পশ্চিমবঙ্গের শাসনব্যব্যস্থা বিষয়ক প্রশ্নোত্তর | Governance of West Bengal Questions Answers

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Governance of West Bengal Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের শাসনব্যব্যস্থা বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Governance of West Bengal Questions Answers ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই পশ্চিমবঙ্গের শাসনব্যব্যস্থা বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Governance of West Bengal Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

পশ্চিমবঙ্গের শাসনব্যব্যস্থা বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Governance of West Bengal Questions Answers

  1. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর? কী কী?

উঃ তিনটি (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ)।

  1. গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়?

উঃ প্রধান।

  1. পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি?

উঃ গ্রাম পঞ্চায়েত।

  1. কোন গ্রাম পঞ্চায়েতের কত অংশ মহিলাদের জন্য সংরক্ষিত?

উঃ এক-তৃতীয়াংশ।

  1. গ্রাম পঞ্চায়েতে কে সভাপতিত্ব করেন?

উঃ পঞ্চায়েত প্রধান।

  1. পঞ্চায়েতের সভায় কতজনের উপস্থিতিতে ‘কোরাম’ হয়?

উঃ এক-তৃতীয়াংশের।

  1. কতদিন অন্তর গ্রাম পঞ্চায়েতের সভা হয়?

উঃ মাসে অন্তত একবার।

  1. গ্রাম পঞ্চায়েতের প্রথমসভা কে আহ্বান করেন?

উঃ বিডিও।

  1. গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয়?

উঃ সব ভোটারদের নিয়ে।

  1. গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে কে সহায়তা করেন?

উঃ কর্ম সচিব।

  1. গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কত?

উঃ ৫ বছর।

  1. পূর্বে পঞ্চায়েত সমিতির কি নাম ছিল?

উঃ আঞ্চলিক পরিষদ।

  1. পঞ্চায়েত সমিতির কর্তাকে কি বলা হয়?

উঃ সভাপতি

  1. পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক কে?

উঃ ব্লক উন্নয়ন আধিকারিক।

  1. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কী?

উঃ জেলা পরিষদ।

  1. জেলা পরিষদের প্রধান কে কি বলা হয়?

উঃ সভাধিপতি।

  1. জেলা পরিষদের প্রশাসনিক আধিকারিক কে?

উঃ জেলাশাসক।

  1. পঞ্চায়েতের একটি স্থায়ী সমিতির নাম লেখ।

উঃ শিক্ষা সংক্রান্ত সমিতি।

  1. জেলা পরিষদের একটি স্থায়ী সমিতির নাম লেখ।

উঃ পূর্ত ও পরিবহন সমিতি।

  1. গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি উৎসের নাম লেখ।

উঃ কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান।

  1. পঞ্চায়েতের কটি সভায় অনুপস্থিত থাকলে কোনো সদস্যের সদস্যপদ বাতিল হয়?

উঃ পরপর তিনটি।

  1. প্রাচীন ভারতের কোন গ্রন্থে স্বায়ত্তশাসনের ইতিহাস পাওয়া যায়?

উঃ কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে।

  1. আবুল ফজলের কোন গ্রন্থে স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে?

উঃ আইন-ই-আকবরি।

  1. কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়?

উঃ কমপক্ষে ৫ জন থেকে অনধিক ৩০ জন।

  1. প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে কতগুলি নির্বাচন কেন্দ্রে ভাগ করা হয়?

উঃ ৩-১৪ টি।

  1. গ্রাম পঞ্চায়েতের এক-একটি কেন্দ্র থেকে সর্বাধিক কতজন প্রতিনিধি নির্বাচিত হতে পারেন?

উঃ তিনজন।

  1. গান্ধীজীর গ্রাম-স্বরাজের আদর্শ অনুসারে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন কমিটি গঠিত হয়েছিল?

উঃ বলবন্তরাই মেহতা কমিটি।

  1. শহরের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে কী বলে?

উঃ পৌরসভা।

  1. পৌরসভার প্রধান কার্যনির্বাহী কে?

উঃ কাউন্সিলর।

  1. পৌরসভার কত আসন তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত রাখার কথা সংবিধানে বলা হয়ছে?

