জিকে জেনারেল নলেজ প্রশ্নোত্তর | GK General Knowledge Questions and Answers | Part-10

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি GK General Knowledge Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জিকে জেনারেল নলেজ প্রশ্নোত্তর | GK General Knowledge Questions and Answers

জিকে জেনারেল নলেজ প্রশ্নোত্তর | GK General Knowledge Questions and Answers

1. আমাদের সৌরজগতের প্রথম তিনটি গ্রহের নাম বল?

উত্তর:-  আমাদের সৌরজগতের প্রথম ৩টি গ্রহ হল বুধ, শুক্র এবং পৃথিবী।

2. ৩টি মূল শাকসবজির নাম বল?

উত্তর:-  বীট, গাজর এবং মুলা হল মূল শাকসবজি।

3. মরুভূমিতে কোন উদ্ভিদ জন্মে?

উত্তর:-  ক্যাকটাস

4. একটি চিত্রের চারপাশের মোট দূরত্বকে এর বলা হয়?

উত্তর:- পরিধি

5. কোন রঙ শান্তির প্রতীক?

উত্তর:- সাদা রঙ শান্তির প্রতীক।

6. আগ্রা নদীর তীরে অবস্থিত?

উত্তর:- যমুনা

7. ডিমের আকৃতি কি?

উত্তর:- ওভাল

8. রোমিও ও জুলিয়েট কে লিখেছেন?

উত্তর:- উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন রোমিও অ্যান্ড জুলিয়েট।

9  কোন সরীসৃপের নাম বলুন?

উত্তর:- টিকটিকি একটি সরীসৃপ।

10. গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত?

উত্তর:- মুম্বাই

11. দার্জিলিং অঞ্চলে কোন ফসলটি বিখ্যাত?

উত্তর:- দার্জিলিং অঞ্চলটি চা পাতা জন্মানোর জন্য পরিচিত।

12. কোন সংখ্যার পারস্পরিক সম্পর্ক নেই?

উত্তর:- শূন্য

13. গ্রীনল্যান্ড কোন ইউরোপীয় দেশের অংশ?

উত্তর:- ডেনমার্ক

14. ‘দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ’ বইটি কে লিখেছেন?

উত্তর:- মহাত্মা গান্ধী

15. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?

উত্তর:- চামড়া

16. ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি?

উত্তর:- তেহরি ড্যাম

17. ৮টি বাহু বিশিষ্ট একটি চিত্রকে বলা হয়?

উত্তর:- অষ্টভুজ

18. কোন ফুল সাদা?

উত্তর:- জুঁই

19. ভারতের জাতীয় পশু

উত্তর:- বাঘ

20. কোন পোকার রঙিন ডানা আছে?

উত্তর:- প্রজাপতি।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।