Gk in Bengali GK Questions Answers

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Gk in Bengali GK Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Gk in Bengali GK Questions Answers ||. এই Gk in Bengali GK Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Gk in Bengali GK Questions Answers

১. টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

উঃ দার্জিলিং

২. ‘ধরিত্রী দিবস’ কবে পালন করা হয় ?

উঃ ২২ শে এপ্রিল

৩. Ellora caves কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মহারাষ্ট্র

৪. Roger Federer কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ টেনিস

৫. কোন গ্যাসকে মার্স গ্যাস বলে ?



উঃ মিথেন

৬. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি ?

উঃ সংবাদ প্রভাকর

৭. কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

উঃ আসাম

৮. তিতুমীরের প্রকৃত নাম কী ?

উঃ সৈয়দ মীর নিসার আলী

৯. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?

উঃ বৈকাল হ্রদ

১০. ONGS এর ফুল ফর্ম কী ?

উঃ Oil and Natural Gas Corporation

১১. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?

উঃ লর্ড ডালহৌসি

১২. কত সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৯৪৪ সালে

১৩. এবছর (২০২১) বিশ্ব জল দিবস এর থিম কী ছিল ?

উঃ Valuing Water

১৪. চিত্রকূট জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ ছত্রিশগড়

১৫. ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?

উঃ জীবনানন্দ দাশ

১৬. World Radio Day কবে পালন করা হয় ?

উঃ ১৩ই ফেব্রুয়ারি

১৭. গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উঃ ১৯১৩ সালে

১৮. সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উঃ জন ক্লার্ক মার্শম্যান

১৯. সাধারণ লবণ হিসেবেও পরিচিত –

উঃ সোডিয়াম ক্লোরাইড

২০. সোডা ক্রিষ্টাল নামে পরিচিত –

উঃ সোডিয়াম কার্বনেট

২১. কত খ্রিস্টাব্দে “অমৃতবাজার পত্রিকা” প্রকাশিত হয় ?

উঃ ১৮৬৮ খ্রিস্টাব্দে

২২. লোহার রাসায়নিক চিহ্ন হল –

উঃ Fe

২৩. BCCI এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উঃ মুম্বাই

২৪. কোন নদীর অপর নাম শাল নদী ?

উঃ কোপাই নদী

২৫. “রামচরিতমানস”– এর রচয়িতা হলেন –

উঃ তুলসীদাস

২৬. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

উঃ জিন্দাগাদা

২৭. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৮০০ সালে

২৮. Forest Research Institute কোথায় অবস্থিত ?

উঃ দেরাদুন

২৯. তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয় ?

উঃ ২০০৫ সালে

৩০. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?

উঃ রাজস্থান

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।