70+ ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Geography important question and answer in bengali)

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Geography important question and answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Geography important question and answer in bengali). নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Geography important question and answer in bengali) টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Geography important question and answer in bengali)

  1. সমুদ্র তলদেশের গভীরতা পরিমাপের একক কী?
    উঃ ফ্যাদম।
  2. পৃথিবীর কৃত্রিম রবারের রাজধানী কাকে বলে?
    উঃ অ্যাক্রনকে।
  3. দক্ষিন গোলার্ধের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
    উঃ অ্যাকাঙ্কাগুয়া।
  4. পম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের নাম কী?
    উঃ রেড ইন্ডিয়ান।
  5. ইউরোপ মহাদেশের বৃহত্তম নদীর নাম কী?
    উঃ ভলগা।
  6. মারে-ডার্লিং অঞ্চলটি কি শিলা দ্বারা গঠিত?
    উঃ পাললিক শিলা।
  7. কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?
    উঃ মাউন্ট ইরেবাস।
  8. নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয়?
    উঃ পরিচলন বৃষ্টি।

৯. খোন্দ কোন অঞ্চলের উপজাতী?
উঃ ওড়িশা।

  1. ডোডোমা কোন দেশের রাজধানী?
    উঃ তানজানিয়া।
  2. রেনুকুট কী জন্য বিখ্যাত?
    উঃ অ্যালুমিনিয়াম শিল্পের জন্য।
  3. টিস্যু কাগজ তৈরি হয় কোথায়?
    উঃ হুগলীর ত্রিবেণীতে।
  4. পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদ কোনটি?
    উঃ টোবা।
  5. আফ্রিকার দুটি পূর্ব্বাহিনী নদীর নাম কী?
    উঃ অরেঞ্জ ও জাম্বেসি,
  6. পৃথিবীর শ্রেষ্ঠ তামা রপ্তানিকারক দেশ কোনটি?
    উঃ চিলি।
  7. আফ্রিকার এম্ফুমবিয়ো পর্বতে অবস্থিত একটি জিবন্ত আগ্নেয়গিরির নাম কী?
    উঃ ফিরুঙ্গা।
  8. লোহিত সাগরের উপকুলে অবস্থিত পূর্ব আফ্রিকার ভূ-ভাগ কে কি বলে?
    উঃ এরিত্রিয়া।
  9. মিশরের সাদা সোনা কাকে বলে?
    উঃ তুলোকে।
  10. সাইল্যান্ট ভ্যালি কোথায় অবস্থিত?
    উঃ কেরলে।
  11. শদ ও কম্পন প্রতিরোধে কোন গাছের কাঠ ব্যবহুত হয়?
    উঃ বানসা বৃক্ষ।
  12. ভারতের কোথায় সৌরপুকুর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
    উঃ পুডুচেরিতে।
  13. ভারতে কত সালে চা চাষ শুরু হয়?
    উঃ ১৮৩৪।
  14. ভারত কবে গ্যাট চুক্তি স্বাক্ষর করে?
    উঃ ১৯৯৪ খ্রিঃ ১৫ এপ্রিল।
  15. সুন্দা খাত কোন মহাসাগরে অবস্থিত?
    উঃ ভারত।
  16. মোনাজাইট বালুকা কোথায় পাওয়া যায়?
    উঃ মালাবার উপকুলে।
  17. নিখিল বিশ্বকে সম্পদ বলে মনে করার দৃষ্টিকোণটি কী নামে পরিচিত?
    উঃ রিসোর্সিজম্‌।
  18. শ্বেত অভ্রের আর এক নাম কী?
    উঃ মাস্কোভাইট।
  19. ভারতের প্রাচীনতম জলবিদ্যুত কেন্দ্র কোনটি?
    উঃ সিদ্রাপঙ।
  20. স্থির জলাশয়ের বাস্তুতন্ত্রকে কি বলে?
    উঃ লেন্টিক।
  21. ঋতু নিয়ন্ত্রিত পশুচারণকে কি বলে?
    উঃ ট্রানহিউম্যান্স।
  22. ইউরোপের মরুভূমি কোন দেশ কে বলে?
    উঃ বেলজিয়াম।
  23. পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী?
    উঃ মাউন্ট কমিউনিজম (৭৫০০মিটার)।
  24. বৃহত্তম কয়ালের নাম কী?
    উঃ ভেম্বনাথ।
  25. কোন স্তরে সমস্থিতিক ভারসাম্য অধিষ্ঠিত ?
    উঃ অ্যাস্থেনোস্ফিয়ারে
  26. ভূকেন্দ্রে পৃথিবীর উষ্ণতা কত ?
    উঃ 8000 ডিগ্রি সেন্টিগ্রেড
  27. পৃথিবীতে তপ্ত বিন্দুর (Hot Spot) সংখ্যা কত ?
    উঃ) 34 টি I
  28. কে সর্বপ্রথম প্রতিবিধানতলের কল্পনা করেন ?
    উঃ লিওনার্দো-দ্য-ভিঞ্চি (খ্রিস্টীয় 15 শতক)
  29. একটি থোলয়েডের উদাহরণ দাও ।
    উঃ ক্যারিবিয়ান সাগরের ম্যাটার্ণিক দ্বীপের মাউন্ট পিলি
  30. ন্যুয়ে অর্দেন্তির গতিবেগ কত ?
    উঃ 40-50 মিটার/সেকেন্ড
  31. ইন্দো-অস্ট্রেলীয় ও ইউরেশিয় পাতের সুচার লাইন কাকে ধরা হয় ?
    উঃ সিন্ধু উপত্যকাকে
  32. কোপজে হল ভেঙ্গে পড়া মরুস্তম্ভ – কার উক্তি ?
    উঃ ভূবিজ্ঞানী এম.এফ.থমাস
  33. ওপেল কীরূপ পাললিক শিলা ?
    উঃ অসংহাত জাত
  34. ইউরোপীয় ও ভারত উপদ্বীপিয় পাত সীমান্ত কীরূপ পাত সীমান্তের উদাহরণ ?
    উঃ অভিসারী
  35. সামগ্রিক ভাবে ঢাল কয় প্রকারের হয় ?
    উঃ পাঁচ প্রকারের
  36. মৃত্তিকা বিজ্ঞানী CFS Sharp (1938) বিসর্পণ কে কয় ভাগে ভাগ করেন ?
    উঃ পাঁচ ভাগে
  37. ভূমি ভাস্কর্যের কত শতাংশ নদীর স্বাভাবিক কার্য দ্বারা সাধিত হয় ?
    উঃ 70 শতাংশ
  38. জিও কোন শক্তির প্রভাবে সৃষ্ট ভূমিরূপ ?
    উঃ সমুদ্র তরঙ্গ
  39. আবহবিকার কীরূপ প্রাকৃতিক প্রক্রিয়া ?
    উঃ In-Situ প্রক্রিয়া
  40. ভৃগু ঢাল বা খাঁড়া ঢালে ঢালের কৌণিক মান কত ?
    উঃ 40 ডিগ্রি বা তার অধিক
  41. নদী মঞ্চ কয় প্রকার ?
    উঃ দুই প্রকার, জোড় নদী মঞ্চ ও বিজোড় নদী মঞ
  42. জে.টি.হ্যাক কত বার ভূমিরূপ বিবর্তনের অচক্রীয় ধারণা সম্পর্কে তার মতবাদ ব্যক্ত করেন ?
    উঃ তিনবার, 1960,65 ও 66 সালে
  43. একটি পরবর্তী নদীর উদাহরণ দাও যা গঙ্গার উপনদী ।
    উঃ সোন
  44. কর্দম প্রবাহ কোন অঞ্চলে অধিক সক্রিয় ?
    উঃ আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে
  45. কোন পটভূমিতে মূলক ভূগোলের সূচনা হয় ?
    উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ ও কৃষ্ণাঙ্গদের সামাজিক অধিকার লাভের আন্দোলনের পটভূমিতে
  46. কোন দশক থেকে ভূগোলে ব্যাপক ভাবে ‘Statistic’ এর ব্যবহার আরম্ভ হয় ?
    উঃ 1950-60 এর দশকে
  47. বিশ্বের সবথেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে ?
    উঃ কার্ল মার্ক্স
  48. এক বা একাধিক সমধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একক কে ভূগোলে কি বলা হয় ?
    উঃ অঞ্চল

