Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Geography General Knowledge GK || ভূগোল সাধারণজ্ঞান জিকে. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Geography General Knowledge GK || ভূগোল সাধারণজ্ঞান জিকে ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Geography General Knowledge GK || ভূগোল সাধারণজ্ঞান জিকে || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Geography General Knowledge GK || ভূগোল সাধারণজ্ঞান জিকে
- পৃথিবীর সবেচেয়ে বয়স্ক রাষ্ট্র প্রধান কে?
উত্তরঃ- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
- এ বছর রবীন্দ্রনাথ ঠাকুরের কত তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়?
উত্তরঃ- ৭২তম।
- মিসরে মুসরি সরকারের পতন ঘটে কবে?
উত্তরঃ- ৩জুলাই, ২০১৩।
- এফএসএ কোন দেশের বিদ্রোহী সংগঠন?
উত্তরঃ- সিরিয়া।(ফ্রি সিরিয়ান আর্মি)
- আফ্রিকা ইউরোপ মহাদেশের চেয়ে কতগুণ বড়?
উত্তরঃ- আড়াই গুণ।
- আফ্রিকার জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তরঃ- প্রতি কিলোমিটারে ২৫ জন।
- আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যা কত?
উত্তরঃ- ৮৬ কোটি ৯২ লাখ।
- আফ্রিকা মহাদেশের আয়তন কত?
উত্তরঃ- ২,৯৮,০০,৫৪০ বর্গ কি. মি. (পৃথিবীর আয়তনের শতকরা ২০.০ ভাগ)।
- জনসংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ- ভ্যাটিকান (জনসংখ্যা প্রায় ১০০০ জন)।
- বিশ্বের দূর্নীতি বিরোধী দিবস কবে?
উত্তরঃ- v৯ ডিসেম্বর
- বিশ্বের প্রস্থতম নদীর নাম কি?
উত্তরঃ- আমাজান
- অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেয়া হয় কত সালে?
উত্তরঃ- ১৯৫৯ সালে
- কোপা(COPA) কোন দেশের বিমান সংস্থা?
উত্তরঃ- পানাম
- সম্প্রতি বিশ্বে ছরিয়েপড়া ভাইরাস জ্বর সোয়াইন ফ্লু এর ভাইরাসের নাম কি?
উত্তরঃ- H.N
- IPCC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ- Inter Governmental on Climate Change
- প্যারিস শান্তি চুক্ত হয় কোন কোন দেশের মধ্যে?
উত্তরঃ- মার্কিন যুক্তরাস্ট্র ও ভিয়েতনাম
- ভারতে লোকসভা নির্বাচনে রাস্ট্রপতি কর্তৃত নির্বাচিত আসন কয়টি?
উত্তরঃ- ২টি
- ৫১ তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে কবে স্বাক্ষর করে?
উত্তরঃ- ১৫ অক্টোবর ১৯৪৫
- জলবায়ু অঞ্চলের ‘সূচক’ (Index) কী ?
উত্তরঃ- কোনো কোনো আবহবিদ স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি ও বণ্টনকে জলবায়ু অঞ্চলের সূচক বলে অভিহিত করেছেন।
- বিজ্ঞানী ভ্লাদিমির কোপেন কোন্ বিষয়ের ওপর ভিত্তি করে জলবায়ু অঞ্চল চিহ্নিত করেন ?
উত্তরঃ- উদ্ভিদ বলয়ের ওপর ভিত্তি করে।
- ‘পৃথিবীর ফুসফুস’ কোন্ অঞ্চলকে বলে ?
উত্তরঃ- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বনভূমিকে গভীরতা বেশি হওয়ায় এই অঞ্চলের অরণ্য পৃথিবীর ফুসফুস নামে পরিচিত।
- ‘ল্যাটেরাইজেশান’ কী ?
উত্তরঃ- ‘ল্যাটেরাইজেশান’ হল ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে ল্যাটেরাইট মাটি সৃষ্টির প্রক্রিয়াকে ল্যাটেরাইজেশান প্রক্রিয়া বলে।
- ‘পৃথিবীর ফলের ঝুড়ি’ নামে কোন্ জলবায়ু অঞ্চল পরিচিত ?
উত্তরঃ- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল।
- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ‘ইউরোপের ক্রীড়াক্ষেত্র’ বলা হয় কেন ?
উত্তরঃ- এই জলবায়ু অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটায়।
- কোন্ জলবায়ু অঞ্চলে দিনের বেলা গ্রীষ্মকাল ও রাতের বেলা শীতকাল বলে ধরা হয় ?
উত্তরঃ- ক্রান্তীয় উষ্ম মরু প্রকৃতির জলবায়ু অঞ্চলে।
- পৃথিবীর কোন্ মরুভূমি অঞ্চলে জনঘনত্ব সর্বাধিক ?
উত্তরঃ- রাজস্থানের থর মরুস্থলীতে।
- ‘রাইকা’ কী ?
উত্তরঃ- ভারতের থর মরুভূমিতে পশুপালক যাযাবরগণ স্থানীয়ভাবে ‘রাইকা’ নামে পরিচিত।
- ‘ব্লু স্টেম’ কী ?
উত্তরঃ- নাতিশীতোষ্ম অঞ্চলের যে সকল তৃণ জন্মায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ব্লু স্টেম।
- কোন অঞ্চলের তৃণভূমি ‘তোষক তৃণভূমি’ নামে পরিচিত।
উত্তরঃ- নিউজিল্যান্ডের দক্ষিণপ্রান্তে ক্যাটারবেরী সমভূমি অঞ্চলে গড়ে ওঠা তৃণভূমি তোষক তৃণভূমি নামে পরিচিত।
- নিরক্ষীয় অঞ্চলে সারাবছর কোন্ ঋতু বিদ্যমান থাকে ?
উত্তরঃ- নিরক্ষীয় অঞ্চলে সারাবছর উষ্ম আর্দ্র গ্রীষ্ম ঋতু বিদ্যমান থাকে।
- দৈনিক উম্মতার প্রসর কাকে বলে ?
উত্তরঃ- কোনো অঞ্চলের দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্মতার পার্থক্যকে দৈনিক উম্মতার প্রসর বলে।
- ‘সেলভা’ কী ?
উত্তরঃ- নিরক্ষীয় অঞ্চলের চিরহরিৎ বনভূমিকে সেলভা বলে।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।