History gkbengali || ভারতের ইতিহাস প্রশ্নোত্তর ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ইতিহাস প্রশ্নোত্তর || History gkbengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের ইতিহাস প্রশ্নোত্তর || History gkbengali, ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভারতের ইতিহাস প্রশ্নোত্তর || History gkbengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ভারতের ইতিহাস প্রশ্নোত্তর || History gkbengali

  1. “বঙ্গদর্শন” পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

  1. “সত্তর বছর” কোন বিশিষ্ট ব্যক্তির আত্মজীবনী?

উত্তর: বিপিন চন্দ্র পাল।

  1. “কলকাতা মেডিক্যাল কলেজ” কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1835 খ্রীঃ।

  1. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উত্তর: উইলিয়াম কোলভিল।

  1. ‘তিন আইন’ কবে পাশ হয়?

উত্তর: 1872 খ্রীঃ।

  1. ‘নববিধান ব্রাহ্মসমাজ’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: কেশবচন্দ্র সেন।

  1. চিল নায়েক কোন বিদ্রোহের নেতা কে ছিলেন ?



উত্তর: ভিল বিদ্রোহের।

  1. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়?

উত্তর: আনন্দমঠ উপন্যাসে।

  1. “মহারাণীর ঘোষণাপত্র” কবে পেশ করা হয়?

উত্তর: 1858:খ্রীঃ 1লা নভেম্বর (এলাহবাদে, লর্ড ক্যানিং)

  1. ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ দল কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: হেমচন্দ্র ঘোষ।

  1. কোন ভাইসরয়কে “উজ্জ্বল বিফলতা” বলা হয়?

উত্তর: লর্ড লিটন।

  1. ইলবার্ট বিল আন্দোলন কবে হয়েছিল?

উত্তর: 1883 খ্রীঃ

  1. কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কে ‘তিনদিনের তামাশা’ বলে অভিহিত করেছেন?

উত্তর: অশ্বিনী কুমার দত্ত।

  1. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী?

উত্তর: মূলাশঙ্কর।

  1. ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর ‘ কাকে বলা হয়?

উত্তর: বিরসালিঙ্গম পান্ডালু।

  1. ড: বি.আর.আম্বেদকর কোন হিন্দু ধর্মগ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে ফেলেন?

উত্তর: মনুস্মৃতি।

  1. AITUC কবে গঠিত হয়?

উত্তর: 1920 খ্রীঃ।

  1. ক্রীপস মিশনের ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল?

উত্তর: ভারত ছাড়ো আন্দোলন।

  1. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ এর প্রস্তাব গৃহীত হয়?

উত্তর: 1929 খ্রীঃ লাহোর অধিবেশনে।

  1. ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: শচীন্দ্র প্রসাদ বসু (1905 খ্রীঃ)।

  1. ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: অ্যালান অক্টোভিয়ান হিউম (1885 খ্রীঃ)।

  1. কোন বড়োলাটের রাজত্বকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?

উত্তর: লর্ড ডাফরিন।

  1. কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

উত্তর: 1911 খ্রীঃ।

  1. “Young India” গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: লালা লাজপৎ রায়।

  1. ‘ডন সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

  1. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?

উত্তর: 1906 খ্রীঃ।

  1. ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: শ্যামজী কৃষ্ণবর্মা।

  1. ঢাকার অনুশীলন সমিতি কে  প্রতিষ্ঠা করেন?

উত্তর: পুলিন বিহারি দাশ।

  1. “A Nation in Making”  গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

  1. ‘মারাঠা’ ও ‘কেশরী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: বাল গঙ্গাধর তিলক।

  1. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়?

উত্তর: চৌরিচৌরা ঘটনা।

  1. “নারী সত্যাগ্রহ সমিতি” কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: বাসন্তী দেবী।

  1. “গুলামগিরি” গ্রন্থটি কার লেখা?

উত্তর: জ্যোতিবা ফুলে।

  1. “ভারতী” পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: সরলাদেবী চৌধুরানী।

  1. বিরসা মুন্ডার সেনাপতির নাম কী?

উত্তর: গয়া মুন্ডা।

  1. ‘দীপালি সংঘ’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: লীলা নাগ রায় 1923 খ্রীঃ।

  1. ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়?

