Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি General Science Important Question and Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | General Science Important Question and Answer ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | General Science Important Question and Answer || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | General Science Important Question and Answer
1। হীরক হল – মৌলিক পদার্থ, একই সঙ্গে কার্বনের একটি রূপভেদ।
2। জলে বেশি পরিমাণে দ্রবীভূত হয় যে পদার্থ – চিনি (CH,০)।
3 ৷ সােডিয়াম ধাতু যার নীচে সংরক্ষিত করা হয় – কেরােসিন।
4। নন-স্টিক রান্নার বাসনে যার প্রলেপ থাকে – টেফলন।
5। জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয় যার দ্বারা – কাপড় কাচার সােডা।
6। যে পদার্থ বিদ্যুৎ কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী -অভ্র।
7। মুদ্রাধাতু হল – দস্তা ও সােনা। কপার (Cu), সােনা (Au) এবং সিলভার (Ag)-কে মুদ্রাধাতু বলা হয়। এদের সবচেয়ে বাইরের কক্ষে ১টি ইলেকট্রন থাকে।
8। পেনসিলে ব্যবহৃত অধাতুর নাম – গ্রাফাইট।
9। ক্লোরােফিল ও প্রাকৃতিকভাবে পাওয়া যৌগ যার মূল ধাতুটির নাম- ম্যাগনেসিয়াম (Mg)।
10। কাপড় কাচার সােডা যে যৌগের সাধারণ নাম – সসাডিয়াম কার্বনেট।
11। চুনজল ঘােলা হয় Co, চালনা করলে। কারণ অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়।
12। যে উপাদান দ্বারা ট্রানজিস্টর তৈরি হয় – সিলিকন (Si) ও জার্মেনিয়াম(Ge)।
13। গ্রীণ হাউস গ্যাস নয় -নাইট্রাস অক্সাইড (NO)।
14। নাইট্রাস অক্সাইডকে বলা হয় – Laughing Gas।
15। গ্রাফাইট হল – কার্বনের বহুরূপতা, ভালাে তাপ ও | বিদ্যুৎ পরিবাহী এবং কৃত্রিমভাবে একে তৈরি করা যায়।
16। ভারী জল হল -ডিওটেরিয়াম অক্সাইড।
17। যে গ্যাসগুলি বিভিন্ন ধরনের ঢালাই-এর কাজে ব্যবহৃত হয় –অক্সিজেন ও অ্যাসিটিলিন।
18। কোবাল্ট-60 ব্যবহৃত হয় – ক্যানসারের চিকিৎসায়
19। পটাসিয়াম নাইট্রেট ব্যবহৃত হয় –ওষুধে।
20। যে ধরনের শিলাতে সােনা ও তামা পাওয়া যায় – পুরানাে আগ্নেয়শিলায়।
21। 4K উষ্ণতায় পারদের প্রতিরােধ ক্ষমতা -শূন্য।
22। পিচ্ছিলকারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় গ্রাফাইট।
23। কার্বন, হীরক ও গ্রাফাইটকে একত্রে বলে কার্বনের বহুরূপতা।
23। কার্বনের বন্ধ্রপতাগুলির মধ্যে সবচেয়ে শক্ত ও সবচেয়ে নরম হল- যথাক্রমে হীরক ও গ্রাফাইট।
1। যে বৈশিষ্ট্য মানুষ ও বাঁদরকে অন্য স্তন্যপায়ীর থেকে পৃথক করে – হাতগুলি জড়িয়ে ধরার উপযােগী, দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির প্রখরতা, অনুন্নত গন্ধশক্তি ও সুউন্নত মস্তিষ্ক।
2। একটি পিঁপড়ে কোনাে বস্তুকে যে কোনাে দিক দিয়ে দেখতে পায় কারণ-পিঁপড়েদের যৌগিক চক্ষু আছে।
3। স্তন্যপায়ীদের চামড়ায় অবস্থিত যে গ্রন্থি দেহকে গরম রাখতে সাহায্য করে – ঘর্মগ্রন্থি।
4। ডিম পাড়ে এরকম স্তন্যপায়ীর নাম – স্পাইনি-অ্যান্ট-ইটার।
5। HIV হল একটি অস্তিত্বশীল ভাইরাস কারণ – এরা বংশবিস্তারে অক্ষম।
6। যদি একটি পায়রার সেরিবেলাম ধ্বংস হয়ে যায় তবে সে অক্ষম হয়ে পড়বে – উড়তে।
7। AIDS কথাটির অর্থ -একোয়ার্ড ইমিউনাে ডেফিসিয়েন্সি সিনড্রোম (Acquired Immuno Deficiency Syndrome)।
8। নিউরােন যার সাহায্যে পেশীতে যুক্ত হয় – প্রান্ত বুরুশ।
9। পিটুইটারি নিঃসৃত হরমােনগুলি দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে একে – প্রভুগ্রন্থি বলে।
10। টেট্রাসাইক্লিন ব্যবহৃত হয় – প্লেগ প্রতিরােধক হিসাবে।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।