উঃ মোট জনসংখ্যার আনুপাতিক হার অনুযায়ী।

  1. পৌরসভার কত আসন মহিলাদের জন্য সংরক্ষিত?

উঃ এক-তৃতীয়াংশ।

  1. কলকাতা কর্পোরেশনের প্রধানকে কী বলা হয়?

উঃ মেয়র।

  1. মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত?

উঃ কমিশনার।

  1. পুর-কমিশনার কীভাবে নিযুক্ত হন?

উঃ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশে।

  1. পুর-কমিশনারের কার্যকাল কত বছর?

উঃ ৬ বছর।

  1. কলকাতা কর্পরেশনে ক-টি ওয়ার্ড আছে?

উঃ ১৪১ টি।

  1. মেয়রের ভূমিককে কার সঙ্গে তুলনা করা হয়?

উঃ মুখ্যমন্ত্রীর সঙ্গে।

  1. বর্তমানে পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা কত?

উঃ ১২১ টি।

  1. পশ্চিমবঙ্গের পৌর বিল কবে পাস হয়?

উঃ ১৯৯৩ সালে।

  1. পৌরসভার অধীনে ক-টি কমিটি গঠনের কথা বলা হয়েছে?

উঃ ৬ ধরণের।

  1. কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থার নাম কী?

উঃ সপরিষদ মেয়র।

  1. কলকাতা কর্পোরেশনে কত জন সদস্য নিয়ে ‘সপরিষদ মেয়র’ গঠিত হয়?

উঃ ১২ জন সদস্য।

  1. পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ক-টি?

উঃ ২৩ টি জেলা।

  1. পশ্চিমবঙ্গে ক-টি বিভাগ আছে?

উঃ ৩ টি।

  1. পশ্চিমবঙ্গে প্রতিটি বিভাগের দায়িত্বে কে আছেন?

উঃ এওজন বিভাগীয় কমিশনার।

  1. কোন কর্মসূচি অনুযায়ী প্রতিটি মহকুমায় ব্লক গঠন করা হয়?

উঃ সমষ্টি উন্নয়ন কর্মসূচি।

  1. পৌরসভাগুলির প্রধান সমস্যা কী?

উঃ আর্থিক সংকট।

  1. পৌরসভার সদস্যসংখ্যা কত হতে পারে?

উঃ ৯-৩০ জন।

  1. কতজন সদস্য নিয়ে ন্যায় পঞ্চায়ের গঠিত হয়?

উঃ ৫ জন।

  1. পৌরসভার একটি স্বেচ্ছামূলক কাজ কী?

উঃ শিক্ষার প্রসার।

  1. পঞ্চায়ের ব্যবস্থার মধ্যবর্তী স্তর কী?

উঃ পঞ্চায়েত সমিতি।

  1. বর্তমানে কোন আইন অনুসারে পশ্চিমবঙ্গের পৌরসভা পরিচালিত হয়?

উঃ ১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ পৌর আইন।

  1. কোন আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়ের ব্যবস্থা চালু হয়?

উঃ ১৯৭৩ সালের পঞ্চায়েত আইন।

  1. বছরে কোন মাসে গ্রাম সভার বার্ষিক অধিবেশন হয়?

উঃ ডিসেম্বর মাসে।

  1. অর্থ কমিশনের সভাপতি ও সদস্যরা কার কাছে পদত্যাগপত্র পেশ করে?

উঃ রাজ্যের মুখ্যসচিব।

  1. বিভাগীয় কমিশনারকে কে নিয়োগ করেন?

উঃ রাজ্যের মুখ্যসচিব।

  1. কাউন্সিলর পদপ্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয়?

উঃ ২১ বছর।

  1. পশ্চিমবঙ্গে মোট পৌর কর্পোরেশনের সংখ্যা কত?

উঃ ৬ টি।

  1. প্রেসিডেন্সি বিভাগে মোট ক-টি জেলা রয়েছে?

উঃ ৬ টি।

  1. বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর ও পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার লাভের নূন্যতম বয়ঃসীমা কত?

