ভূগোল জিকে নলেজ সিরিজ | Geography Questions Answers in Bengali | Part-7

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Geography Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভূগোল জিকে নলেজ সিরিজ | Geography Questions Answers in Bengali ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভূগোল জিকে নলেজ সিরিজ | Geography Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ভূগোল জিকে নলেজ সিরিজ | Geography Questions Answers in Bengali

  1. পৃথিবীতে সর্বাধিক পাট উৎপাদন করে কোন কোন দেশ ?

উওরঃ- ভারতবর্ষ।

  1. চন্দন কাঠের জন্য কোন প্রদেশ বিখ্যাত ?

উওরঃ- কর্ণাটক চন্দন কাঠের জন্য বিখ্যাত।

  1. গীর অঞ্চল কোথায় আছে ?

উওরঃ- ভারতবর্ষের গুজরাটে। এখানে 200- র মত সিংহ-সিংহী আছে।

  1. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের উপর দিয়ে প্রবাহিত ঘূর্ণবাত কে কি বলে ?

উওরঃ- হ্যারিকেন।

  1. সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম কি ?

উওরঃ- টর্নেডো। ঘণ্টায় গতিবেগ প্রায় 330 কিমি।

  1. চিনুক কি ?

উওরঃ- একটি স্থানীয় বায়ু।

  1. কোন মেঘ থেকে সর্বাধিক বৃষ্টি হয় ?

উওরঃ- কিউমুলোনিম্বাস মেঘ থেকে।

  1. বৃষ্টিপাত কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?

উওরঃ- বৃষ্টিপাত মাপক যন্ত্র বা রেন গেজ।

  1. বিকেল চারটের সময় কোথায় বৃষ্টিপাত হয় ?

উওরঃ- নিরক্ষীয় অঞ্চলে।

  1. ইংল্যান্ডের মুদ্রার নাম কি ?

উওরঃ- পাউন্ড।

  1. আমেরিকার মুদ্রার নাম কি ?

উওরঃ- ডলার।

  1. কোন্ রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয় ?

উওরঃ- বোম্বাই।

  1. কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে (Indian Standard Time) নির্দেশ করেছে ?

উওরঃ- ৮২.৫° পূর্ব দ্রাঘিমা।

  1. ভারত বর্ষ পৃথিবীর মধ্যে শতকরা কত অংশের মতো অভ্র উৎপাদন করে ?

উওরঃ- শতকরা 75 ভাগ এর উপর।

  1. আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উওরঃ- সপ্তম।

  1. কোন্ বছর মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয় ?

উওরঃ- ১৯৬৯ সলের ১৪ জানুয়ারী।

  1. সিকিম কোন্ বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় ?

উওরঃ- ১৯৭৫ সালে।

  1. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোন্ টি ?

উওরঃ- অরুণাচল প্রদেশ

  1. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি ?

উওরঃ- সাহারা।

  1. পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি ?

উওরঃ- রোমের ভ্যাটিকান সিটি।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।