ভূগোল প্রশ্ন ও উওর (Geography best questions and answers in bengla) Part-5

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Geography best questions and answers in bengla set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার ভূগোল প্রশ্ন ও উওর (Geography best questions and answers in bengla) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে  ভূগোল প্রশ্ন ও উওর (Geography best questions and answers in bengla) set. নিচে  questions and answers set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই questions and answers set  টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘

ভূগোল প্রশ্ন ও উওর (Geography best questions and answers in bengla):

  1. Indian Meteorological Service এর প্রথম ডিরেক্টর জেনারেল কে ছিলেন ?

উওরঃ- স্যার গিলবার্ট ওয়ালকার।

  1. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা ভারতে কত শতাংশ বৃষ্টিপাত সংঘটিত হয় ?

উওরঃ- 79 শতাংশ।

  1. জলসেচ কমিশন অনুযায়ী ভারতে কয় প্রকার দেখা যায় ?

উওরঃ- দুই প্রকার। ক্ষরা প্রবণ অঞ্চল ও দীর্ঘ ক্ষরা প্রভাবিত অঞ্চল।

  1. ভারতীয় বনভূমির কত শতাংশ উদ্ভিদ প্রজাতি বহির্গত ?

উওরঃ- প্রায় 40 শতাংশ।

  1. ভারতীয় স্বাভাবিক উদ্ভিদের আঞ্চলিক চারিত্রিক বৈশিষ্ট সর্বপ্রথম কে উল্লেখ করেন ?

উওরঃ- Hooker ও thomson (1855)

  1. পাতার প্রকারের ভিত্তিতে ভারতীয় অরণ্যকে কটি প্রধান ভাগে ভাগ করা যায় ?

উওরঃ- দুটি।

  1. অবিভক্ত ভারতে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল প্রথম কে চিহ্নিত করেন ?

উওরঃ- প্রেইন (Prain, 1874)।

  1. ভারতীয় অরণ্যে কত সংখ্যক প্রজাতির কাঠ পাওয়া যায় ?

উওরঃ- 5000 প্রজাতির।

  1. স্টেপ, পম্পাস ও সাভানা তৃণভূমির কোনটি ভারতে উপস্থিত ?

উওরঃ- কোনটিই নয়।

  1. স্বাধীন ভারতে কবে অরণ্য আইন পাস হয় ?

উওরঃ- 1952 সালে।

  1. The Forest Survey of India কবে স্থাপিত হয়।

উওরঃ- 1981 সালে।

  1. ICFRE এর সম্পূর্ণ নাম কি ?

উওরঃ- Indian Council of Forestry Res and Education.

  1. Center of Social Forestry Eco – rehabilation ( RTH অবস্থিত ?

উওরঃ- এলাহাবাদে।

  1. বর্তমানে ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত ?

উওরঃ- 13টি

  1. ভারতের গভীরতম বন্দর কোনটি ?

উওরঃ- পারাদ্বীপ বন্দর।

🔵🔴 ভূগোল প্রশ্ন ও উওর Part-4 – Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here