100+ ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Geography Short Questions Answers

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 100+ Geography Short Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 100+ ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Geography Short Questions Answers

Ajjkal



100+ ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Geography Short Questions Answers

  1. সমুদ্র তলদেশের গভীরতা পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়ে থাকে ?
    উওর:- ফ্যাদম।
  2. পৃথিবীর কৃত্রিম রবারের রাজধানী কাকে বলা হয়ে থাকে ?
    উওর:- অ্যাক্রনকে।
  3. দক্ষিন গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গেটির নাম লেখো ?
    উওর:- অ্যাকাঙ্কাগুয়া।
  4. পম্পাস অঞ্চলের আদিম উপজাতিটি নাম লেখো ?
    উঃ রেড ইন্ডিয়ান।
  5. ইউরোপ মহাদেশের বৃহত্তম নদীর নাম লেখো ?
    উঃ ভলগা।
  6. মারে-ডার্লিং অঞ্চলটি কি শিলা দিয়ে গঠিত?
    উঃ পাললিক শিলা।
  7. কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো ?
    উঃ মাউন্ট ইরেবাস।
  8. নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে ?
    উঃ পরিচলন বৃষ্টি।



৯. খোন্দ কোন অঞ্চলের উপজাতি গোষ্ঠী ?
উঃ ওড়িশা।

  1. ডোডোমা কোন দেশের রাজধানী?
    উঃ তানজানিয়া।
  2. রেনুকুট কীসের জন্য বিখ্যাত?
    উঃ অ্যালুমিনিয়াম শিল্পের জন্য বিখ্যাত।
  3. পশ্চিমবঙ্গ -এ টিস্যু কাগজ তৈরি হয় কোথায়?
  4. উঃ হুগলীর ত্রিবেণীতে।
  5. পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ কোনটি?
    উঃ টোবা।
  6. আফ্রিকার দুটি পূর্ব্বাহিনী নদীর নাম লেখো ?
    উঃ অরেঞ্জ ও জাম্বেসি,
  7. পৃথিবীর শ্রেষ্ঠ তামা রপ্তানিকারক দেশ কোনটি?
    উঃ চিলি।
  8. আফ্রিকার এম্ফুমবিয়ো পর্বতে অবস্থিত একটি জিবন্ত আগ্নেয়গিরিটি নাম লেখো ?
    উঃ ফিরুঙ্গা।
  9. লোহিত সাগরের উপকুলে অবস্থিত পূর্ব আফ্রিকার ভূ-ভাগকে কি বলা হয়ে থাকে ?
    উঃ এরিত্রিয়া।
  10. মিশরের সাদা সোনা কোন জিনিসটাকে বলে?
    উঃ তুলোকে।
  11. সাইল্যান্ট ভ্যালি কোথায় অবস্থিত?
    উঃ কেরলে।
  12. শদ ও কম্পন প্রতিরোধে কোন গাছের কাঠ ব্যবহুত হয়ে থাকে ?
    উঃ বানসা বৃক্ষ।
  13. ভারতের কোথায় সৌরপুকুর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে ?
    উঃ পুডুচেরিতে।
  14. ভারতে কত সালে চা চাষ শুরু করা হয়?
    উঃ ১৮৩৪।
  15. ভারত কবে গ্যাট চুক্তি স্বাক্ষর করেছিল ?
    উঃ ১৯৯৪ খ্রিঃ ১৫ এপ্রিল।
  16. সুন্দা খাত কোন মহাসাগরে অবস্থিত?
    উঃ ভারত।
  17. মোনাজাইট বালুকা কোথায় পাওয়া যায়?
    উঃ মালাবার উপকুলে।
  18. নিখিল বিশ্বকে সম্পদ বলে মনে করার দৃষ্টিকোণটি কী নামে পরিচিত?
    উঃ রিসোর্সিজম্‌।
  19. শ্বেত অভ্রের আর এক নাম কী?
    উঃ মাস্কোভাইট।
  20. ভারতের প্রাচীনতম জলবিদ্যুত কেন্দ্র কোনটি?
    উঃ সিদ্রাপঙ।
  21. স্থির জলাশয়ের বাস্তুতন্ত্রকে কি বলা হয়ে থাকে ?
    উঃ লেন্টিক।
  22. ঋতু নিয়ন্ত্রিত পশুচারণকে কি বলে?
    উঃ ট্রানহিউম্যান্স।
  23. ইউরোপের মরুভূমি কোন দেশটিকে বলা হয়ে থাকে ?
    উঃ বেলজিয়াম।
  24. পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী?
    উঃ মাউন্ট কমিউনিজম (৭৫০০মিটার)।
  25. বৃহত্তম কয়ালের নাম কী?
    উঃ ভেম্বনাথ।
  26. কোন স্তরে সমস্থিতিক ভারসাম্য অধিষ্ঠিত ?
    উঃ অ্যাস্থেনোস্ফিয়ারে
  27. ভূকেন্দ্রে পৃথিবীর উষ্ণতা কত ?
    উঃ 8000 ডিগ্রি সেন্টিগ্রেড
  28. পৃথিবীতে তপ্ত বিন্দুর (Hot Spot) সংখ্যা কতটি ?
    উওর:- 34 টি I
  29. কে সর্বপ্রথম প্রতিবিধানতলের কল্পনা করেছিলেন ?
