GK All Subject in Bengali | চাকরির পরীক্ষা প্রস্তুতি | পর্ব- ৩৯

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি GK All Subject in Bengali | চাকরির পরীক্ষা প্রস্তুতি | পর্ব- ৩৯. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে GK All Subject in Bengali | চাকরির পরীক্ষা প্রস্তুতি | পর্ব- ৩৯ || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

GK All Subject in Bengali | চাকরির পরীক্ষা প্রস্তুতি | পর্ব- ৩৯

  1. বাণিজ্য কাকে বলে ?

উত্তরঃ- পণ্যদ্রব্যের ক্রয়বিক্রয়, আমদানি-রপ্তানি বা বিনিময়কে বাণিজ্য বা ব্যবসায় বলে।

  1. বাণিজ্য কয় প্রকার ও কী কী ?

উত্তরঃ- বাণিজ্য প্রধানত দু’প্রকার। যথা— (১) অভ্যন্তরীণ বাণিজ্য ও (২) বৈদেশিক বাণিজ্য।

  1. অভ্যন্তরীণ বাণিজ্য কত প্রকার ও কী কী ?

উত্তরঃ- অভ্যন্তরীণ বাণিজ্য দু -প্রকার, যথা – (ক) পাইকারি ব্যাবসা, (খ) খুচরা ব্যাবসা।

  1. বৈদেশিক বাণিজ্য কত প্রকার ও কী কী ?

উত্তরঃ- বৈদেশিক বাণিজ্য তিন প্রকার, যথা – (ক) আমদানি বাণিজ্য, (খ) রপ্তানি বাণিজ্য ও (গ) পুনঃরপ্তানি বাণিজ্য।

  1. একটি অভ্যন্তরীণ বাণিজ্যের উদাহরণ দাও।

উত্তরঃ- উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে চিনি নিয়ে আসা হলে, সেটি অভ্যন্তরীণ বাণিজ্যের পর্যায়ে পড়ে।

  1. একটি বৈদেশিক বাণিজ্যের উদাহরণ দাও।

উত্তরঃ- ভারত থেকে জাপানে আকরিক লোহা রপ্তানি করা হলে, সেটি বৈদেশিক বাণিজ্যের পর্যায়ে পড়ে।

  1. আন্তর্জাতিক বাণিজ্য গড়ে ওঠার মূল কারণ কী ?

উত্তরঃ- আন্তর্জাতিক বাণিজ্য গড়ে ওঠার মূল কারণ প্রাকৃতিক সম্পদের অসম বণ্টন।

  1. আন্তর্জাতিক কার্টেল (International Cartel) কাকে বলে ?

উত্তরঃ- যখন একচেটিয়া উৎপাদিত কোনো পণ্যের উৎপাদক সংস্থা ওই পণ্যের জোগানকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলি নিজেদের যৌথ মুনাফার পরিমাণ বৃদ্ধি করতে সমর্থ হয়, তখন সেই ব্যবস্থাকে আন্তর্জাতিক কার্টেল বলে।

  1. GATT কী ?

উত্তরঃ- GATT -এর পুরো কথাটি হল – General Agreement on Tariffs and Trade বা শুল্ক ও বাণিজ্যের ক্ষেত্রে সাধারণ চুক্তি।

  1. কত সালে গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ- ১৯৪৭ সালে ২৩ টি দেশ জেনিভায় গ্যাট চুক্তিতে স্বাক্ষর করে।

  1. গ্যাট -এর মূল লক্ষ্য ছিল ?

উত্তরঃ- গ্যাট -এর মূল লক্ষ্য ছিল বাণিজ্যে শুল্ক হ্রাস এবং বাণিজ্যকে সংরক্ষণ থেকে মুক্ত করে আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ।

  1. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) উদ্দেশ্য কী ?

উত্তরঃ- বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্য হল আন্তর্জাতিক বাণিজ্যকে অবাধ ও স্বচ্ছ করা এবং তার সর্বাধিক সম্প্রসারণ ঘটানো।

  1. ডাম্পিং (Dumping) কী ?

উত্তরঃ- অস্বাভাবিক কম দামে উৎপাদিত পণ্যদ্রব্য বাজারে বিক্রি করে অন্যায়ভাবে প্রতিযোগীদের বাজার থেকে সরিয়ে দেওয়ার নীতিকে ডাম্পিং বলে।



Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।