সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | General Science Important Question and Answer

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি General Science Important Question and Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | General Science Important Question and Answer ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | General Science Important Question and Answer || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | General Science Important Question and Answer

1। হীরক হল – মৌলিক পদার্থ, একই সঙ্গে কার্বনের একটি রূপভেদ।

2। জলে বেশি পরিমাণে দ্রবীভূত হয় যে পদার্থ – চিনি (CH,০)।

3 ৷ সােডিয়াম ধাতু যার নীচে সংরক্ষিত করা হয় – কেরােসিন।

4। নন-স্টিক রান্নার বাসনে যার প্রলেপ থাকে – টেফলন।

5। জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয় যার দ্বারা – কাপড় কাচার সােডা।

6। যে পদার্থ বিদ্যুৎ কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী -অভ্র।

7। মুদ্রাধাতু হল – দস্তা ও সােনা। কপার (Cu), সােনা (Au) এবং সিলভার (Ag)-কে মুদ্রাধাতু বলা হয়। এদের সবচেয়ে বাইরের কক্ষে ১টি ইলেকট্রন থাকে।



8। পেনসিলে ব্যবহৃত অধাতুর নাম – গ্রাফাইট।

9। ক্লোরােফিল ও প্রাকৃতিকভাবে পাওয়া যৌগ যার মূল ধাতুটির নাম- ম্যাগনেসিয়াম (Mg)।

10। কাপড় কাচার সােডা যে যৌগের সাধারণ নাম – সসাডিয়াম কার্বনেট।

11। চুনজল ঘােলা হয় Co, চালনা করলে। কারণ অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়।

12। যে উপাদান দ্বারা ট্রানজিস্টর তৈরি হয় – সিলিকন (Si) ও জার্মেনিয়াম(Ge)।

13। গ্রীণ হাউস গ্যাস নয় -নাইট্রাস অক্সাইড (NO)।

14। নাইট্রাস অক্সাইডকে বলা হয় – Laughing Gas।

15। গ্রাফাইট হল – কার্বনের বহুরূপতা, ভালাে তাপ ও | বিদ্যুৎ পরিবাহী এবং কৃত্রিমভাবে একে তৈরি করা যায়।

16। ভারী জল হল -ডিওটেরিয়াম অক্সাইড।

17। যে গ্যাসগুলি বিভিন্ন ধরনের ঢালাই-এর কাজে ব্যবহৃত হয় –অক্সিজেন ও অ্যাসিটিলিন।

18। কোবাল্ট-60 ব্যবহৃত হয় – ক্যানসারের চিকিৎসায়

19। পটাসিয়াম নাইট্রেট ব্যবহৃত হয় –ওষুধে।

20। যে ধরনের শিলাতে সােনা ও তামা পাওয়া যায় – পুরানাে আগ্নেয়শিলায়।

21। 4K উষ্ণতায় পারদের প্রতিরােধ ক্ষমতা -শূন্য।

22। পিচ্ছিলকারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় গ্রাফাইট।

23। কার্বন, হীরক ও গ্রাফাইটকে একত্রে বলে কার্বনের বহুরূপতা।

23। কার্বনের বন্ধ্রপতাগুলির মধ্যে সবচেয়ে শক্ত ও সবচেয়ে নরম হল- যথাক্রমে হীরক ও গ্রাফাইট।

1। যে বৈশিষ্ট্য মানুষ ও বাঁদরকে অন্য স্তন্যপায়ীর থেকে পৃথক করে – হাতগুলি জড়িয়ে ধরার উপযােগী, দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির প্রখরতা, অনুন্নত গন্ধশক্তি ও সুউন্নত মস্তিষ্ক।

2। একটি পিঁপড়ে কোনাে বস্তুকে যে কোনাে দিক দিয়ে দেখতে পায় কারণ-পিঁপড়েদের যৌগিক চক্ষু আছে।

3। স্তন্যপায়ীদের চামড়ায় অবস্থিত যে গ্রন্থি দেহকে গরম রাখতে সাহায্য করে – ঘর্মগ্রন্থি।

4। ডিম পাড়ে এরকম স্তন্যপায়ীর নাম – স্পাইনি-অ্যান্ট-ইটার।

5। HIV হল একটি অস্তিত্বশীল ভাইরাস কারণ – এরা বংশবিস্তারে অক্ষম।

6। যদি একটি পায়রার সেরিবেলাম ধ্বংস হয়ে যায় তবে সে অক্ষম হয়ে পড়বে – উড়তে।

7। AIDS কথাটির অর্থ -একোয়ার্ড ইমিউনাে ডেফিসিয়েন্সি সিনড্রোম (Acquired Immuno Deficiency Syndrome)।

8। নিউরােন যার সাহায্যে পেশীতে যুক্ত হয় – প্রান্ত বুরুশ।

9। পিটুইটারি নিঃসৃত হরমােনগুলি দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে একে – প্রভুগ্রন্থি বলে।

10। টেট্রাসাইক্লিন ব্যবহৃত হয় – প্লেগ প্রতিরােধক হিসাবে।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।