    উঃ লিওনার্দো-দ্য-ভিঞ্চি (খ্রিস্টীয় 15 শতক)
  30. একটি থোলয়েডের উদাহরণ দাও।
    উঃ ক্যারিবিয়ান সাগরের ম্যাটার্ণিক দ্বীপের মাউন্ট পিলি
  31. ন্যুয়ে অর্দেন্তির গতিবেগ কত ?
    উঃ 40-50 মিটার/সেকেন্ড
  32. ইন্দো-অস্ট্রেলীয় ও ইউরেশিয় পাতের সুচার লাইন কাকে ধরা হয়ে থাকে ?
    উঃ সিন্ধু উপত্যকাকে
  33. কোপজে হল ভেঙ্গে পড়া মরুস্তম্ভ – এটি কার উক্তি ?
    উঃ ভূবিজ্ঞানী এম.এফ.থমাস
  34. ওপেল কীরূপ পাললিক শিলার উদাহরণ ?
    উঃ অসংহাত জাত
  35. ইউরোপীয় ও ভারত উপদ্বীপিয় পাত সীমান্ত কীরূপ পাত সীমান্তের উদাহরণ ?
    উঃ অভিসারী
  36. সামগ্রিক ভাবে ঢাল কয় প্রকারের হয়ে থাকে ?
    উঃ পাঁচ প্রকারের
  37. মৃত্তিকা বিজ্ঞানী CFS Sharp (1938) বিসর্পণ কে কয় ভাগে ভাগ করেন ?
    উঃ পাঁচ ভাগে
  38. ভূমি ভাস্কর্যের কত শতাংশ নদীর স্বাভাবিক কার্য দ্বারা সাধিত হয়ে থাকে ?
    উঃ 70 শতাংশ
  39. জিও কোন শক্তির প্রভাবে সৃষ্ট ভূমিরূপ ?
    উঃ সমুদ্র তরঙ্গ
  40. আবহবিকার কীরূপ প্রাকৃতিক প্রক্রিয়া ?
    উওর:- In-Situ প্রক্রিয়া
  41. ভৃগু ঢাল বা খাঁড়া ঢালে ঢালের কৌণিক মান কত ?
    উঃ 40 ডিগ্রি বা তার অধিক
  42. নদী মঞ্চ কয় প্রকার ও কী কী ?
    উঃ দুই প্রকার, জোড় নদী মঞ্চ ও বিজোড় নদী মঞ
  43. জে.টি.হ্যাক কত বার ভূমিরূপ বিবর্তনের অচক্রীয় ধারণা সম্পর্কে তার মতবাদ ব্যক্ত করেন ?
    উঃ তিনবার, 1960,65 ও 66 সালে
  44. একটি পরবর্তী নদীর উদাহরণ দাও যা গঙ্গার উপনদী ।
    উঃ সোন
  45. কর্দম প্রবাহ কোন অঞ্চলে অধিক সক্রিয় বলে মনে করা হয়ে থাকে ?
    উঃ আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে
  46. কোন পটভূমিতে মূলক ভূগোলের সূচনা হয় ?
    উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ ও কৃষ্ণাঙ্গদের সামাজিক অধিকার লাভের আন্দোলনের পটভূমিতে
  47. কোন দশক থেকে ভূগোলে ব্যাপক ভাবে ‘Statistic’ এর ব্যবহার আরম্ভ হয় ?
    উওর:- 1950-60 এর দশকে
  48. বিশ্বের সবথেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে ছিলেন ?
    উওর:- কার্ল মার্ক্স
  49. এক বা একাধিক সমধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একক কে ভূগোলে কি বলা হয়ে থাকে ?
    উওর:- অঞ্চল

58.দূরত্ব কয় প্রকার ?
উওর:- তিন প্রকার




  1. পশ্চিমঘাট পর্বত কি ধরনের পর্বতের উদাহরণ?
    উওর:- তীর্যক স্তুপ পর্বত।
  2. পভ বাঁধ কোন নদীর উপর দেখা যায়?
    উওর:- বিপাশা নদী।
  3. কালাহারি থেকে দক্ষিন আফ্রিকায় প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কী?
    উওর:- বার্গ।
  4. আশ্বিনের ঝর কোন ঋতুতে দেখা যায়?
    উওর:- শরৎ।
  5. জাপাের্টি গাছের আঠা কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে ?
    উওর:- ভুইংগাম তৈরি হয়।
  6. ডুয়ার্সের উত্তরে কোন পাহাড় দেখা যায়?
    উওর:- বকসা ও জয়ন্তী।
  7. কোকোনর’ হ্রদটি কোন দেশে অবস্থিত?
    উওর:- চিন।
  8. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম লেখো ?
    উওর:- ম্যানােমিটার।
  9. ভারত ও শ্রীলঙ্কা কোন উপসাগরটি দ্বারা বিচ্ছিন্ন ?
    উওর:- মান্নান উপসাগর।
  10. সাইকোমিটার কি?
    উওর:- আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্র।
  11. কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ‘তিরিচমির?
    উওর:- হিন্দুকুশ।
  12. পশ্চিমবঙ্গের একটি গিরিপথের নাম লেখো ?
    উওর:- বক্সাদুয়ার।
  13. ভারতের একটি পােল্ডার ভূমি অঞ্চলের নাম লেখো ?
    উওর:- সুন্দরবন।
  14. আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের নিকটতম প্রতিবেশী রাষ্ট্রটির নাম লেখো ?
    উওর:- মায়ানমার।
  1. ভাঁজ অক্ষ (Axis of Fold) কাকে বলে ?

