GK Solve General Knowledge | জিকে সিরিজ প্রশ্নোত্তর | পর্ব-১৪
- কোন জাতি সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলেন?
উঃ দ্রাবিড়বা
- মোহেনজোদারো ও হরপ্পা কোন সভ্যতার মধ্যে অবস্থিত ছিল?
উঃ সিন্ধু সভ্যতায়।
- সিন্ধু সভ্যতা কখন পতন ঘটেছিল কবে?
উঃ ১৭৫০ খ্রিষ্টপূর্বাব্দে।
- প্রত্নতত্ত্ববিদদের মতে সিন্ধু সভ্যতা পতনের কারণ কি ছিল?
উঃ প্রলয়ঙ্করী বন্যা।
- সিন্ধুনদের তীরে প্রথম মাটি খুঁড়ে কোন শহরটির খোঁজ পাওয়া গিয়েছিল ?
উঃ হরপ্পা নগরী।
- ভারতীয় সভ্যতাটি সিন্ধু সভ্যতা নামে পরিচিত ছিল কেন?
উঃ সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে বলে।
- সিন্ধু নদের তীরে কত এলাকা জুড়ে মহেঞ্জোদারো নগরী গড়ে ওঠে?
উঃ এক মাইল।
- আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন কে ছিলেন ?
উঃ প্লেটোর শিষ্য বিখ্যাত দার্শনিক এরিষ্টটল।
- পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় টির নাম লেখো ?
উঃ লাইসিয়াম বিশ্ববিদ্যালয়।
- লাইসিয়াম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন ?
উঃ গ্রীক দার্শনিক এরিষ্টটল।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।