Glacier Work Important Questions Answers | হিমবাহের কার্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Glacier Work Important Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হিমবাহের কার্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Glacier Work Important Questions Answers ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই হিমবাহের কার্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Glacier Work Important Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

হিমবাহের কার্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Glacier Work Important Questions Answers

  1. হিমবাহ কাকে বলে?

উত্তরঃ- বিশালাকৃতির বরফের স্তুপ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢালু বরাবর ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, তখন তাকে হিমবাহ বলে।

  1. হিমরেখা কি?

উত্তরঃ- ভূপৃষ্ঠে যে সীমারেখার নিচে বরফ গলে যায় বা যে সীমারেখার উপরে সারাবছর বরফ জমে থাকে, তাকে হিমরেখা বলে।

  1. হিমরেখার উচ্চতা বা অবস্থান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

উত্তরঃ- অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, ঋতু পরিবর্তন ইত্যাদি বিষয়ের উপর।

  1. কোন অঞ্চলে হিমরেখার উচ্চতা সবচেয়ে বেশি?

উত্তরঃ- নিরক্ষীয় অঞ্চলে (প্রায় 5500 মিটার)

  1. কোন অঞ্চলে হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় ?

উত্তরঃ- মেরু অঞ্চলে (0-600 মিটার)

  1. আজ থেকে কত বছর আগে শেষবার পৃথিবীতে হিমযুগ এসেছিল?

উত্তরঃ- আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে।

  1. নেভে কি?

উত্তরঃ- হিমরেখার ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে যখন তুষারপাত হয়, তখন সেই সদ্য পতিত তুষারকে হালকা পেঁজা তুলোর মতো দেখতে হয়। এই সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো তুষারকে নেভে বলে।

  1. ফার্ণ কী?

উত্তরঃ- হিমরেখার ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে  সৃষ্ট নেভের উপর পুনরায় তুষারপাতের ফলে নিচের তুষারের দৃঢ়তা ও ঘনত্ব বৃদ্ধি পায়। একে ফার্ণ বলা হয়।

  1. পুনর্জমাটন বা Regelation  কাকে বলে?

উত্তরঃ- প্রবল চাপের প্রভাবে নিচের হিমবাহ ও ভূমির সীমানা বরাবর গলনাঙ্ক নেমে গেলে  বরফ জলে পরিণত হয়। পরে চাপ হ্রাস পেলে ওই জল আবার বরফে পরিণত হয়। এই প্রক্রিয়াকে পুনর্জমাটন বা Regelation বলে।

  1. পৃথিবীর শতকরা কত ভাগ অঞ্চল হিমবাহে ঢাকা?

উত্তরঃ- শতকরা 10 ভাগ।

  1. পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি?

উত্তরঃ- গ্রীনল্যান্ডের জ্যাকোবসভান।

  1. হিমবাহকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?

উত্তরঃ- অবস্থানের উপর ভিত্তি করে হিমবাহকে তিন ভাগে ভাগ করা হয়।যথা-মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ, পাদদেশীয় হিমবাহ।

  1. মহাদেশীয় হিমবাহ কাকে বলে?

উত্তরঃ- উচ্চ অক্ষাংশে মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী বিশালাকৃতির গভীর বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে।

  1. পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি?

উত্তরঃ- আন্টার্টিকার ল্যাম্বার্ট।

  1. মহাদেশীয় হিমবাহ অঞ্চলের বরফমুক্ত পর্বত শিখরকে কি বলে?

উত্তরঃ- নুনাটাকস।

  1. কোন পর্বতে নুনাটাকস দেখা যায়?

উত্তরঃ- আন্টার্কটিকার মাউন্ট তাকাহি পর্বতে।

  1. উপত্যকা হিমবাহ কাকে বলে?

উত্তরঃ- যেসব হিমবাহ অভিকর্ষের টানে সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাদের উপত্যকা হিমবাহ বা পার্বত্য হিমবাহ বলে।

  1. পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি?

