Ground Water Questions Answers in Bengali | Karst Landforms | ভৌমজল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Ground Water Questions Answers in Bengali | Karst Landforms | ভৌমজল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Ground Water Questions Answers in Bengali | Karst Landforms | ভৌমজল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Ground Water Questions Answers in Bengali | Karst Landforms | ভৌমজল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Ground Water Questions Answers in Bengali | Karst Landforms | ভৌমজল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. বহিজাত প্রক্রিয়া কাকে বলে ?

উত্তরঃ- ভূপৃষ্ঠের উপরিভাগে আবহবিকার ও ক্ষয়ীভবনের কার্যপ্রণালীকে বহির্জাত প্রক্রিয়া বলে।

  1. প্রবেশ্য শিলা কাকে বলে ?

উত্তরঃ- যে শিলার মধ্যে দিয়ে জল অতি সহজেই ভূগর্ভে প্রবেশ করে, সেই শিলাকে প্রবেশ্য শিলা বলে। যেমন- চুনাপাথর।

  1. সম্পৃক্ত স্তর কী ?

উত্তরঃ- যে শিলাস্তরের জলধারণ ক্ষমতা আছে বা শিলাস্তরের মধ্যে ভৌমজল সর্পিত হয়, সেই শিলাস্তরকে সম্পৃক্ত স্তর বলে।

  1. অ্যাকুইকুড (Aquiclude) কী ?

উত্তরঃ- ভূগর্ভে জলরোধক শিলাস্তরকে অ্যাকুইক্লুড বলে।

  1. অ্যাকুইফার কী ?

উত্তরঃ- ভূগর্ভে জলধারণকারী বা জলবাহী শিলাস্তরকে অ্যাকুইফার বলে।

  1. অ্যাকুইটার্ড (Aquitard) কী ?

উত্তরঃ- অতি ধীরগতিবিশিষ্ট জলবাহী শিলাস্তরকে অ্যাকুইটার্ড বলে।

  1. ফন্টেনেলি (Fontenelle) কী ?

উত্তরঃ- এক ধরনের ক্ষুদ্র প্রস্রবণকে ফন্টেনেলি বলে।

  1. রিলেন কারেন কী ?

উত্তরঃ- চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণকাজের ফলে সৃষ্ট অতি ক্ষুদ্র ও ঘনসংঘবদ্ধ গর্ত বা খাজকে রিলেন কারেন বলে।

  1. উৎস্যন্দ জল কী ?

উত্তরঃ- অগ্ন্যুদগমের সময় ম্যাগমা সম্পৃক্ত, উত্তপ্ত ও খনিজ মিশ্রিত জলের নির্গমনকে উৎস্যন্দ জল বলে।

  1. ট্রিট কারেন কী ?

উত্তরঃ- চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণকাজের ফলে সৃষ্ট অতি ক্ষুদ্র সমতল (Flat) তলদেশযুক্ত গর্তগুলিকে ট্রিট কারেন বলে।

  1. বোগাজ কী ?

উত্তরঃ- চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃহদায়তন গ্রাইককে বোগাজ বলে।

  1. ‘টেরারোজা’ শব্দের অর্থ কী ?

উত্তরঃ- ‘টেরারোজা’ শব্দের অর্থ লাল মাটি।

  1. প্রস্রবণরেখা কাকে বলে ?

উত্তরঃ- ভূগর্ভস্থ জল যখন ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট রেখা বরাবর বাইরে বেরিয়ে আসে তখন সেই রেখাকে প্রস্রবণরেখা বলে।

  1. রাবণভাটা কী ?

উত্তরঃ- পোলজির উপরিভাগে টিলাসদৃশ গঠিত হাম্‌সগুলি ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার স্থানীয় ভাষায় রাবণভাটা নামে পরিচিত।

  1. কার্স্ট সমভূমি কাকে বলে ?

উত্তরঃ- কার্স্ট অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে প্রায় সমতল ভূমিভাগ সৃষ্টি হয়, তাকে কার্স্ট সমভূমি বলে।

  1. কৈশিক জল কী ?

উত্তরঃ- অনেক সময় সরস্ত্র মৃত্তিকায় পৃষ্ঠঢাল বাড়লে ভৌমজল কৈশিক নলের সাহায্যে উপরর দিকে স্বয়ংক্রিয়ভাবে উঠে আসে, এরূপ জলকে কৈশিক জল বলে।

  1. অবরোহণ প্রক্রিয়া কাকে বলে ?

উত্তরঃ- যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে অবরোহণ প্রক্রিয়া বলে।

  1. অ্যাকুইফিউজ কী ?

উত্তরঃ- ভূগর্ভে যেসকল শিলাস্তরে সচ্ছিদ্রতা না থাকায় জলধারণ ও সরবরাহ করতে পারে না সেই শিলাস্তরকে অ্যাকুইফিউজ বলে।

  1. পিজোমেট্রিক পৃষ্ঠ কী ?

উত্তরঃ- আবদ্ধ ভৌম জলাধারে জলরাশির সর্বোচ্চ সীমারেখাকে পিজোমেট্রিক পৃষ্ঠ বলে।

  1. মাকাটিয়ে কী ?

উত্তরঃ- চুনাপাথর অঞ্চলে সৃষ্ট দ্রবণখাতকে মাকাটিয়ে বলে।

  1. রিসার্জেনস কী ?

উত্তরঃ- ভূগর্ভে সুড়ঙ্গের ছাদের অবনমনের ফলে অন্তঃসলিলা নদীর ভূপৃষ্ঠের ওপর নিঃসরণকে রিসার্জেনস বলে।

  1. স্পিলিঅথেম কী ?

উত্তরঃ- চুনাপাথরের জলীয় দ্রবণের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপকে সামগ্রিকভাবে স্পিলিঅথেম বলে।

  1. গিজার কী ?

উত্তরঃ- উত্তর গিজার এক ধরনের প্রস্রবণ।

  1. ভ্যাডোস্ কী ?

উত্তরঃ- ভ্যাডোস্ স্তরে প্রবাহিত জলকে ভ্যাডোস্ বলে।

  1. কার্স্ট কী ?

উত্তরঃ- চুনাপাথর অঞ্চলে ভৌমজলের দ্রবণকার্যের ফলে গঠিত ভূমিরূপকে কার্স্ট বলে।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।