Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Geography questions and answers in bengali set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার ভূগোল প্রশ্ন ও উওর (Geography questions and answers in bengali) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভূগোল প্রশ্ন ও উওর (Geography questions and answers in bengali) set. নিচে ভূগোল প্রশ্ন ও উওর (Geography questions and answers in bengali) set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Science questions and answers set টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘
ভূগোল প্রশ্ন ও উওর (Geography questions and answers in bengali):
1.. জাতীয়তাবাদের ক্ষুদ্র সংস্করণ কি ?
উওরঃ- আঞ্চলিকতবাদ।
- কালিক ভূগােলের প্রবক্তা কে ?
উওরঃ- হ্যাগার স্ট্রেও।
- মূলক ভূগােলের উত্তোরক কোন মার্কসীয় দার্শনিক পরিচিত ?
উওরঃ- ডেভিড হার্ভে।
- কোন দশকে নারীবাদ ভূগােলের পটভূমি
উওরঃ- 1970 দশকের মাঝামাঝি।
- নৃতাত্বিক ক্লদ-লেভিস্ট্রাউস ভূগােলের কোন মতবাদের সঙ্গে যুক্ত ?
উওরঃ- ভূগােলের গঠণবাদ।
- ‘A Geographical Introduction to History’ (1924) 1049 রচয়িতা কে ?
উওরঃ- লুসিয়েন ফেবর
- কোন দেশ ভূগােলের ধ্রুপদী পর্যায়ের আঁতুড় ঘর ?
উওরঃ- জার্মানি
- ভূগােলের ধ্রুপদী পর্যায়ের অবসানের সূচনা হয় কবে ?
উওরঃ- 1859 সালে।
- জিওক্র্যাটিক মতবাদের মূল বক্তব্য কি ?
উওরঃ- মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতিদ্বারা নিয়ন্ত্রিত।
- ভারতে ক্ষেত্র বিশেষে বর্ষাকালের স্থায়ী কাল কত ?
উওরঃ- 1-5 মাস।
- ‘মৌসুমী’ শব্দের উৎপত্তি কোন মালয়ান শব্দ থেকে ?
উওরঃ- মনসিন (monsin)।
- মৌসুমী বায়ুর উৎপত্তিতে ‘Aerological Concept’ এর প্রবক্তা কে ?
উওরঃ- জার্মান আবহাওয়াবিদ R.Scherhag
- Monex কর্মসূচিতে (1973) ভারতের সঙ্গে যৌথ ভাবে কোন দেশ কাজ করে ?
উওরঃ- রাশিয়া।
- ‘The Monsoons of world’ নামক আন্তর্জাতিক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উওরঃ- 1958
- EI-Nino কোন সামুদ্রিক স্রোতের অবলুপ্তি ঘটায় ?
উওরঃ- শীতল পেরু বা হামবােল্ড স্রোতের।