উত্তরঃ- আলাস্কার হুবার্ড।

  1. ভারতের কয়েকটি উপত্যকা হিমবাহের নাম লেখ।

উত্তরঃ- সিয়াচেন, বল্টারো, হিস্পার, জেমু, গঙ্গোত্রী ইত্যাদি।

  1. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি?

উত্তরঃ- কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ।

  1. পাদদেশীয় হিমবাহ কাকে বলে?

উত্তরঃ- যে সমস্ত হিমবাহ পর্বতের পাদদেশে অবস্থান করে, তাদের পাদদেশীয় হিমবাহ বলে।উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশের উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে বলে পাদদেশীয় হিমবাহ অবস্থান করে।

  1. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি?

উত্তরঃ- আলাস্কার ম্যালাসপিনা হিমবাহ।

  1. সমুদ্র জলে ভাসমান বিশালাকৃতির বরফের চাঁইকে কি বলে?

উত্তরঃ- হিমশৈল।

  1. হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যবর্তী ফাঁককে কি বলে?

উত্তরঃ- বার্গস্রুন্ড।

  1. হিমবাহের উপরেস্তরের আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলে?

উত্তরঃ- ক্রেভাস।

  1. হিমবাহ কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে?

উত্তরঃ- অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ায়।

  1. হিমবাহের ক্ষয়কার্যের ফলে পর্বতের গায়ে যে হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপ গঠিত হয় তাকে কি বলে?

উত্তরঃ- সার্ক বা করি।

  1. সার্ক বা করি জার্মানিতে কি নামে পরিচিত?

উত্তরঃ- কার।

  1. সার্ক বা করি নরওয়েতে কি নামে পরিচিত?

উত্তরঃ- বন।

  1. সার্ক বা করি ওয়েলস এ কী নামে পরিচিত?

উত্তরঃ- কাম।

  1. সার্ক বা করি ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে কি নামে পরিচিত?

উত্তরঃ- বটন ও কেদেল।

  1. সার্কের মধ্যভাগের অবনত খাতে হিমবাহ গলা জল সঞ্চিত হয়ে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলে?

উত্তরঃ- করি হ্রদ বা টার্ন।

  1. ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের চন্দ্রতাল কি ধরনের হ্রদ?

উত্তরঃ- করি হ্রদ।

  1. আন্টার্টিকার ওয়ালকর্ট কিসের নাম?

উত্তরঃ- সার্ক বা করি।

  1. এরিটি কী?

উত্তরঃ- দুটি করির মধ্যবর্তী করাতের দাঁতের ন্যায় আকৃতি বিশিষ্ট, করি বিভাজনকারী ক্ষুরধার শৈলশিরাকে এরিটি বা হিমশিরা বলে।

  1. অনেকগুলি করির মধ্যবর্তী উঁচু শৃঙ্গটিকে কি বলে?

উত্তরঃ- পিরামিড চূড়া বা হর্ন।

  1. সুইজারল্যান্ডের আল্পস পর্বতের ম্যাটারহর্ন কিসের উদাহরণ?

উত্তরঃ- পিরামিড চূড়া।

  1. বদ্রীনাথেরর নিকট নীলকন্ঠ  কী ধরনের ভূমিরূপ?

উত্তরঃ- পিরামিড চূড়া।

  1. নেপালের মাকালু কী ধরনের ভূমিরূপ?

উত্তরঃ- পিরামিড চূড়া।

  1. হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণীর  আকৃতি কেমন?

উত্তরঃ- ইংরেজি U অক্ষরের মতো।

  1. হিমসিড়িঁ বা হিমসোপানের অবনত অংশে হিমবাহ গলা জল সঞ্চিত হয়ে যে হ্রদ সৃষ্টি হয়, তাকে কি বলে?

উত্তরঃ- প্যাটার্নওস্টার হ্রদ।

  1. ঝুলন্ত উপত্যকা কোন বহির্জাত শক্তির ক্ষয় কার্যের ফলে গঠিত হয়?

