গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | GK Solve General Knowledge in Bengali
1. হরিষেণ কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তর:- সমুদ্র গুপ্ত
2. কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে?
উত্তর:- বল্লাল সেন
3. গান্ধার মহাজনপদের রাজধানীর নাম কী ছিল?
উত্তর:- তক্ষশীলা
4. উডের নির্দেশনামা কত খ্রীস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর:- ১৮৫৪ খ্রিস্টাব্দে
5. তৃতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত?
উত্তর:- ১৯৩২ সালে
6. পাল যুগের শ্রেষ্ঠ কবির নাম কী?
উত্তর:- সন্ধ্যাকর নন্দী
7. দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেছিলেন?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস
8. প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কত খ্রীস্টাব্দে হয়েছিল?
উত্তর:- ১৭৭৫ – ১৭৮২ খ্রীস্টাব্দে
9. পঞ্চাশের মন্বন্তর কত সালে হয়েছিল?
উত্তর:- ১৯৪৩ সালে
10. বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
উত্তর:- বরাহমিহির
11. প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
উত্তর:- হর্ষবর্ধন
12. হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- মহাত্মা গান্ধী
13. দ্বিতীয় পুলকেশীর সভাকবি নাম কী ছিল?
উত্তর:- রবিকীর্তি
14. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস
15. কাদম্বরী উপন্যাসের রচয়িতা কে ছিলেন?
উত্তর:- বাণভট্ট
16. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রণয়ন করেছিলেন?
উত্তর:- লর্ড লিটন
17. চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে?
উত্তর:- রাজা জগন্নাথ সিংহ
18. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তর:- কর্ণসুবর্ণ
19. পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রীস্টাব্দে হয়েছিল?
উত্তর:- ১৭৬১ খ্রীস্টাব্দে
20. বিক্রমশিলা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- ধর্মপাল।