উঃ ১৮ বছর।

  1. পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার ভূমিসংক্রান্ত বিষয় ও রাজস্ব সংগ্রহের দায়িত্ব কার ওপর ন্যস্ত?

উঃ অতিরিক্ত জেলাশাসকের ওপর।

  1. সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়ের ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে?

উঃ চতুর্থ অংশে নির্দেশমূলক নেতির ৪০ নং ধারায়।

  1. কোন সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়?

উঃ ১৯৭৩ সালের।

  1. গ্রাম পঞ্চায়েতের বৈধ সভার জন্য কতজন সদস্যের উপস্থিতি দরকার?

উঃ অন্তত এক-তৃতীয়াংশ।

  1. গ্রামসংসদের সদস্য কারা?

উঃ সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব ভোটদাতা।

  1. কোন আইনে পশ্চিমবঙ্গে গ্রামসংসদ ও গ্রামসভা গঠন করার কথা বলা হয়েছে?

উঃ ১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইনে।

  1. গ্রাম পঞ্চায়েতের কর্মসচিবকে কে নিয়োগ করে?

উঃ রাজ্য সরকার কর্তৃক নির্দিষ্ট কর্তৃপক্ষ।

  1. ন্যায় পঞ্চায়েত কী?

উঃ বিচার ব্যবস্থার সর্বনিম্ন আদালত।

  1. ন্যায় পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?

উঃ নির্বাচিত একজন প্রধান বিচারক।

  1. পঞ্চায়েত সমিতির অধীনে ক-টি স্থায়ী সমিতি আছে?

উঃ মোট ১০ টি।

  1. জেলা পরিষদের সভাধিপতি কোন পদমর্যাদার সমতুল্য বলে বিবেচিত হন?

উঃ রাষ্ট্রপতির।

  1. ১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ পৌর আইন অনুযায়ী পৌরসভাগুলি কত প্রকারের?

উঃ ৫ প্রকারের (ক, খ, গ, ঘ, ঙ)

  1. পশ্চিমবঙ্গের বড়ো কর্পোরেশন কোনটি?

উঃ কলকাতা কর্পোরশন।

  1. পশ্চিমবঙ্গের বড়ো মহকুমা কোনটি?

উঃ ব্যারাকপুর।

  1. ক-টি জেলা নিয়ে একটি বিভাগ গড়ে ওঠে?

উঃ ৫/৬ টি।

  1. পশ্চিমবঙ্গের ছোটো ও বড়ো বিভাগের নাম কী?

উঃ জলপাইগুড়ি ও মেদিনীপুর

  1. কোনো পৌর অঞ্চলের ওয়ার্ড সংখ্যা কমপক্ষে কত হওয়া দরকার?

উঃ ৯ টি।

  1. একটি পৌরাঞ্চলের সর্বাধিক কতগুলি ওয়ার্ড থাকতে পারে?

উঃ ৩৫ টি।

  1. কতজন সদস্য নিয়ে পঞ্চায়েতের অর্থ কমিশন গঠিত হয়?

উঃ ৫ জন।

  1. পশ্চিমবঙ্গের একটি গ্রামীণ জেলা ও বিশেষ জেলার উদাহরণ দাও?

উঃ বাঁকুড়া ও পুরুলিয়া।

  1. জেলা প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি?

উঃ ব্লক প্রশাসন।

  1. ‘যে দেশে স্বায়ত্তশাসন ব্যবস্থা নেই, সে দেশে গণতন্ত্র সফল হতে পারে না’ – কে বলেছেন?

উঃ ল্যাস্কি।

  1. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচিত সদস্যদের কী বলে?

উঃ কাউন্সিলর।

  1. ব্লকের অরাজনৈতিক প্রশাসক কে?

উঃ সংশ্লিষ্ট ব্লকের বি ডি ও।

  1. জেলা নির্বাচন অধিকারিক হিসেবে কে কাজ করেন?

উঃ জেলাশাসক।

  1. কোন জেলায় কোনো মহকুমা নেই?

উঃ দার্জিলিং জেলায়।

  1. জেলাশাসক সাধারণত কোন সর্বভারতীয় কৃত্যকের সদস্য?

উঃ আই এ এস বা ভারতীয় প্রশাসনিক কৃত্যকের সদস্য।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।