Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি GK Questions for All Competitive Examinations. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | GK Questions for All Competitive Examinations।
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | GK Questions for All Competitive Examinations
1. ভারতের শেষ মোগল সম্রাটের নাম কী ছিল?
উত্তর:- দ্বিতীয় বাহাদুর শাহ্।
2. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর:- লর্ড ক্যানিং।
3. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর:- লর্ড ক্যানিং।
4. দামিন-ই-কোহ কথার অর্থ লেখো?
উত্তর:- পাহাড়ের প্রান্তদেশ।
5. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের প্রসঙ্গ কোন্ বাংলা উপন্যাসে উল্লিখিত রয়েছে?
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here
উত্তর:- আনন্দমঠ উপন্যাসে।
6. ‘ফরাজি’ শব্দের অর্থ উল্লেখ করো?
উত্তর:- ইসলাম-নির্দিষ্ট কর্তব্য বাধ্যতামূলক ভাবে পালন।
7. ‘ওয়াহাবি’ কথার অর্থ উল্লেখ করো?
উত্তর:- নবজাগরণ।
8. তিতুমিরের আসল নাম উল্লেখ করো?
উত্তর:- মির নিশার আলি।
9. ভাইসরয় কথাটির অর্থ উল্লেখ করো?
উত্তর:- রাজপ্রতিনিধি।
10. কবে মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্রটি প্রকাশ হয়েছিল?
উত্তর:- 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর।
11. কোন্ সালে সন্দীপের বিদ্রোহ সংগঠিত হয়েছিল?
উত্তর:- 1769 খ্রিস্টাব্দে।
12. পাগলাপন্থীদের নেতা কে ছিল?
উত্তর:- ফকির করম শাহ্।
13. ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তর:- সন্ন্যাসী বিদ্রোহের নেতা
14. পলিগার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর:- 1783 খ্রিস্টাব্দে।
15. পাইক বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?
উত্তর:- 1817 খ্রিস্টাব্দে।
16. চুয়াড় বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো।
উত্তর:- জগন্নাথ সিংহ।
17. চুয়াড় বিদ্রোহ প্রথম কোথায় সংঘটিত হয়ছিল?
উত্তর:- ঘাটশিলা বা ধলভূমে।
18. বারাসত বিদ্রোহের প্রধান নেতার নাম লেখো।
উত্তর:- তিতুমির।
19. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম কোন উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়ছিল?
উত্তর:- চুয়াড় বিদ্রোহ।
20. বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন?
উত্তর:- তিতুমির।
21. মহাবিদ্রোহের সময় দিল্লির বাদশাহ কে ছিলেন?
উত্তর:- দ্বিতীয় বাহাদুর শাহ্।
22. বালাকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়ছিল?
উত্তর:- 1831 খ্রিস্টাব্দে।
23. কানপুরে বিদ্রোহী সিপাহিদের নেতৃত্ব প্রদান করেছিল কে?
উত্তর:- নানাসাহেব।
24. ইন্ডিয়া টু-ডে গ্রন্থটির লেখক কে ছিলেন?
উত্তর:- রজনী পামদত্ত।
25. 1857-র মহাবিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তর:- নানাসাহেব।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।