ভূগোল মকটেস্ট প্রশ্নোত্তর MCQ | Geography Questions Answers MCQ

ভূগোল মকটেস্ট প্রশ্নোত্তর MCQ | Geography Questions Answers MCQ

1. ভারতের কোন রাজ্যে স্পঞ্জ আয়রন কারখানা সবচেয়ে বেশি?
(a) কর্ণাটক
(b) তামিলনাড়ু
(c) অন্ধ্রপ্রদেশ
(d) মহারাষ্ট্র

উত্তর:- (c) অন্ধ্রপ্রদেশ

2. সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকার নাম কি?
(a) নিউইয়র্ক
(b) সিডনি
(c) টোকিও
(d) সাও পাউলো

উত্তর:- (d) সাও পাউলো

3. পৃথিবীতে যেকোনো দুটি বিন্দুর মধ্যে সবথেকে কম দূরত্ব পরিমাপ করা হয় কিসের পরিপ্রেক্ষিতে ?
(a) বাতাস
(b) নদী
(c) অক্ষাংশ
(d) দ্রাঘিমা রেখা

উত্তর:- (d) দ্রাঘিমা রেখা

4. ড্রামলিন দেখতে কেমন?
(a) নৌকার মত
(b) উল্টানো নৌকার মত
(c) পিরামিডের মতো
(d) প্রিজমের মত

উত্তর:- (b) উল্টানো নৌকার মত

5. নিচের কোন বাঁধ টির সঙ্গে চম্বল প্রকল্পের নাম যুক্ত?
(a) কোনার
(b) রানা প্রতাপ
(c) মাইথন
(d) গান্ধী সাগর

উত্তর:- (b) রানা প্রতাপ

6. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা আছে?
(a) কর্ণাটক
(b) অন্ধ্র প্রদেশ
(c) অরুণাচল প্রদেশ
(d) কেরালা

উত্তর:- (d) কেরালা

7. মথুরা তৈল শোধনাগার টি কোন রাজ্যে অবস্থিত?
(a) উত্তর প্রদেশ
(b) মধ্যপ্রদেশ
(c) বিহার
(d) কর্ণাটক

উত্তর:- (a) উত্তর প্রদেশ

8. কৃষ্ণমৃত্তিকার স্থানীয় নাম কি?
(a) খাদর
(b) পডজল
(c) রেগুর
(d) বোদ

উত্তর:- (c) রেগুর

9. কোন নদীর কোন বদ্বীপ নেই?
(a) কৃষ্ণা
(b) কাবেরী
(c) গোদাবরী
(d) নর্মদা

উত্তর:- (d) নর্মদা

10. কোন নদী পশ্চিম বাহিনী নদী?
(a) শোন
(b) তাপ্তি
(c) যমুনা
(d) নর্মদা

উত্তর:- (b) তাপ্তি।