Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Geography important questions answers in bengali). প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Geography important questions answers in bengali). নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Geography important questions answers in bengali) টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Geography important questions answers in bengali)
- পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে –
(ক) তারাপুরে (খ) থানেতে (গ) ট্রামবেতে (ঘ) কানপুরে
উত্তরঃ (গ) ট্রামবেতে
- ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় –
(ক) মহারাষ্ট্রে (খ) পশ্চিমবঙ্গে (গ) গুজরাটে (ঘ) তামিলনাড়ুতে
উত্তরঃ (খ) পশ্চিমবঙ্গে
- ভারতের ম্যানচেস্টার হল –
(ক) মুম্বাই (খ) ভাবনগর (গ) আমদাবাদ (ঘ) পুনে
উত্তরঃ (গ) আমদাবাদ
- ভারতের রূঢ় বলা হয় –
(ক) দুর্গাপুরকে (খ) jamshedpur কে (গ) রানীগঞ্জকে (ঘ) bokaro কে
উত্তরঃ (ক) দুর্গাপুরকে
- যে শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় সেটি হল –
(ক) তথ্যপ্রযুক্তি শিল্প (খ) পেট্রোরসায়ন শিল্প (গ) পাটশিল্প (ঘ) লোহা ও ইস্পাত শিল্প
উত্তরঃ (খ) পেট্রোরসায়ন শিল্প
- পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন কারখানাটি _ অবস্থিত।
উত্তরঃ হলদিয়ায়
- ইস্পাত দৃঢ় করার জন্য ব্যবহৃত হয় __।
উত্তরঃ ম্যাঙ্গানিজ
- ভারতের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র হল __।
উত্তরঃ ভিলাই
- কোন্ শিল্পকে সব শিল্পের মূল বলে?
উত্তরঃ লোহা ও ইস্পাত
- কোন শিল্পকে সূর্যোদয় শিল্প বলে?
উত্তরঃ পেট্রোরসায়ন
- কয়েকটি ভারী ইনজিনিয়ারিঙ শিল্পের নাম লেখ।
উত্তরঃ মোটরগাড়ি, বৃহদায়তন যন্ত্রপাতি
- বাণিজ্য বায়ু কাকে বলে ?
উত্তর :- আয়নবায়ুকে ।
- ব্যারােমিটারে 75.01 সেমি পারদ উচ্চতাকে কত হিসাবে ধরা হয় ?
উত্তর : 1000 মিলিবার ।
- বাদল মেঘ নামে পরিচিত কোন মেঘ ?
উত্তর : নিম্বাস / নিম্মােস্ট্যাটাস ।
- শীতকালে সাধারনতঃ কোন মেঘে বৃষ্টিপাত হয় ?
উত্তর : স্ট্র্যাটোকিউমুলাস ।
- রাজমহল পাহাড় কোন শিলায় গঠিত ?
উত্তর : গ্রানাইট ।
- নাথুলা কি ?
উত্তর : গিরিপথ ।
- তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করেন ?
উত্তর : চীন ।
- ফারাক্কা বাঁধ কোন কোন নদীর জল নিয়ন্ত্রণ করে ?
উত্তর : গঙ্গা ও পদ্মার মধ্যে ।
- টোডা উপজাতি কে কোথায় দেখা যায় ?
উত্তর : নীলগিরি পার্বত্য অঞ্চলে ।
- উল্কার বেশিরভাগ অংশ কী দিয়ে তৈরী ?
উত্তর : নিকেল ।
- আয়তনের দিক থেকে সবচেয়ে বেশী বন কোন রাজ্যে আছে ?
উত্তর : মধ্যপ্রদেশ ।
- সুন্দরবন অঞলের কয়েকটি নদনদীর নাম বল ?
উত্তর : পিয়ালী , ঠাকুরন , মাতলা , বিদ্যাধরী , ইছামতী ।
- উত্তরবঙ্গের কয়েকটি নদনদীর নাম কী ?
