উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর অধ্যায়- ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ | Groundwater Function and Associated Landforms Questions Answers

ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ | Groundwater Function and Associated Landforms Questions Answers

  1. ছত্তিশগড়ের রায়পুর জেলায় অবস্থিত হামসগুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত?

উত্তর:- রাবণ-ভাটা

  1. বিশাখাপত্তনমের নিকট ডলফিন নোজ কীসের উদাহরণ?

উত্তর:- সমুদ্র ভৃগু

  1. ফনটেন-দ্য-ভ্যজ (দ্রবণ প্রস্রবণ) কোন নদী উপত্যকায় অবস্থিত? 

উত্তর:- রোন নদী

  1. সম্পৃক্ত স্তরে সঞ্চিত জলের শীর্ষদেশগুলি যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকে কী বলা হয়?

উত্তর:- ভৌমজল পিঠ

  1. ওল্ড ফেথফুল হলো একটি কীসের উদাহরণ?

উত্তর:- গিজার

  1. বিশ্বের গভীরতম কার্স্ট গুহাটির নাম লেখো।

উত্তর:- কুবেরা

  1. ভৌমজলের প্রধান উৎসটি লেখো।

উত্তর:- মিটিওরিক জল

  1. কূপ ও নলকূপ দ্বারা যে স্তর থেকে জল সংগ্রহ করা হয় তার নাম লেখো।  

উত্তর:- ফ্রিয়েটিক স্তর

  1. স্থায়ী ভৌমজলস্তরের উপরিস্তরে যে জল নিম্নপ্রবাহ করে তা মূলত কী নামে পরিচিত?

উত্তর:- ভাদোস স্তর

  1. ভূঅভ্যন্তরে সম্পৃক্ত স্তরে কোন ধরনের জল পাওয়া যায়?

উত্তর:- ভৌমজল

  1. কার্স্ট অঞলে সংকীর্ণ ও দীর্ঘ গর্তকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- পোনর

  1. কার্স্ট অঞ্চলে পোলজি মধ্যস্থ অবশিষ্ট শিলায় গঠিত উচ্চ ভূমিগুলিকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- হামস

  1. পৃথিবী বিখ্যাত উষ্ণ প্রস্রবণটির নাম লেখো।

উত্তর:- U.S.A.-এর ইউলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল প্রস্রবণ।

  1. ভৌমজলের নিয়ন্ত্রকসমূহ গুলি লেখো?

উত্তর:- (i) বৃষ্টিপাতের পরিমাণ এবং স্থায়িত্ব; (ii) ভূমির ঢাল; (iii) শিলার প্রবেশ্যতা এবং সচ্ছিদ্রতা; (iv) প্রবেশ্য শিলাস্তরের নীচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান

15.কার্স্ট শব্দের অর্থ লেখো?

উত্তর:- কার্স্ট শব্দের অর্থ উন্মুক্ত উদ্ভিদহীন প্রস্তরময় ভূমি।

  1. গুহার ভেতর প্রবহমাণ জল দ্বারা সৃষ্ট কার্স্ট ভূমিরূপগুলিকে একত্রে কী বলা হয়ে থাকে?

উত্তর:- ভর ফ্লোস্টোন বলা হয়ে থাকে।

17.কম গভীরতা ও বিস্তারপূর্ণ নদী দ্বারা গঠিত কার্স্ট ভূমিরূপকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- ফ্লুডিওকার্স্ট বলা হয়ে থাকে।

  1. শীতল জলবায়ুতে তুষারগলা জল দ্বারা সৃষ্ট কার্স্ট ভূমিরূপকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- নেভেলকার্স্ট বলা হয়ে থাকে।

  1. গুহাবক্ষে উপচেপড়া জলের দ্বারা গুহার দুই কিনারায় সৃষ্ট ভূমিরূপকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- রিমস্টোন বলে।

  1. কার্স্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ছুরির মতো আকৃতিবিশিষ্ট প্রস্তরখণ্ডকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- রুফ পেনডেন্ট বলে।

  1. অসম্পর্ক স্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয়, তাকে কী বলা হয়ে থাকে?

উত্তর:- ভাদোস জল বলে।

  1. যে-সমস্ত শিলার মধ্য দিয়ে জল খুব সহজে ভূগর্ভে প্রবেশ করতে পারে না, সেই ধরনের শিলাকে কী বলে?

উত্তর:- অপ্রবেশ্য শিলা বলে।

  1. মৃত্তিকা বা শিলাস্তরের রগুলি যখন জলপূর্ণ অবস্থায় থাকে তখন তাকে বলা হয়ে থাকে?

উত্তর:- সম্পৃক্ত স্তর বলে।