জিকে ভূগোল প্রশ্নোত্তর | GK Special Geography | Part-6

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি GK Special Geography. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জিকে ভূগোল প্রশ্নোত্তর | GK Special Geography ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই জিকে ভূগোল প্রশ্নোত্তর | GK Special Geography || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

জিকে ভূগোল প্রশ্নোত্তর | GK Special Geography

  1. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?

উঃ) আয়নো স্তর থেকে।

  1. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাওI

উঃ) ধানের খড়।

  1. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?

উঃ) 1:2,50,000

  1. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখI

উঃ) পেরাম্বুরI

  1. যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?

উঃ) হিমরেখাI

  1. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখI

উঃ) হিমাচল প্রদেশI

  1. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?

উঃ) লোয়েসI

  1. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?

উঃ) নাইট্রোজেনI

  1. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?

উঃ) সিয়াচেনI

  1. ‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?

উঃ) হিমবাহের সঞ্চয় কার্যের ফলেI

  1. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?

উঃ) স্তূপ পর্বতI

  1. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?

উঃ) মরু মাটিতেI

  1. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?

উঃ) গমI

  1. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?

উঃ) উত্তর ভারতে I

  1. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?

উঃ) পশ্চিমবঙ্গে I

  1. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?

উঃ) পর্যায়ন I

ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয় ?

উঃ) ঘন লাল (Dark Red) I

  1. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?

উঃ) পলিমৃত্তিকা I

  1. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উঃ) আনাইমুদি I

  1. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?

উঃ) মন্থকূপ I

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।