Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Geography important gk solves. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Geography important gk solves questions answers ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Geography important gk solves questions answers সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Geography important gk solves questions answers || ভূগোল গুরুত্বপূর্ণ gk solves প্রশ্নোত্তর ||
১. ভারতের মােট কৃষি জমির পরিমান কত?
উত্তরঃ- ১৭.৫১ কোটি হেক্টর
২. ভারতের একটি রবি ফসলের নাম লেখ।
উত্তরঃ- গম
৩. হেক্টর প্রতি কোন রাজ্যে ধানের উৎপাদন বেশী?
উত্তরঃ- তামিলনাড়ু
৪. ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপন্ন হয়?
উত্তরঃ- অসম
৫. কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তরঃ- সপ্তম
৬. চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তরঃ- প্রথম
৭. দক্ষিন ভারতে বাজরা কি নামে পরিচিত?
উত্তরঃ- কম্বু।
৮. রাগি চাষের জন্য কীরকম বৃষ্টিপাতের প্রয়ােজন হয়?
উত্তরঃ- ৫০ সেমিরও কম
৯. ভারতে জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তরঃ- মহারাষ্ট্র
১০. ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তরঃ- দ্বিতীয়
১১. পাট উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তরঃ- প্রথম
১২. কোন রাজ্য তুলা উৎপাদনে শ্রেষ্ঠ স্থান অধিকার করে?
উত্তরঃ- পাঞ্জাব
১৩. ভারতে চা-এর নিলামের প্রধান কেন্দ্রগুলি কি কি?
উত্তরঃ- কলকাতা ও গুয়াহাটি
১৪. কোন সময়ে ভারতে সবুজ বিপ্লব পরিকল্পনা গ্রহন করা হয়েছিল?
উত্তরঃ- তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
১৫. জল কোথায় কত শতাংশ আছে?
উত্তরঃ- সমুদ্র এবং লেক – ৯৫ শতাংশ, বরফ হয়ে আছে – ৪ শতাংশ ও মানুষের ব্যবহৃত জল – ১ শতাংশ
১৬. সবথেকে ছােটো জলাধার কোনটি ?
উত্তরঃ- জাপান সাগর
১৭. সবথেকে বড় পরিষ্কার জলাধার কোথায় আছে?
উত্তরঃ- উত্তর আমেরিকা
১৮. মালাক্কা প্রণালীকে কে বিভক্ত করেছে?
উত্তরঃ- সুমাত্রা এবং মালয়েশিয়া
১৯. হাওয়াইলান দীপপুঞ্জ কোথায় অবস্থিত?
উত্তর: উত্তর প্রশান্ত মহাসাগরে।
২০. সেসিলিস দীপপু কোথায় অবস্থিত?
উত্তর: ভারত মহাসাগরে
২১. সুয়েজ খাল কোথায় যুক্ত হয়েছে?
উত্তর: লাল সাগর এবং ভূমধ্য সাগর।
২২. দিয়েগােগারসিয়া কোথায় আছে –
উত্তর: ভারত মহাসাগরে
২৩. ক্যাপসিয়ান সাগরের বর্ডার নয় এমন একটি দেশ :
উত্তর: আরমেনিয়া
২৪. সমুদ্র সমতল থেকে পৃথিবীর সবথেকে উঁচু লেক কোনটি ?
উত্তর: লেক টিটিকাকা
২৫. প্রশান্ত মহাসাগর দ্বার কাকে বলা হয়?
উত্তর: পানামা খাল
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।