আসন্ন পরীক্ষাগুলীর ভূগোল এবং সাধারণজ্ঞান প্রশ্নোত্তর | Geography General Knowledge for Upcoming Exams

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Geography General Knowledge for Upcoming Exams. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে আসন্ন পরীক্ষাগুলীর ভূগোল এবং সাধারণজ্ঞান প্রশ্নোত্তর | Geography General Knowledge for Upcoming Exams ||. এই আসন্ন পরীক্ষাগুলীর ভূগোল এবং সাধারণজ্ঞান প্রশ্নোত্তর | Geography General Knowledge for Upcoming Exams || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

আসন্ন পরীক্ষাগুলীর ভূগোল এবং সাধারণজ্ঞান প্রশ্নোত্তর | Geography General Knowledge for Upcoming Exams

  1. ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কী ?

উত্তরঃ র‍্যাডক্লিফ লাইন

  1. ভারতের উপকূলের দৈর্ঘ্য কত?

উত্তরঃ 5,700 কিমি

  1. শ্রীলঙ্কা দেশটি কোন প্রণালী দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন?

উত্তরঃ পক প্রণালী

  1. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?



উত্তরঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

  1. ভারতের পশ্চিমতম স্থানের নাম কী ?

উত্তরঃ গুজরাটের গুহার মোটি

  1. মহীশুর নামক দেশীয় রাজ্যটির বর্তমান নাম কী?

উত্তরঃ কর্ণাটক

  1. ‘দাক্ষিণাত্যের সিঁড়ি’ কাকে বলে?

উত্তরঃ ডেকানট্র্যাপকে

  1. ভূস্বগ’ বা ‘প্রাচ্যের নন্দনকানন’ কাকে বলে?

উত্তরঃ কাশ্মীর উপত্যকাকে

  1. পশ্চিমঘাট পর্বতের অপর নাম কী?

উত্তরঃ সহ্যাদ্রি

  1. পূর্বঘাট পর্বতের অপর নাম কী?

উত্তরঃ মলয়াদ্রি

  1. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ নকরেক

  1. বৃহৎ ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কোন প্রণালী?

উত্তরঃ ডানকান প্রণালী

  1. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন্ প্রণালীঃ

উত্তরঃ 10° প্রণালী

  1. কাথিয়াবাড় উপদ্বীপের নীচু জলাভূমিকে কী বলে?

উত্তরঃ নলহুদ

  1. কাশ্মীর উপত্যকার উর্বর পলিস্তরকে কী বলে?

উত্তরঃ কারেওয়া

  1. টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তরঃ লিওপারগেল

  1. লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জের বর্তমান নাম কী?

উত্তরঃ লক্ষদ্বীপ

  1. গঙ্গার প্রধান উপনদীর নাম কী?

উত্তরঃ যমুনা

  1. গঙ্গার প্রধান শাখানদীর নাম কী ?

উত্তরঃ পদ্মা

  1. কাবেরী নদী কোথায় দুটি ভাগে বিভক্ত হয়েছে?

উত্তরঃ তিরুচিরাপল্লির নিকট

  1. তাপ্তী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?

উত্তরঃ মহাদেব পর্বতের মূলতাই উচ্চভূমি থেকে

  1. খাম্বা উপসাগরে কোন নদী পতিত হয়েছে?

উত্তরঃ নর্মদা

  1. শিবসমুদ্রম জলপ্রপাত কোন্ নদীতে অবস্থিত?

উত্তরঃ কাবেরী নদীতে

  1. ভারতের জলবায়ু কী প্রকৃতির ?

উত্তরঃ ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির

  1. পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল কোনটি ?

উত্তরঃ দাক্ষিণাত্য মালভূমি

  1. ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটির নাম কী?

উত্তরঃ মৌসিনরাম

  1. অসমে কালবৈশাখী কী নামে পরিচিত?

উত্তরঃ বরদৈছিলা

  1. শীতকালে ভারতের কোন অঞ্চলে বৃষ্টিপাত হয় ?

উত্তরঃ উত্তর-পশ্চিম ভারতে

  1. পশ্চিম ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চলের নাম লেখো।

উত্তরঃ মালাবার উপকুল

  1. ভারতের অতি স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি?

উত্তরঃ রাজস্থানের পশ্চিম অংশ

  1. ভারতে গ্রীষ্মকালীন ও শীতকালীন মৌসুমি বায়ুর মধ্যে কত ডিগ্রি দিক পরিবর্তন ঘটে?

উত্তরঃ 180°

  1. শুষ্ক অঞ্চলে ক্ষারধর্মী প্রাচীন পলিমাটি কী নামে পরিচিত?

উত্তরঃ ঊষর , কালার প্রভৃতি

  1. পলি মৃত্তিকার প্রধান ফসল কী?

উত্তরঃ ধান

  1. হিমাচল প্রদেশের পাথুরে পার্বত্য মৃত্তিকা কী নামে পরিচিত?

উত্তরঃ কাটিল

  1. ভুর কী?

উত্তরঃ উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের পলি মৃত্তিকা

  1. কাজুবাদাম কোন্ মৃত্তিকায় চাষ হয় ?

উত্তরঃ ল্যাটেরাইট মৃত্তিকায়

  1. জলপ্রবাহ দ্বারা মৃত্তিকার উপরের স্তরের ক্ষয় হলে তাকে কী বলে?

উত্তরঃ পাতক্ষয়

  1. কৃষিক্ষেত্রে জলপ্রবাহের আঘাতে যে মৃত্তিকা ক্ষয় হয় তাকে কী বলে?

উত্তরঃ প্রণালী ক্ষয়

  1. ভারত সরকার কত খ্রিস্টাব্দে বনভূমি সংরক্ষণ আইন বলবৎ করেছে?

উত্তরঃ 1980 খ্রিস্টাব্দে

  1. কোন গাছ থেকে ধুনো পাওয়া যায় ?

উত্তরঃ শাল

  1. কোন্ গাছ থেকে রজন পাওয়া যায় ?

উত্তরঃ পাইন

  1. ভারতে সামাজিক বনসৃজন প্রকল্প কত খ্রিস্টাব্দে শুরু হয়?

উত্তরঃ 1976 খ্রিস্টাব্দে

  1. ভারত তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটির নাম কী?

উত্তরঃ সুন্দরবন

  1. মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে কী বলে?

উত্তরঃ জেরোফাইট

  1. ভারতে উৎপন্ন কাঠের বেশিরভাগ কী হিসেবে ব্যবহৃত হয়?

উত্তরঃ জ্বালানি কাঠ হিসেবে।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।