ভূগোল প্রশ্ন ও উওর | Geography best questions and answers in bengali | part-6

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Geography best questions and answers in bengali set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে  ভূগোল প্রশ্ন ও উওর | Geography best questions and answers in bengali। এই  ভূগোল প্রশ্ন ও উওর | Geography best questions and answers in bengali set  টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘




ভূগোল প্রশ্ন ও উওর | Geography best questions and answers in bengali

  1. ভারতীয় অরণ্যে কত সংখ্যক প্রজাতির কাঠ পাওয়া যায় ?

উওরঃ- 5000 প্রজাতির।

  1. স্টেস, পম্পাস ও সাভানা তৃণভূমির কোনটি ভারতে উপস্থিত ?

উওরঃ- কোনটিই নয়।

  1. স্বাধীন ভারতে কবে অরণ্য আইন পাস হয় ?

উওরঃ- 1952 সালে।

  1. The Forest Survey of India কবে স্থাপিত হয় ?

উওরঃ- 1981 সালে।

  1. ICFRE এর সম্পূর্ণ নাম কি ?

উওরঃ- Indian Council of Forestry Res and Education.

  1. Center of Social Forestry অবস্থিত ?

উওরঃ- এলাহাবাদে।

  1. বর্তমানে ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত ?

উওরঃ- 13টি

  1. ভারতের গভীরতম বন্দর কোনটি ?

উওরঃ- পারাদ্বীপ বন্দর

  1. কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে ?

উওরঃ- মহারাষ্ট্রে (48 টি)।

  1. উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি ?

উওরঃ- জওহরলাল নেহেরু বন্দর।

  1. নিউম্যাঙ্গালাের বন্দর কোন উপকূলে অবস্থিত ?

উওরঃ- পশ্চিম উপকূলে।




  1. ‘ডলফিন নােজ’ অন্তরীপ কোন বন্দরের সাথে জড়িত ?

উওরঃ- বিশাখাপত্তনম বন্দর।

  1. কাণ্ডালা বন্দরের মাধ্যমে প্রধান কোন দ্রব্য আমদানি করা হয় ?

উওরঃ- পেট্রোলিয়াম।

  1. National Shipping Board কবে গঠিত হয়

উওরঃ- 1958 সালে।

  1. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি ?

উওরঃ- কোচিন।

  1. ভারতের নবীন প্রধান বন্দরের নাম কি ?

উওরঃ- পাের্টব্লেয়ার।

  1. ভারতের অপ্রধান বন্দরের সংখ্যা কত ?

উওরঃ- 200 এর অধিক

  1. ভারতের বৃহত্তম সেচ ক্যানেল প্রকল্প কোনটি ?

উওরঃ- ইন্দিরা গাঁধী খাল প্রকল্প।

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here