উত্তর: বাসুদেও বলবন্ত ফাদকে।

  1. ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?

উত্তর: ভিকাজী রুস্তমজী মাদাম কামা।

  1. রসিদ আলি দিবস কবে পালন করা হয়?

উত্তর: 1946 খ্রী: 12ই ফেব্রুয়ারি।

  1. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন?

উত্তর: ভি.পি.মেনন।

  1. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর: লর্ড ক্যানিং।

  1. রংপুর বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উত্তর: নুরুলউদ্দিন।

  1. বঙ্গীয় প্রজাস্বত্ত্ব আইন কবে পাশ হয়?

উত্তর: 1885 খ্রীঃ।

  1. বাংলার কৃষক প্রজা পার্টি কে গঠন করেন?

উঃআবুল কাশেম ফজলুল হক।

  1. সিপাহী বিদ্রোহের সময় মোঘল সম্রাট কে ছিলেন?



উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

🔲 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

১. কোন মহাজনপদে বুদ্ধ দেহত্যাগ করেছিলেন ?

উত্তর : মল

২. আলেকজান্ডার কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?

উত্তর : ব্যবিলন

৩. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : মহাপদ্ম নন্দ

৪. প্রাচীন কালের কলিঙ্গ রাজ্যের সবথেকে বড় শাসক কে ছিলেন ?

উত্তর : কারাবেলা

৫. শিশু নাগবংশ কোন মহাজনপদ ধ্বংসের পর শুরু হয়েছিল ?

উত্তর : অবন্তী

৬. কোন সাম্রাজ্য প্রাচীন ভারতের অন্তর্ভুক্ত ছিল না ?

উত্তর : হাম্পি ।

৭. বিম্বিসারের কোন রাজ্যের সাথে শত্রুতা ছিল ?

উত্তর : অঙ্গ

৮. কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

৯. অর্থশাস্ত্রে কোন বিষয়ের উল্লেখ আছে ?

উত্তর : রাষ্ট্রনীতি

১০. চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর – পশ্চিম ভারতে কতদূর বিস্তার লাভ করেছিল ?

উত্তর : হিন্দকুশ

১১. অশোকের সাম্রাজ্য কোন শতাব্দীতে বিস্তার লাভ করেছিল ?

উত্তর : খ্রীঃ পূঃ তৃতীয় শতকে

১২. প্রাচীন কোন মহাজনপদ যমুনা নদীর তীরে বিস্তার লাভ করেছিল ?

উত্তর : বাৎস ।

১৩. শত্রু নিধনকারী বা অমিত্রগাথা হিসেবে কোন শাসক পরিচিত ছিলেন ?

উত্তর : বিন্দুসার

১৪. কৌটিল্য কোন ভারতীয় শাসকের প্রধানমন্ত্রী ছিলেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য ১৫.খ্ৰীঃ পূঃ ৩২২ শতকে কে মগধের সিংহাসন দখল করেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

১৬. ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান কারা করেছিল ?

উত্তর : প্রথম দরিয়াস

১৭. প্রাচীন ভারতে মগধের রাজধানী কোথায় ছিল ?

উত্তর : রাজগীর

১৮. কোন শাসক তার রাজধানী রাজগীর থেকে পাটালিপুত্রে স্থানান্তরিত করেন ?

উত্তর : উদ্যয়িন

১৯. খ্ৰীঃ পূঃ ষষ্ঠ শতকে মগধের প্রথম শাসক কে ছিলেন ?

উত্তর : বিম্বিসার

২০. কোন শাসক তার রাজধানী পাটালিপুত্র থেকে বৈশালীতে স্থানান্তরিত করেন ?

উত্তর : শিশুনাগ

২১. পুরু কোন যুদ্ধে আলেকজান্ডারের কাছে হেরে যান ?

উত্তর : হাইডাসপাস

২২. প্রাচীন ভারতবর্ষের বৃহত্তম নগর কি ছিল ?

উত্তর : পাটলিপুত্র

২৩. সমস্ত ক্ষত্রিয় কুলে কাকে দ্বিতীয় পরশুরাম বলে অভিহিত করা হত ?

উত্তর : মহাপদ্ম

২৪. আলেকজান্ডারের ভারত অভিযানকালে নন্দ বংশের রাজা কে ছিলেন ?

উত্তর : ধননন্দ

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।