জেনারেল সায়েন্স প্রশ্নোত্তর MCQ | General Science Question Answer MCQ

জেনারেল সায়েন্স প্রশ্নোত্তর MCQ | General Science Question Answer MCQ

1. কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিস্কার করেন?
(a) মাদাম কুরি
(b) রাদার ফোর্ড
(c) কেভেনডিস
(d) কোনটাই নয়

উত্তর:- (c) কেভেনডিস

2. এক বর্গমিটার কত বর্গ ফুটের সমান?
(a) 9.84 বর্গফুট
(b) 10.76 বর্গফুট
(c) 11.44বর্গফুট
(d) কোনটাই নয়

উত্তর:- (b) 10.76 বর্গফুট

3. পিতলের উপাদান হলো?
(a) তামা ও দস্তা
(b) দস্তা ও নিকেল
(c) নিকেল ও তামা
(d) তামা ও টিন

উত্তর:- (a) তামা ও দস্তা

4. দুটি বস্তুর মধ্যে দুরত্ব দ্বিগুন করলে তাদের মধ্যাকর্সন শক্তি হবে — ?
(a) দ্বিগুন
(b) চারগুন
(c) 1/4 ভাগ
(d) কোনটাই নয়

উত্তর:- (c) 1/4 ভাগ

5. গ্যালেন কার আকরিক?
(a) কপার
(b) জিঙ্ক
(c) লেড
(d) কোনটাই নয়

উত্তর:- (c) লেড

6. একটি বস্তুর গতিবেগ দ্বিগুন হলে ভরবেগ হবে?
(a) অর্ধেক
(b) দ্বিগুন
(c) চারগুন
(d) কোনটাই নয়

উত্তর:- (b) দ্বিগুন

7. এক অনু সালফারে কত সংখ্যক পরমানু আছে?
(a) 2
(b) 5
(c) 6
(d) 8

উত্তর:- (d) 8

8. একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়?
(a) খনির মধ্যে
(b) পাহাড়ে
(c) মেরুতে
(d) কোনটাই নয়

উত্তর:- (c) মেরুতে

9. কম্পাঙ্কের একক কি?
(a) কিউরি
(b) অর্গ
(c) হার্জ
(d) কোনটাই নয়

উত্তর:- (c) হার্জ

10. সকল তেজস্ক্রিয় বিভাজনের পরে পাওয়া যায়?
(a) রেডিয়াম
(b) লেড
(c) থোরিয়াম
(d) ইউরেনিয়াম

উত্তর:- (b) লেড।