Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Geography best questions and answers in bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার ভূগোল প্রশ্ন ও উওর (Geography best questions and answers in bengali) set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভূগোল প্রশ্ন ও উওর (Geography best questions and answers in bengali) set. নিচে Geography questions and answers set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Geography questions and answers set টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘
ভূগোল প্রশ্ন ও উওর (Geography best questions and answers in bengali):
- নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে ?
উওরঃ- গ্রিফিথ টেলর।
- নিয়ন্ত্রণবাদের সম্পূর্ণ বিপরীত ভৌগােলিক তাত্ত্বিক পদ্ধতি কোন টি ?
উওরঃ- সম্ভাবনাবাদ।
- মাত্রিক বিপ্লবের সূচনা পর্ব কোন দশক ?
উওরঃ- 1950-60 এর দশক।
- অভিজ্ঞতাবাদের প্রধান প্রবক্তা কে ?
উওরঃ- জন লক।
- লেবেনস রাউম তত্ত্বের প্রবক্তা কে
উওরঃ- র্যাটজেল।
- ভূগােলে প্রণালীবদ্ধতা কয় প্রকার ?
উওরঃ- দুই প্রকার।
- ডেভিড হার্ভে তার কোন গ্রন্থে ‘সামন্ধীক দেশ’ এর ধারণা দেন ?
উওরঃ- ‘Social Justice and The City নামক গ্রন্থে (1973)।
- এক বা একাধিক সম ধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একককে কি বলে ?
উওরঃ- অঞ্চল।
- গাের্খাল্যান্ড আন্দোলন ভূগােলের দৃষ্টিতে কোন বােধের ভিত্তিতে সংগঠিত হয়?
উওরঃ- আঞ্চলিকতা বােধ।
- জাতীয়তাবাদের ক্ষুদ্র সংস্করণ কি ?
উওরঃ- আঞ্চলিকতবাদ।
- কালিক ভূগােলের প্রবক্তা কে ?
উওরঃ- হ্যাগার স্ট্রেও।
- মূলক ভূগােলের উত্তোরক কোন মার্কসীয় দার্শনি
উওরঃ- ডেভিড হার্ভে।
- কোন দশকে নারীবাদ ভূগােলের পটভূমি
উওরঃ- 1970 দশকের মাঝামাঝি।
- নৃতাষিক ক্লদ-লেভিস্ট্রাউস ভূগােলের কোন মতবাদের সঙ্গে যুক্ত ?
উওরঃ- ভূগােলের গঠণবাদ।
- ‘A Geographical Introduction to History’ (1924) 1055 রচয়িতা কে ?
উওরঃ- লুসিয়েন ফেবর
🔵🔴 ভূগোল প্রশ্ন ও উওর Part-3- Click Here