গুপ্ত সাম্রাজ্যের প্রশ্ন উত্তর | Gupta Empire Questions Answer

গুপ্ত সাম্রাজ্যের প্রশ্ন উত্তর | Gupta Empire Questions Answer

1. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- শ্রীগুপ্ত

2. শ্রীগুপ্ত কোন উপাধি গ্রহন করেছিলেন?

উত্তর:- মহারাজা

3. শ্রীগুপ্তের পুত্রের নাম কি ছিল?

উত্তর:- ঘটোৎকচগুপ্ত

4. ৩২০ খ্রিঃ গুপ্তাব্দের সূচনা করেছিলেন কে?

উত্তর:- প্রথম চন্দ্রগুপ্ত

5. প্রথম চন্দ্রগুপ্তের সময় মগধের রাজা কে ছিলেন?

উত্তর:- সুন্দরবর্মন

6. ভিনসেন্ট স্মিথ কাকে ‘ভারতের নেপোলিয়ান’ আখ্যা দিয়েছেন?

উত্তর:- সমুদ্রগুপ্ত

7. ‘কবিরাজ’ ও ‘বিক্রমাঙ্ক’ কার উপাধি ছিল?

উত্তর:- সমুদ্রগুপ্ত

8. সমুদ্রগুপ্ত কোন ধর্মের অনুরাগী ছিলেন?

উত্তর:- বৈষ্ণব ধর্ম

9. কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহন করেছিলেন?

উত্তর:- সমুদ্রগুপ্ত

10. সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি ছিল?

উত্তর:- হরিসেন।