সিন্ধু সভ্যতা | হরপ্পা সভ্যতার প্রশ্নোত্তর | Harappan Civilization Questions Answers

সিন্ধু সভ্যতা | হরপ্পা সভ্যতার প্রশ্নোত্তর | Harappan Civilization Questions Answers

1. হরপ্পা সভ্যতার আবিস্কার করেন কে?

উত্তর:- দয়ারাম সাহানি

2. সিন্ধু সভ্যতাকে বলা হয়-

উত্তর:- শহর ভিত্তিক

3. সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে?

উত্তর:- মহেঞ্জোদাড়োতে

4. সিন্ধু সভ্যতার দুটি শহরের নাম উল্লেখ করো।

উত্তর:- ধোলাভিরা ও লোথাল

5. নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে?

উত্তর:- মহেঞ্জোদারো

6. হরপ্পা এবং প্রাক-হরপ্পা এই দুটি সাংস্কৃতিক পর্যায়ের প্রমাণ পাওয়া যায় কোন স্থানে?

উত্তর:- কালিবঙ্গান

7. হরপ্পার লোকেরা কোন সংখ্যার ব্যবহার জানতেন?

উত্তর:- 16 এবং এর গুণক

8. সিন্ধু উপত্যকার লোকদের জন্য পবিত্র প্রাণী কোনটি ছিল?

উত্তর:- ব্রাহ্মণীর ষাঁড়

9. সিন্ধু সভ্যতার নগরী লোথাল বর্তমানে কোথায় অবস্থিত?

উত্তর:- গুজরাট

10. সিন্ধু সভ্যতার আবিষ্কারে কে প্রধান ভূমিকা পালন করেছিলেন?

উত্তর:- স্যার জন মার্শাল

11. মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুদের কি বলত?

উত্তর:- মেলুহা

12. সিন্ধু সভ্যতার ‘বানওয়ালি’ স্থানটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- হরিয়ানা

13. বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত?

উত্তর:- পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়।

14. হরপ্পা ও মহেঞ্জোদাড়োতে যখন প্রত্নতাত্বিক খননকার্য চালানো হয়, তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া– এর প্রধান কে ছিলেন?

উত্তর:- জন মার্শাল

15. ‘হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার’ বলা হয় কোন শহরটিকে?

উত্তর:- লোথাল।