ভূগোল প্রশ্ন ও উওর (Geography top questions and answers in bengali) Part-3

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,   আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Geography top questions and answers in bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার ভূগোল প্রশ্ন ও উওর (Geography top questions and answers in bengali) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে  ভূগোল প্রশ্ন ও উওর (Geography top questions and answers in bengali) set. নিচের  questions and answers set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই  questions and answers set  টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘

ভূগোল প্রশ্ন ও উওর (Geography top questions and answers in bengali):

  1. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?

উওরঃ- ডলফিন।

  1. অতি সূক্ষ বা হালকা তুষারকণা কি নামে পরিচিত ?

উওরঃ- নেভ।

  1. নেভ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে ?

উওরঃ- স্ফীর্ণ।

  1. কোন হিমবাহ বুনাে গােপাল নামে পরিচিত

উওরঃ- সিয়াচেন হিমবাহ।

  1. পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম

উওরঃ- নরওয়ের সঙ্গনে ফিয়র্ড।

  1. একটি সম্পূর্ণ জলচক্রের সময়

উওরঃ- 2.5 বছর।

  1. পৃথিবীর জলনিকাশি স্থার কত অংশ এশিয়ায় বিকশিত হযেছে ?

উওরঃ- 1/4 অংশ

  1. বদ্রিনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের

উওরঃ- পিরামিড চূড়ার উদাহরণ।

  1. হিমসিঁড়ির অগ্রবর্তী প্রান্তভাগকে কী বলে ?

উওরঃ- রাইজার।

  1. বদ্বীপ গঠনের আদর্শ ঢাল এর মান কত ?

উওরঃ- .05 ডিগ্রি -1 ডিগ্রি।

  1. এস্কিমাে ভাষায় ‘নুনাটাক্স’ এর বাংলা অর্থ কি ?

উওরঃ- তুষার মুক্ত ভূমি।

  1. আইরিশ শব্দ ‘গাইজার’ এর অর্থ কি ?

উওরঃ- গর্জন করা।

  1. ব্লো আউট ভারতে কি নামে পরিচিত ?

উওরঃ- ধান্দ।

  1. ক্রিকমে ক্ষয়চক্রে গঠিত সমভূমিকে কি নামে ?

উওরঃ- Pan Plane নামে।

  1. আচরণগত ভূগােলের প্রধান প্রবক্তা

উওরঃ- কেটস।

  1. ভূমির উলম্ব কোন্ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

উওরঃ- অ্যাবনি লেভেল এ।

🔵🔴 ভূগোল প্রশ্ন ও উওর Part-2 – Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here