উত্তরঃ- হিমবাহের ক্ষয়কার্যের ফলে।

  1. ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম লেখ।

উত্তরঃ- বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা।

  1. লাদাকের পার্কচাক জলপ্রপাত কী ধরনের জলপ্রপাত?

উত্তরঃ- ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট জলপ্রপাত।

  1. রসে মতানে কি?

উত্তরঃ- হিমবাহের অবঘর্ষ ও উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে একদিক মসৃণ এবং অপরদিক অমসৃণ ও এবড়ো খেবড়ো শিলাখন্ডকে রসে মতানে বলে।

  1. ভারতের কোথায় রসে মতানে দেখা যায়?

উত্তরঃ- জম্মু ও কাশ্মীরের ঝিলাম নদীর উপনদী লিডারের উপত্যকায়।

  1. ক্র্যাগ ও টেল কোন বহির্জাত শক্তির ক্ষয় কার্যের ফলে গঠিত হয়?

উত্তরঃ- হিমবাহের ক্ষয়কার্যের ফলে।

  1. স্কটল্যান্ডের “ক্যাসেল রক” ও “স্যালিসবারি” কী?

উত্তরঃ- ক্র্যাশ ও টেলের নাম।

  1. সমুদ্র জলে নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে কি বলে?

উত্তরঃ- ফিয়র্ড ।

  1. কোন দেশকে “ফিয়র্ডের দেশ” বা The land of Fijords” বলা হয়?

উত্তরঃ- নরওয়ে।

  1. নরওয়ের বৃহত্তম ফিয়র্ডের নাম কি?

উত্তরঃ- সোজনে ফিয়র্ড।

  1. পৃথিবীর বৃহত্তম ফিয়র্ডের নাম কি?

উত্তরঃ- গ্রীনল্যান্ডের স্কোরশবি  সাউন্ড।

  1. স্বল্প গভীর ও ক্ষুদ্রাকৃতির ফিয়র্ডকে কি বলে?

উত্তরঃ- ফিয়ার্ড।

  1. গ্রাবরেখা কাকে বলে?

উত্তরঃ- উচ্চ পার্বত্য অঞ্চলে বিভিন্ন আকৃতির বিচ্ছিন্ন  ও ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড, নুড়ি, কাঁকর ইত্যাদি স্তূপাকারে সঞ্চিত হতে হতে নিচের দিকে এগিয়ে চলে। হিমবাহ বাহিত স্তূপাকারে সঞ্চিত এই পদার্থকে গ্রাবরেখা বলে।

  1. পার্শ্ব গ্রাবরেখা রেখা কাকে বলে?

উত্তরঃ- হিমবাহের দু’পাশে যে গ্রাবরেখা সঞ্চিত হয়, তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে।

  1. প্রান্ত গ্রাবরেখা কাকে বলে?

উত্তরঃ- হিমবাহ যে স্থানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেই স্থানে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে প্রান্ত গ্রাবরেখা বলে।

  1. মধ্য গ্রাবরেখা কাকে বলে?

উত্তরঃ- দুটি হিমবাহের পাশাপাশি মিলনের ফলে তাদের মধ্যবর্তী অঞ্চলে যে গ্রাবরেখা সৃষ্টি হয়, তাকে মধ্য গ্রাবরেখা বলে।

  1. ভূমি গ্রাবরেখা কাকে বলে?

উত্তরঃ- হিমবাহের তলদেশে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে ভূমি গ্রাবরেখা বলে।

  1. অবিন্যস্ত গ্রাবরেখা কাকে বলে?

উত্তরঃ- হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত ভাবে যে গ্রাবরেখা সৃষ্টি হয়, তাকে অবিন্যস্ত গ্রাবরেখা বলে।

  1. হিমাবদ্ধ গ্রাবরেখা কাকে বলে?

উত্তরঃ- অনেক সময় বিভিন্ন আকৃতির প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর প্রভৃতি হিমবাহের ফাটলের মধ্যে প্রবেশ করে আবদ্ধ হয়ে পড়ে। একে হিমাবদ্ধ গ্রাবরেখা বলে।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।