GK for Kolkata Police Exam | Part-63

Dear Students,

Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা পোস্ট করতে চলেছি GK for Kolkata Police Exam | Part-63. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই পোস্টটির নীচে কিছু গুরুত্বপূর্ণ PDF -এর লিংক দেওয়া আছে ডাউনলোড করতে পারেন।





GK for Kolkata Police Exam | Part-63


  1. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর: লর্ড মাউন্টব্যাটেন

  1. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর: জহরলাল নেহেরু

  1. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম লেখো ?

উত্তর: চক্রবর্তী রাজা গােপালাচারি

  1. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম লেখো ?

উত্তর: ড.রাজেন্দ্ৰপ্ৰসাদ

  1. সাইমন কমিশন কবে ভারতে এসেছিলেন ?

উত্তর: ১৯২৭ খ্রিঃ

  1. সাম্প্রদায়িক বাটোয়ারী নীতি কে কবে ঘােষণা করেছিলেন ?

উত্তর: ম্যাকডনান্ড, ১৯৩২ খ্রিঃ

  1. সাম্প্রদায়িক ভাটোয়ার নীতি কে প্রবর্তন করেছিলেন ?

উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডােনাল্ড

  1. সাম্রাজ্যবাদের যুগ কোন্ সময়কালকে বলা হয়ে থাকে ?

উত্তর: ১৮৭০-১৯১ খ্রিঃ

  1. সায়েন্টিফিক সােসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উত্তর: সার সৈয়ল আহমদ খান

  1. সাৱা ভাৱত কিষান সভা কবে গঠিত হয়েছিল?

উত্তর: ১৯৩৬ খ্রিঃ



Also Read:- Daily Current Affairs in Bengali

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।