GK Solves Question and Answer | জিকে গুরুত্বপূর্ণ সিরিজ | পর্ব-28


GK Solves Question and Answer | জিকে গুরুত্বপূর্ণ সিরিজ | পর্ব-28




  1. তাপ প্রয়োগে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় ?

উত্তর: ভিটামিন সি।

  1. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেছেন ?

উত্তর: ডঃ আবদুল্লাহ আল মুতী।

  1. ক্লোনিং এর মাধ্যমে জম্ম নেওয়া সর্বপ্রথম ভেড়ার নামটি লেখো ?

উত্তর: ডলি।

  1. ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়ে থাকে ?

উত্তর: গলা।

  1. যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশকে দূষিত করে ?

উত্তর: বাতাসে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি।

  1. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কত গুলি ?

উত্তর: 9 টি।

  1. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোন স্থানে অবস্থিত?

উত্তর: সাভারে।

  1. কোথা থেকে থেকে CFC নির্গত হয় না ?

উত্তর: কাগজের মিল।

  1. কোথায় দিন রাত্রি সমান হয়ে থাকে ?

উত্তর: নিরক্ষরেখায়।

  1. কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন ?

উত্তর: ইউরি গ্যাগারিন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।