ভূগোল প্রশ্ন ও উওর | Geography Best Questions and Answers | Part-7

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Geography best questions and answers set. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার Life Science questions and answers set প্রতিযোগিতা মূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে  Life Science questions and answers set set. নিচে  Life Science questions and answers set টি যত্নসহকারে পড়ুন ও যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই  Life Science questions and answers set  টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।




🔘🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘🔘

ভূগোল প্রশ্ন ও উওর | Geography Best Questions and Answers | Part-7

  1. জিও কোন শক্তির প্রভাবে সৃষ্ট ভূমিরূপ ?

উওরঃ- সমুদ্র তরঙ্গ।

  1. আবহবিকার কীরূপ প্রাকৃতিক প্রক্রিয়া ?

উওরঃ- In-Situ প্রক্রিয়া।

  1. ভৃগু ঢাল বা খাঁড়া ঢালে ঢালের কৌণিক মান কত ?

উওরঃ- 40 ডিগ্রি বা তার অধিক।

  1. নদী মঞ্চ কয় প্রকার ?

উওরঃ- দুই প্রকার। জোড় নদী মঞ্চ ও বিজোড়

  1. জে.টি.হ্যাক কত বার ভূমিরূপ পরিবর্তনের অচক্রীয় ধারণা সম্পর্কে তার মতবাদ ব্যক্ত করেন ?

উওরঃ- তিনবার, 1960,65 ও 66 সালে।

  1. একটি পরবর্তী নদীর উদাহরণ দাও যা গঙ্গার উপনদী।

উওরঃ- সােন।




  1. কর্দম প্রবাহ অঞ্চলে অধিক সক্রিয় ?

উওরঃ- আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে।

  1. প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করলেও তার মূলে রযেছে ঐশ্বরিক ইচ্ছা- এরুপ মতবাদ ভৌগােলিক চিন্তায় কি নামে পরিচিত ?

উওরঃ- থিওক্র্যাটিক মতবাদ।

  1. কোন পটভূমিতে মূলক ভূগােলের সূচনা হয় ?

উওরঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ ও কৃষ্ণাঙ্গদের সামাজিক অধিকার লাভের আন্দোলনের পটভূমিতে।

  1. কোন দশক থেকে ভূগােলে ব্যাপক ভাবে ‘Statistic’ এর ব্যবহার আরম্ভ হয় ?

উওরঃ- 1950-60 এর দশকে।

  1. বিশ্বের সবথেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে ?

উওরঃ- কার্ল মার্ক্স।

  1. এক বা একাধিক সমধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একক কে ভূগােলে কি বলা হয় ?

উওরঃ- অঞ্চল।

13.দূরত্ব কয় প্রকার ?

উওরঃ- তিন প্রকার।

  1. ভূগােলে ‘দেশ’ এর ধারণার দিক

উওরঃ- নিরপেক্ষ দেশ ও আপেক্ষি

  1. ভূগােলের ধ্রুপদী পর্যায়ের সূচনা হয় কোথায় ?

উওরঃ- জার্মানীতে

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here