শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি | Global Perspectives in Education
- একবিংশ শতাব্দীর শিক্ষার ওপর যে আন্তর্জাতিক কমিশন গঠিত হয়েছিল তার নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর:- জ্যাক ডেলর
- জ্যাক ডেলর একজন কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর:- ফ্রান্সের নাগরিক
- জ্যাক ডেলরের নেতৃত্বাধীন ‘লানিং দ্য‘ ট্রেজার উইদিন’ রিপোর্টটি কবে পেশ করা হয়েছিল?
উত্তর:- ১৯৯৬ খ্রি:
- 2000 সালে জাকারে কোন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- সকলের জন্য শিক্ষা।
- ডেলর কমিশন প্রস্তাবিত বিশ্বশিক্ষার স্তম্ভ সংখ্যা কয়টি ছিল?
উত্তর:- চার
- কর্মের জন্য শিক্ষা কী বোঝানো হয় থাকে?
উত্তর:- পারদর্শিতার শিক্ষা।
- ‘শিক্ষণের জন্য শিক্ষা’ যে স্তম্ভের অন্তর্ভুক্ত সেটি লেখো।
উত্তর:- জানার জন্য শিক্ষা
- কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝানো হয় থাকে?
উত্তর:- নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন, বিভিন্ন পরিস্থিতিতে উৎকর্ষের সঙ্গে কাজ করা, যৌথবদ্ধভাবে কাজ করা।
- পরিবেশ শিক্ষার ওপর যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেগুলির নাম লেখো।
উত্তর:- বেলগ্রেড সম্মেলন, টিবিলিস সম্মেলন।
- ইউনেস্কো কর্তৃক প্রকাশিত বিশ্বমানের পাঠ্যপুস্তক কোনটি তা উল্লেখ করো?
উত্তর:- টিচিং প্রাইমারি স্কুল ম্যাথামেটিক্স, গাইডলাইন্স ফর টেক্সট বুক রাইটিং, সোর্স বুক অব জিয়োগ্রাফি টিচিং।
- 1972 সালে এডগার ফাউরের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশন যে নামে পরিচিত হয়েছিল সেটি লেখো।
উত্তর:- লার্নিং টু বি
- EFA- এর সম্পূর্ণ রূপটি লেখো?
উত্তর:- EFA- এর সম্পূর্ণ রূপটি হলো- Education For All.
- কোন ভারতীয় শিক্ষাবিদের বক্তব্যে শিক্ষার চারটি স্তম্ভের উল্লেখ পাওয়া যায়?
উত্তর:- স্বামী বিবেকানন্দ
- কয়েকটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো?
উত্তর:- UNO, WHO, UNICEF
- শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ দেখাশোনা করে কোন সংস্থা?
উত্তর:- UNESCO
- Delore Commission -এর সভাপতি কে ছিলেন?
উত্তর:- Arid Delore Commission -এর সভাপতি ছিলেন ফ্রান্সের প্রাক্তন অর্থনীতি। রাজস্ব বিষয়ক মন্ত্রী Jacques Delore.
- ‘জানার জন্য শিক্ষা’— এর অর্থ উল্লেখ করো?
উত্তর:- ব্যাপক সাম্প্রতিক বিষয়মূলক জ্ঞানের সঙ্গে ছোটোখাটো বিষয়ের উপর নিবিড় জ্ঞানের সমন্বয়কেই বলা হয়ে থাকে জানার জন্য শিক্ষা।
- মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে কী বোঝো?
উত্তর:- শিক্ষার্থীর জন্মগত গুণাবলির বিকাশ, মূল্যবোধ, নীতিবোধ, এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ইত্যাদির শিক্ষাকেই মানুষ হওয়ার শিক্ষা বলা হয়ে থাকে।
- ডেলর কমিশন দ্বারা প্রস্তাবিত শিক্ষার স্তম্ভগুলি লেখো।
উত্তর:- ডেলর কমিশন দ্বারা প্রস্তাবিত শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি হলো— 1. জানার জন্য শিক্ষা 2. কর্মের জন্য শিক্ষা 3. একত্রে বসবাসের শিক্ষা এবং 4. মানুষ হওয়ার শিক্ষা ।
- একত্রে বাঁচার শিক্ষার একটি উদাহরণ দাও।
উত্তর:- শান্তিপূর্ণ সহাবস্থান বা অন্যদের প্রতি শ্রদ্ধার মনোভাব প্রদর্শন করাই হলো ‘একত্রে বাঁচার শিক্ষার প্রকৃষ্ট উদাহরণ।
- ডেলর কমিশন কত খ্রীস্টাব্দে UNESCO -কে তাদের রিপোর্ট জমা দিয়েছিল।
উত্তর:- ডেলর কমিশন 1996 খ্রীস্টাব্দে UNESCO- কে তাদের রিপোর্ট জমা দিয়েছিল।
- UNESCO -র সম্পূর্ণ নাম কী?
উত্তর:- UNESCO -র সম্পূর্ণ নাম হলো- United Nations Educational Scientific and Cultural Organization.
- বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির প্রধান নিয়ন্ত্রক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ (UNO) –র একটি শাখা ইউনাইটেড নেশন্স এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনকে বলা হয় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির প্রধান নিয়ন্ত্রক।
- Delore Commission- এর চারটি স্তম্ভ (Four Pillars) উল্লেখ করো?
উত্তর:- Delore Commission- এর চারটি স্তম্ভ হলো- 1. জ্ঞানার্জনের জন্য শিক্ষা, 2. অনিয়ন্ত্রিত শিক্ষা, 3. প্রথা বহির্ভূত শিক্ষা 4. কর্মের জন্য শিক্ষা।