উত্তর : তিস্তা , তাের্সা , রায়ডাক , সংকোশ , জলঢাকা , কালজানি ।
- পশ্চিমবঙ্গের মালভূমি থেকে উৎপন্ন কয়েকটি নদীর নাম কী ?
উত্তর : অজয় , দামােদর , শিলাই , কেলেঘাই , রূপনারায়ণ ।
- কোন দুটি নদী মিশে রূপনারায়ণ সৃষ্টি হয়েছে ?
উত্তর : দারকেশ্বর ও শিলাই ।
- কোন দুটি নদী মিলিত হয়ে হলদী নদী সৃষ্টি হয়েছে ?
উত্তর : কেলেঘাই ও কসাই ।
- পৃথিবীর বৃহত্তমদ্বীপ কোনটি ?
উত্তর : গ্রীনল্যাণ্ড ( 21,75,600 কি.মি. ) ।
- ভারতের প্রথম পারমানবিক শক্তিকেন্দ্র কোথায় স্থাপিত হয় ?
উত্তর : তারাপুর ।
- পৃথিবীর ছাদ কাকে বলে ?
উত্তর : পামীর মালভূমিকে ।
- বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা কটি ?
উত্তর : 29 টি ।
- ভারতের নবীনতম রাজ্য কোনটি ?
উত্তর : তেলেঙ্গানা ।
- লুনী নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তর : আনা সাগর ।
- ভারতের ট্রলােগ্রাফিক্যাল ম্যাপ তৈরী কারা করেন ?
উত্তর : সার্ভে অফ ইন্ডিয়া |
- পৃথিবীর ইউরেনিয়ামের সর্বোচ্চ ভাণ্ডার কোথায় অবস্থিত ?
উত্তর : কানাডা ।
- সিমুম কি ?
উত্তর : সাহারায় প্রবাহিত বালুঝড় ।
- কারাবুরাগ কী ?
উত্তর : মধ্য এশিয়ার তুরান অববাহিকায় প্রবাহিত বায়ু ।
- হ্যারিকেন ঝড় কোন অঞ্চলে দেখা যায় ?
উত্তর : পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ।
- টাইফুন কোন অঞ্চলে দেখা যায় ?
উত্তর : চীন ও জাপান উপকূলে ।
- সমুদ্রতল থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হারে বায়ুর চাপ হ্রাস পায় ?
উত্তর : প্রতি 300 মিটার উচ্চতায় 1 ” বা 34 মিলিবার ।
- পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি ?
উত্তর : প্রশান্ত মহাসাগর |
- গ্রান্ড ব্যাঙ্কমগ্নচড়া কোন মহাসাগরে দেখা যায় ?
উত্তর : আটলান্টিক মহাসাগর |
- সাইলেন্ট ভ্যালি কি ?
উত্তর : কেরালার জলবিদ্যুৎ ।
- কোন পর্বতকে জাপানী আল্পস্ বলে ?
উত্তর : হিড পর্বত ।
- বড় দানাযুক্ত পাললিক শিলকে কী বলে ?
উত্তর : ব্রেকসিয়া ।
- ওপেল কি ?
উত্তর : প্রবাল ও সামুদ্রিক প্রাণীর দহজাত বালুকণা জমাট বেঁধে পাললিক শিলা ওপেলে পরিণত হয় ।
- হিমবাহ সঞ্চিত কোনাকৃতি দানাযুক্ত পদার্থ থেকে গঠিত শিলাকে কি বলে ?
উত্তর : টিলাইট ।
- জাপানের ফুজিয়ামা কি জাতীয় পর্বত ?
উত্তর : সুপ্ত আগ্নেয় পর্বত ।
- একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম কি ?
উত্তর : তিব্বত মালভূমি ।
- পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী ?
উত্তর : সাইবেরিয়ার সমভূমি ।
- জিপসাম কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তর : সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরীতে ।
“ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Geography important questions answers in bengali) টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”
-ঃআরও পড়ুনঃ–
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here