58.দূরত্ব কয় প্রকার ?
উঃ তিন প্রকার

  1. পশ্চিমঘাট পর্বত কি জাতীয় পর্বতের উদাহরণ?
    = তীর্যক স্তুপ পর্বত।
  2. পভ বাঁধ কোন নদীতে দেখা যায়?
    = বিপাশা নদী।
  3. কালাহারি থেকে দক্ষিন আফ্রিকায় প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কী?
    = বার্গ।
  4. আশ্বিনের ঝর কোন ঋতুতে দেখা যায়?
    = শরৎ।
  5. জাপাের্টি গাছের আঠা কোন কাজে লাগে?
    = ভুইংগাম তৈরি হয়।
  6. ডুয়ার্সের উত্তরে কোন পাহাড় দেখা যায়?
    = বকসা ও জয়ন্তী।
  7. কোকোনর’ হ্রদটি কোন দেশে অবস্থিত?
    = চিন।
  8. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কী?
    = ম্যানােমিটার।
  9. ভারত ও শ্রীলঙ্কা কোন উপসাগর দ্বারা বিচ্ছিন্ন?
    = মান্নান উপসাগর।
  10. সাইকোমিটার কি?
    = আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্র।
  11. কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ‘তিরিচমির?
    = হিন্দুকুশ।
  12. পশ্চিমবঙ্গের একটি গিরিপথের নাম কি?
    = বক্সাদুয়ার।
  13. ভারতের একটি পােল্ডার ভূমি অঞ্চলের নাম কী?
    = সুন্দরবন।
  14. আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
    = মায়ানমার।

Geography important question and answer এটি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here