Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Geography of West Bengal Questions Answers in Bengali | পশ্চিমবঙ্গের ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোওর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Geography of West Bengal Questions Answers in Bengali | পশ্চিমবঙ্গের ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোওর ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Geography of West Bengal Questions Answers in Bengali | পশ্চিমবঙ্গের ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোওর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Geography of West Bengal Questions Answers in Bengali | পশ্চিমবঙ্গের ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোওর
- পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি ?
উত্তরঃ- বীরভূম জেলার ময়ূরেশ্বর।
- পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন ?
উত্তরঃ- চক্রবর্তী রাজাগোপালাচারী।
- পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি ?
উত্তরঃ- মেছো বিড়াল।
- পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ?
উত্তরঃ- শ্বেত কন্ঠ মাছরাঙা।
- পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি ?
উত্তরঃ- শিউলি।
- পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি ?
উত্তরঃ- ছাতিম গাছ।
7 . পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে ?
উত্তরঃ- 3 টি বাংলাদেশ, নেপাল ও ভুটান।
8 . পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে ?
উত্তরঃ- 5 টি আসাম, বিহার, সিকিম, ঝাড়খন্ড এবং ওড়িশা।
- পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা কোনটি ?
উত্তরঃ- কলকাতা।
- পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই ?
উত্তরঃ- কলকাতায়।
- আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?
উত্তরঃ- দক্ষিণ 24 পরগনা।
- আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
উত্তরঃ- কলকাতা।
- পশ্চিমবঙ্গের আয়তন কত ?
উত্তরঃ- 88,752 পর্ব কিলোমিটার।
- আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কত শতাংশ ?
উত্তরঃ- 2.67%
- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি ?
উত্তরঃ- সান্দাকফু (3,636 মিটার)।
- পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ- গঙ্গা।
- পূর্ব পশ্চিমে পশ্চিমবঙ্গের বিস্তার কত ?
উত্তরঃ- ৩২৪ কিলোমিটার।
- উত্তর দক্ষিণে পশ্চিমবঙ্গের বিস্তার ?
উত্তরঃ- ৬২৩ কিলোমিটার।
- আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তন কোন দেশের প্রায় সমান ?
উত্তরঃ- অস্ট্রিয়া এবং হাঙ্গেরি।
- পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের সীমানা সর্বাধিক ?
উত্তরঃ- বাংলাদেশের (২২১৭ কিলোমিটার)।
21 . পশ্চিমবঙ্গের কয়টি জেলার সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে ?
উত্তরঃ- 10 টি জেলা (কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং)।
- পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কোন রাজ্যের সীমানা দীর্ঘতম ?
উত্তরঃ- ঝাড়খন্ডের।
- আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি ?
উত্তরঃ- ওড়িশা।
- পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?
উত্তরঃ- ভুটান।
- পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি ?
উত্তরঃ- বাংলাদেশ।
- কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে ?
উত্তরঃ- পাঁচটি জেলার উপর দিয়ে (নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া)।
- পশ্চিমবঙ্গের লোকসভার আসন কয়টি ?
উত্তরঃ- 42 টি।
- তিস্তা নদীর পূর্বাংশ কে কি নামে পরিচিত ?
উত্তরঃ- ডুয়ার্স।
- তিস্তা নদীর পশ্চিম অংশ কি নামে পরিচিত ?
উত্তরঃ- তরাই।
- তরাই কথার অর্থ কি ?
উত্তরঃ- স্যাতস্যাতে জায়গা।
- পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য কত ?
উত্তরঃ- ৫২০ কিমি।
- ফারাক্কা ব্রিজ কত সালে নির্মিত হয়েছে ?
উত্তরঃ- 1961 থেকে 1975।
- উত্তর বঙ্গের প্রধান নদী কোনটি ?
উত্তরঃ- তিস্তা।
- পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ- ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।
- পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি ?
উত্তরঃ- ফোর্ট উইলিয়াম, ১৮০০ সাল।
- পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি ?
উত্তরঃ- ব্যাপটিস্ট মিশন স্কুল।
- পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি ?
উত্তরঃ- বেথুন।
- পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ ?
উত্তরঃ- কোলকাতা মেডিকেল কলেজ, 1835 খ্রী.।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।