উত্তরঃ- ঊর্ধ্বভঙ্গ বা অধোভঙ্গের মধ্য দিয়ে যে রেখা টানা হয়, সেই রেখাকে ভাঁজ অক্ষ বলে।

  1. গ্রন্থিবিন্দু (Hinge) কী ?

উত্তরঃ- ভাঁজের সর্বাধিক বক্রতাযুক্ত অংশের মধ্যবিন্দুকে গ্রন্থিবিন্দু বলে।

  1. গ্রন্থিরেখা কাকে বলে ?

উত্তরঃ- কোনো একটি ভাঁজের একাধিক গ্রন্থিবিন্দুকে যোগ করলে যে রেখা পাওয়া যায়, সেই রেখাকে গ্রন্থিরেখা বলে।

  1. ভাঁজের নতি কী ?

উত্তরঃ- শিলার স্তরায়ন তল অনুভূমিক তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, সেই কোণকে ভাঁজের নতি বলে।

  1. আয়াম কী ?

উত্তরঃ- যে রেখা বরাবর স্তরায়ন তল ও অনুভূমিক তল একে অন্যকে ছেদ করে, সেই রেখাকে আয়াম বলে।

  1. উদ্‌ভেদ কাকে বলে ?

উত্তরঃ- ভূপৃষ্ঠের উপরিস্থিত শিলাস্তরের উন্মুক্ত অংশকে উদ্‌ভেদ (Out crop) বলে।

  1. অ্যান্টিফর্ম কাকে বলে ?

উত্তরঃ- শিলাস্তরে ভাঁজের বাঁক ঊর্ধ্বমুখী হলে, সেই বাঁককে অ্যান্টিফর্ম বলে।

  1. সিনফর্ম কাকে বলে ?

উত্তরঃ- শিলাস্তরে ভাঁজের বাঁক নীচের দিকে থাকলে, সেই বাঁককে সিনফর্ম বলে।

  1. নিউট্রাল ভাঁজ বা নিরপেক্ষ ভাঁজ কী ?

উত্তরঃ- শিলাস্তরের যে-ভাঁজের বাঁকটির অভিমুখ ঊর্ধ্বমুখী বা নীচের দিকে না হয়ে পাশের দিকে অবস্থান করে, সেই ভাজকে নিউট্রাল ভাঁজ বা নিরপেক্ষ ভাঁজ বলে৷

  1. জুরা গঠন (Jura structure) কাকে বলে ?

উত্তরঃ- যে অঞ্চলে ঊর্ধ্বভঙ্গগুলি শৈলশিরা এবং অধোভঙ্গগুলি উপত্যকারূপে অবস্থান করে, সেই অঞ্চলকে জুরা গঠন বলে।

  1. ভাঁজের শীর্ষদেশ কী ?

উত্তরঃ- কোনো ভাজের উচ্চতম বিন্দুগুলি বরাবর যে রেখা টানা যায় তাকে ভাজের শীর্ষদেশ বলে।

  1. ভাঁজের নিম্নদেশ কী ?

উত্তরঃ- কোনো ভাজের সর্বনিম্ন বিন্দুগুলিকে সংযুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকে ভাঁজের নিম্নরেখা বলে।

  1. ওভার থ্রাস্ট কী ?

উত্তরঃ- কোনো শায়িত ভাঁজে একমুখী চাপের প্রভাবে ভাজের ওপরের অংশটি সামনের দিকে উৎক্ষিপ্ত হলে তাকে ওভার থ্রাস্ট বলে।

  1. আন্ডার থ্রাস্ট কী ?

উত্তরঃ- কোনো শায়িত ভাঁজের একদিকে অতিরিক্ত চাপের ফলে নিম্নাংশটির পিছনের দিকে নিক্ষেপকে বলে আন্ডার থ্রাস্ট।

  1. অটোকথন কী ?

উত্তরঃ- কোনো ভাঁজের বিচ্ছিন্ন অংশের ভাজের সন্নিহিত অঞ্চলে নিক্ষেপকে বলে অটোকথন।

  1. অ্যালোকথন কী ?

উত্তরঃ- কোনো ভাজের বিচ্ছিন্ন অংশের বহুদূরে নিক্ষেপকে বলে অ্যালোকথন।




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।