিত জলে নাইট্রেটের মাত্রা বেড়ে গেলে হিমোগ্লোবিনের কর্মক্ষমতা নষ্ট হয়, এর ফলে প্যারালাইসিস, অ্যালার্জি ও কিডনির সমস্যা দেখা দেয়।

(iii) দাঁতের ক্ষয় বৃদ্ধি:- জলে ফ্লুরাইডের পরিমাণ মাত্রাতিরিক্ত হলে দাঁতের ক্ষয় বৃদ্ধি পায় ও অস্থিসন্ধি ক্ষয় পায়।

(iv) প্রজনন ক্ষমতা হ্রাস:- কৃষিজমিতে ডি. ডি. টি, এলড্রিন, ডায়েলড্রিন ইত্যাদি কীটনাশক পদার্থ মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে এবং পরবর্তীকালে সেগুলি বৃষ্টির জলের মাধ্যমে ধুয়ে কোনো জলাশয়ে পতিত হলে জল দূষিত হয়। কীটনাশকজনিত জলদূষণের ফলে মাতৃজঠরে মানব-ভূণের বিকাশ বাধাপ্রাপ্ত হয়।

আরও পড়ূনঃ- জলদূষণের উৎস ও কারণ সমূহ

(২) জলজ বাস্তুতন্ত্রের ওপর প্রভাব:- জলদূষণের ফলে জলজ উদ্ভিদ ও প্রাণীর অস্বাভাবিক হারে মৃত্যু ঘটে। এর ফলে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট হয়।

(৩) পাখিদের ওপর জলদূষণের প্রভাব:- সামুদ্রিক তেলদূষণজনিত কারণে নানা মাছ- খাদক পাখির পেশির স্বাভাবিক ক্রিয়া বিনষ্ট হয় ও পাখির পালক সামুদ্রিক তেল দ্বারা সিক্ত হওয়ার ফলে পালকের জলরোধী ক্ষমতা কমে যায়।

(8) কৃষিজমির ওপর জলদূষণের প্রভাব:-

(i) কৃষিক্ষেত্রে দুষিত জল সেচের জন্য ব্যবহার করা হলে মাটির উর্বরতা বৃদ্ধিকারী বিভিন্ন ব্যাকটেরিয়া ও জীবাণু মারা যায়।

(ii) কৃষি উৎপাদন হ্রাস পায়।

(iii) উদ্ভিদের অস্বাভাবিক শারীরবৃত্তীয় পরিবর্তন পরিলক্ষিত হয়।

জলদূষণ নিয়ন্ত্রণের উপায়:-

(১) আইনসম্মত উপায়ে জলদূষণ নিয়ন্ত্রণ:- জলদূষণ হ্রাস বা নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীর অধিকাংশ দেশে জলদূষণ নিবারণ ও নিয়ন্ত্রক আইন প্রণয়ন করা হয়েছে। এক্ষেত্রে মার্কিন ক্লিন ওয়াটার অ্যাক্ট (United States Clean Water Act 1981) এবং ভারতের জল (প্রতিরোধ এবং দূষণ নিয়ন্ত্রণ) আইন (1974, 1977, 1988, 1991) উল্লেখযোগ্য। এ ছাড়া ভারতে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নামে দুটি সংস্থা গঠিত হয়েছে। এই দুটি সংস্থা আইন প্রয়োগের মাধ্যমে জলদূষণ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করে।

(২) প্রযুক্তিগত উপায়ে জলদূষণ নিয়ন্ত্রণ:- আবর্জনা প্রক্রিয়াকরণ প্লান্টের প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বহির্ভাগ পৃষ্ঠের ও ভূগর্ভস্থ জলের গুণমান বৃদ্ধি করা যায়।

(i) শিল্পজাত দূষিত জল পরিস্রুতকরণের মাধ্যমে নদীতে নিক্ষেপণ।

(ii) মানুষের মল মূত্র, ময়লানাশক পদার্থ সরাসরি জলে না ফেলে আবর্জনা অপসারণ করে পরিস্রুত নির্বীজকৃত জল জলাশয়ে নিক্ষেপণ।

(iii) পানীয় জলের সংক্রমণ রোধ করার জন্য জল বিশোধন যন্ত্রের ব্যবহার করা উচিত।

(৩) ব্যক্তিগত উপায়ে জলদূষণ নিয়ন্ত্রণ:- কেবল আইন প্রণয়ন ও প্রযুক্তিগত উপায় প্রয়োগের মাধ্যমে জলদূষণ রোধ করা যায় না, যতক্ষণ না জলদূষণ রোধে মানুষকে সচেতন করে তোলা যায়।

(i) মলমূত্র ও চিকিৎসা সংক্রান্ড আবর্জনা জলে ফেলতে নিষেধ করা।

(ii) কম ফসফেটযুক্ত বা ফসফেট-বর্জিত ডিটারজেন্ট ব্যবহারকে জনপ্রিয় করে তোলা।

(iii) বাড়ির নিকটস্থ জলাশয়ের জলে কচুরিপানা বা শৈবাল বৃদ্ধি রোধ করা।

(iv) সমুদ্রের জলে তেজস্ক্রিয় পদার্থের নিক্ষেপণ রোধ করা প্রভৃতি।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।