GK Questions with Answers in Bengali | জিকে প্রশ্ন ও উওর | পর্ব-১৮


GK Questions with Answers in Bengali | জিকে প্রশ্ন ও উওর | পর্ব-১৮


  1. ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোন স্থানে অবস্থিত ?

উত্তর:- উত্তরপ্রদেশের বারাণসী।

  1. ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোন স্থানে অবস্থিত ?

উত্তর:- তামিলনাড়ুর পেরাম্বুর।

  1. পশ্চিমবঙ্গের ‘জেসপ এ্যান্ড কোং’ নাম সরকারী সংস্থায় কী তৈরী হয়ে থাকে?

উত্তর:- মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি।

  1. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানাটি নাম লেখো ?

উত্তর:- বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ড।

  1. ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়েছিল ?

উত্তর:- ঘুসুড়ি।

  1. কোন শহরকে ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয়ে থাকে ?

উত্তর:- আহমেদাবাদ।

  1. ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যের মধ্যে ?

উত্তর:- গুজরাট।

  1. ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপন করা হয়েছিল ?

উত্তর:- পশ্চিমবঙ্গের রিষড়ায়।

  1. প্রথম শ্রেণীর শহরে জনসংখ্যা কত হয়ে থাকে ?

উত্তর:- ১ লক্ষের বেশী।

  1. মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা প্রায় কত হতে হবে ?

উত্তর:- ১০ লক্ষের বেশী।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।