Daily MCQ Gk questions and answers best Preparation

GK questions and answers : edu.bengaliportal.com Here, is the best place for you to download Daily MCQ GK questions and answers in bengali.Here, you can get the Current Affairs In Bengali and English. edu.bengaliportal.com give you All competitive exam Special Current Affairs In Bengali study material like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exams. Current Affairs, Gk questions and answers is very important for all examination. You can also download Daily MCQ gk questions and answers, GI, Math, questions paper, Current Affairs etc . Visit this sight edu.bengaliportal.com to download free Daily MCQ gk questions and answers.

Daily MCQ GK questions and answers:

part:- 9

1. একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পাড়ে:

(a) তালপা
(b) একিডনা
(c) টেরােপাস
(d) লেমুর

উওরঃ- (b) একিডনা

2. বার বডি উপস্থিত থাকে না কোন সােমাটিক কোষে:

(a) ক্লিন ফেলটার সিনড্রোম এককভাবে
(b) ট্রিপল X সিনড্রোম এককভাবে
(c) টার্নার সিনড্রোম এককভাবে
(d) উপমানব স্তন্যপায়ী প্রাণীর স্ত্রীদেহে

উওরঃ- (c) টার্নার সিনড্রোম এককভাবে

3. পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত:

(a) রাঁচি
(b) খড়গপুর
(c) দিসপুর
(d) কলকাতা

উওরঃ- (d) কলকাতা

4. চিলকা লেক হল একটি:

(a) লবণাক্ত জলের হ্রদ
(b) স্বাদু জলের হ্রদ
(c) বর্ষাকালে এর জল স্বাদু হয়
(d) গ্রীষ্মকালে এর জল লবণাক্ত হয়

উওরঃ- (a) লবণাক্ত জলের হ্রদ

5. ভারতের কোন রাজ্যে ম্যাংগানিজ আকরিকের সর্বোচ্চ উৎপাদন এবং সবচেয়ে বড় ভাণ্ডার রয়েছে?

(a) বিহার
(b) ওড়িশা
(c) কর্নাটক
(d) রাজস্থান

উওরঃ- (b) ওড়িশা

6. ডােগরারা বসবাস করে প্রধানত:

(a) পাঞ্জাব সমভূমির দক্ষিণ পীরাপাঞ্জাল অঞ্চলে
(b) কাশ্মীর উপত্যকায়
(c) উত্তর কাশ্মীর সমভূমিতে
(d) পুনচতে

উওরঃ- (a) পাঞ্জাব সমভূমির দক্ষিণ পীরাপাঞ্জাল অঞ্চলে

7. ভারত কাস্ট ভূমিরূপটি গঠিত হয়েছে:

(a) জলপাইগুড়ি জেলা, বক্সারের পার্বত্য ভূমি এবং জয়ন্তি
(b) বিহারের পুমেয়া জেলা
(c) রাজস্থানের জয়সলমির অঞ্চলে
(d) কর্নাটকের মাইশাের পর্বতে

উওরঃ- (c) রাজস্থানের জয়সলমির অঞ্চলে

8. বিশাখাপত্তনমে ‘ডলফিন পােজ’ -এর গুরুত্ব হল:

(a) শুধুমাত্র পর্যটন স্পট
(b) প্রত্নতাত্ত্বিক স্থান
(c) বন্দরের জন্য প্রাকৃতিক সুরক্ষা এবং জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন
(d) বন্দরে কার্গো পরিবহণের জন্য ব্যবহৃত রােপওয়ে

উওরঃ- (a) শুধুমাত্র পর্যটন স্পট

9. নিউ দিল্লির জন্য ‘রিং রােড’ -এর গুরুত্ব হল:

(a) এটি শহরের প্রধান ক্রসিং এড়াতে ব্যবহৃত হয়
(b) ভারী যানবাহন শহরের কেন্দ্র এড়াতে পারে
(c) উভয়ই
(d) ওপরের কোনওটিই নয়

উওরঃ- (c) উভয়ই

10. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত:

(a) কারাকোরাম
(b) কাশ্মীর
(c) গডউইন অস্টিন
(d) কেনিথ

উওরঃ- (c) গডউইন অস্টিন

আরও পড়ুনঃ-

<> ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

‌<> দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here 

<> মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here

<> দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Leave a comment